নারী দলও পেল বিদেশি বোলিং কোচ
৩০ মে ২০২৩, ১১:৩২ পিএম | আপডেট: ৩১ মে ২০২৩, ১২:০০ এএম
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ঢেলে সাজাতে নতুন বোলিং কোচ নিয়োগ দিয়েছে বিসিবি। প্রধান কোচ হাশান তিলকরতেœর পাশাপাশি বোলিং কোচও একজন শ্রীলঙ্কান। লঙ্কান সাবেক ক্রিকেটার দিনুকা হেটিয়ারাচ্চি যুক্ত হচ্ছেন নিগার সুলতানা জ্যোতিদের দলে। বিসিবির নারী উইংসের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল আগের দিনই জানিয়েছিলেন, একজন লঙ্কান বোলিং কোচ নিচ্ছেন তারা। সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। ৪৬ বছর বয়েসী দিনুকা শিগগিরই যোগ দেবেন কাজে। ২০০১ সালে শ্রীলঙ্কার হয়ে একটি টেস্ট খেলেন দিনুকা। ওই একটি ম্যাচেই সীমাবদ্ধ তার আন্তর্জাতিক ক্যারিয়ার। ২৩৪টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা দিনুকা পরে কোচিং পেশায় যুক্ত হয়ে যান।
এর আগে একমাত্র নির্বাচকের পদ থেকে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে সরিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে খেলোয়াড়দের নানান অভিযোগ ছিল। দল নির্বাচনেও স্বেচ্ছাচারিতা করতেন বলে কয়েকদিন ধরেই প্রশ্নবিদ্ধ হয় মঞ্জুর পদ। তার জায়গায় নির্বাচক হিসেবে নিয়োগ পাচ্ছেন সাবেক জাতীয় ক্রিকেটার সাজ্জাদ আহমেদ শিপন ও সজল আহমেদ চৌধুরী। শফিউল জানান, জাতীয় দলের পাইপ লাইন মজবুত করতে গেম ডেভোলাপমেন্টে দেশের দুই অভিজ্ঞ কোচ ওয়াহিদুল গনি ও দীপু রায় চৌধুরীকে নিয়োগ দেওয়া হচ্ছে।
এদিকে, আগামী মাসে হংকংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া মেয়েদের ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উদীয়মানদের প্রতিযোগিতা হলেও অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ লতা মন্ডলকে। দলে আছেন জাতীয় দলে খেলার অভিজ্ঞতা থাকা বেশ কয়েকজন। আগামী ১০ থেকে ২২ জুন হংকংয়ে হবে ৮ দলের আসর। ম্যাচ হবে মোট ১৫টি। মূলত অনূর্ধ্ব-২৩ পর্যায়ের টুর্নামেন্ট হলেও তিন জন নেওয়া যায় বেশি বয়সের। সেই হিসেবে লতা আর নাহিদা আক্তার সুযোগ পেয়েছেন। স্কোয়াডের বেশিরভাগই চেনা মুখ। নতুনদের মধ্যে জায়গা পেয়েছেন সাথি রানী। টুর্নামেন্টে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। ১২ জুন লতাদের প্রথম প্রতিপক্ষ মালেয়েশিয়া, ১৪ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ও ১৬ জুন প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। ‘এ’ গ্রুপের চার দল ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমি ফাইনালে খেলবে ১৯ জুন।
বাংলাদেশ ইমার্জিং দল : লতা মন্ডল (অধিনায়ক), সোবহানা মোস্তারি (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, রুবাইয়া আক্তার ঝিঝিক, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথি রানী।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ