জাতীয় কাবাডি দলের অনুশীলন ফের শুরু
০৪ জুলাই ২০২৩, ০৮:৫০ পিএম | আপডেট: ০৫ জুলাই ২০২৩, ১২:০১ এএম
আসন্ন হ্যাংজু এশিয়ান গেমসকে সামনে রেখে ফের শুরু হয়েছে জাতীয় পুরুষ ও নারী কাবাডি দলের অনুশীলন। ঈদুল আজহার ছুটি কাটিয়ে দুই বিভাগের খেলোয়াড়রা মঙ্গলবার অনুশীলন ক্যাম্পে যোগ দিলেও পূর্ণতা পায়নি পুরুষ দলের ক্যাম্প। কারণ ঈদের পর প্রথম দিনের অনুশীলনে পুরুষ বিভাগের ২০ জনের মধ্যে মাত্র ৬ জন ছিলেন কোর্টে। তবে নারীদের ২০ জনের মধ্যে ১৯ জনই ক্যাম্পে যোগ দিয়েছেন। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য আবদুল মান্নান।
হ্যাংজু এশিয়ান গেমস উপলক্ষে কিছুদিন আগে শুরু হয় জাতীয় নারী ও পুরুষ কাবাডি দলের অনুশীলন ক্যাম্প। ক’দিন আগেই ভারতের রাও কাবাডি একাডেমি থেকে অনুশীলন করে ফিরেছেন আরদুজ্জামান, তুহিন তরফদাররা। তারা আবার যাবেন ভারতে। একই একাডেমিতে অনুশীলনের অপেক্ষায় আছেন নারী কাবাডি খেলোয়াড়রাও।
এক সময় এশিয়ান গেমসে নিয়মিত পদক জিততো বাংলাদেশের কাবাডি দল। ২০১০ গুয়াংজু এশিয়ান গেমসে সর্বশেষ পদক হারিয়েছে বাংলাদেশ পুরুষ দল। অন্যদিকে ২০১৮ সালে জাকার্তা এশিয়াডে সেই পদক হারায় লাল-সবুজের মেয়েরাও। তাই পদক পুনরুদ্ধারে মরিয়া কাবাডি ফেডারেশনের বর্তমান কমিটির কর্মকর্তারা। লক্ষ্য হ্যাংজু এশিয়ান গেমস। তাই গত তিন বছর ধরে নারীদের বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে নতুন প্রতিভাবান খেলোয়াড় তুলে এনেছে ফেডারেশন। যাদেরকে দীর্ঘদিন ধরে আবাসিক ক্যাম্পে রাখা হয়েছে। স্থানীয় কোচ সুবিমল চন্দ্র দাস ও সাবেক অধিনায়ক শাহনাজ পারভীন মালেকার তত্বাবধানে আপাতত অনুশীলন করছেন নারী দলের খেলোয়াড়রা। ১০ জুলাই ভারতের কলাপুরস্থ রাও একাডেমিতে যাবেন নারী দলের ২০ জন খেলোয়াড়। সেখানে থাকা ভারতীয় কোচ রমেশ ভিন্ডিগিরি বাংলাদেশের মেয়েদের প্রশিক্ষণ দেবেন। এ প্রসঙ্গে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক গাজী মোজাম্মেল হক মঙ্গলবার বলেন, ‘পাসপোর্ট ও ভিসার জন্য মেয়েদের ভারতে পাঠাতে দেরি হচ্ছে। আশাকরি শিঘ্রই তাদেরকে পাঠানো হবে। তাই আপাতত দেশেই তারা অনুশীলন করছে।’ পুরুষ দল সম্পর্কে তার বক্তব্য, ‘আমরা একবার পুরুষ দলকে ভারতে অনুশীলন করিয়েছি। ৪৫ দিন পর ফের তারা রাও একাডেমিতে যাবে। সেখানে অনুশীলনের পাশাপাশি প্রস্তুতি ম্যাচও খেলবে কোচ সাজু রামের তত্বাবধানে। সবকিছু ঠিক থাকলে ভারত থেকেই বাংলাদেশের নারী ও পুরুষ কাবাডি দল হ্যাংজুতে যাবে এশিয়ান গেমসে অংশ নিতে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ও বিশ্বব্যাপী বাস্তুচ্যুতি, এক ভয়াবহ বাস্তবতা
রাশিয়া উ.কোরিয়াকে এক মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করেছে
শরীয়তপুরের জাজিরায় ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার
ইমরান খানের সরকার পতনে সউদীর হাত ছিল : দাবি স্ত্রী বুশরার
'ভারতের গোয়ায় জয়া আহসানের বিশেষ প্রদর্শনী'
ওমানে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, ২২ জন আহত
লেবানন থেকে ফিরলেন আরো ৮২ বাংলাদেশি
"পিটিআই" প্রধান ইমরান খানকে নতুন মামলায় ৫ দিনের রিমান্ড
রবিবার নতুন নির্বাচন কমিশনের শপথ
প্রশংসায় ভাসছে পাকিস্তান
কেশবপুরে গাছ থেকে পড়ে একজনের মৃত্যু
২৪ নভেম্বরের ‘পিটিআই’র বিক্ষোভ নিয়ে বুশরা বিবির বার্তা ও সরকারের প্রতিক্রিয়া
লাঞ্চের আগেই ৪ উইকেট নেই ভারতের
মাইলফলকের টেস্ট স্মরণীয় করে রাখতে চান মিরাজ
আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে ঠাকুরগাঁওয়ের ইএসডিওর সাইড ইভেন্ট অনুষ্ঠিত
বেতন পেয়ে অবরোধ প্রত্যাহার করল বেক্সিমকোর শ্রমিকেরা
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪৭
ট্রাম্প প্রশাসনের জন্য মনোনীত দুই সদস্যের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ
ট্রাম্প ব্যবসায়ী, আমরাও একজন ব্যবসায়ী পার্টনার চাই : টাইম ম্যাগাজিনকে ড. ইউনূস
আদানির দুর্নীতি : এবার ভারতেই বির্তকের মুখে মোদি সরকার