জাতীয় কাবাডি দলের অনুশীলন ফের শুরু
০৪ জুলাই ২০২৩, ০৮:৫০ পিএম | আপডেট: ০৫ জুলাই ২০২৩, ১২:০১ এএম
আসন্ন হ্যাংজু এশিয়ান গেমসকে সামনে রেখে ফের শুরু হয়েছে জাতীয় পুরুষ ও নারী কাবাডি দলের অনুশীলন। ঈদুল আজহার ছুটি কাটিয়ে দুই বিভাগের খেলোয়াড়রা মঙ্গলবার অনুশীলন ক্যাম্পে যোগ দিলেও পূর্ণতা পায়নি পুরুষ দলের ক্যাম্প। কারণ ঈদের পর প্রথম দিনের অনুশীলনে পুরুষ বিভাগের ২০ জনের মধ্যে মাত্র ৬ জন ছিলেন কোর্টে। তবে নারীদের ২০ জনের মধ্যে ১৯ জনই ক্যাম্পে যোগ দিয়েছেন। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য আবদুল মান্নান।
হ্যাংজু এশিয়ান গেমস উপলক্ষে কিছুদিন আগে শুরু হয় জাতীয় নারী ও পুরুষ কাবাডি দলের অনুশীলন ক্যাম্প। ক’দিন আগেই ভারতের রাও কাবাডি একাডেমি থেকে অনুশীলন করে ফিরেছেন আরদুজ্জামান, তুহিন তরফদাররা। তারা আবার যাবেন ভারতে। একই একাডেমিতে অনুশীলনের অপেক্ষায় আছেন নারী কাবাডি খেলোয়াড়রাও।
এক সময় এশিয়ান গেমসে নিয়মিত পদক জিততো বাংলাদেশের কাবাডি দল। ২০১০ গুয়াংজু এশিয়ান গেমসে সর্বশেষ পদক হারিয়েছে বাংলাদেশ পুরুষ দল। অন্যদিকে ২০১৮ সালে জাকার্তা এশিয়াডে সেই পদক হারায় লাল-সবুজের মেয়েরাও। তাই পদক পুনরুদ্ধারে মরিয়া কাবাডি ফেডারেশনের বর্তমান কমিটির কর্মকর্তারা। লক্ষ্য হ্যাংজু এশিয়ান গেমস। তাই গত তিন বছর ধরে নারীদের বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে নতুন প্রতিভাবান খেলোয়াড় তুলে এনেছে ফেডারেশন। যাদেরকে দীর্ঘদিন ধরে আবাসিক ক্যাম্পে রাখা হয়েছে। স্থানীয় কোচ সুবিমল চন্দ্র দাস ও সাবেক অধিনায়ক শাহনাজ পারভীন মালেকার তত্বাবধানে আপাতত অনুশীলন করছেন নারী দলের খেলোয়াড়রা। ১০ জুলাই ভারতের কলাপুরস্থ রাও একাডেমিতে যাবেন নারী দলের ২০ জন খেলোয়াড়। সেখানে থাকা ভারতীয় কোচ রমেশ ভিন্ডিগিরি বাংলাদেশের মেয়েদের প্রশিক্ষণ দেবেন। এ প্রসঙ্গে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক গাজী মোজাম্মেল হক মঙ্গলবার বলেন, ‘পাসপোর্ট ও ভিসার জন্য মেয়েদের ভারতে পাঠাতে দেরি হচ্ছে। আশাকরি শিঘ্রই তাদেরকে পাঠানো হবে। তাই আপাতত দেশেই তারা অনুশীলন করছে।’ পুরুষ দল সম্পর্কে তার বক্তব্য, ‘আমরা একবার পুরুষ দলকে ভারতে অনুশীলন করিয়েছি। ৪৫ দিন পর ফের তারা রাও একাডেমিতে যাবে। সেখানে অনুশীলনের পাশাপাশি প্রস্তুতি ম্যাচও খেলবে কোচ সাজু রামের তত্বাবধানে। সবকিছু ঠিক থাকলে ভারত থেকেই বাংলাদেশের নারী ও পুরুষ কাবাডি দল হ্যাংজুতে যাবে এশিয়ান গেমসে অংশ নিতে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সদর থানার ওসিকে ২৪ ঘন্টার মধ্যে অপসারণ না করলে কেএমপি সদর দপ্তর ঘেরাও
অগ্রাধিকার ভিত্তিতে হাসিনার গণহত্যা মামলার দ্রুত তদন্ত চলছে
ফুলেল শুভেচ্ছায় সিক্ত পূর্বদিকের সহকারি সম্পাদক রেদোয়ান
বেক্সিমকোর শ্রমিকদের নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ
শীতের চাদরে ঢাকা সুন্দরগঞ্জের জনজীবন বিপর্যস্ত
কুয়েট পরিদর্শন করলেন বিআইটি, খুলনার প্রথম ডাইরেক্টর প্রফেসর এম এ হান্নান
তানজিদ ঝড়ে উড়ে গেল চট্টগ্রাম
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশের দাবি সাংবাদিকদের
বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
ফ্যাসিবাদ আর যেন না আসে সে শপথ ও অঙ্গিকার নিয়ে মাঠে নেমেছি : এ্যানি
শ্যামনগরে পাইপগান,ককটেল ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক দুই
নির্বাচন নিয়ে খেলাফত মজলিসের সঙ্গে বিএনপির বৈঠক
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব
তারুণ্যের উৎসব উপলক্ষে পিরোজপুরে সাইকেল র্যালি
আসিফ নজরুলের আশ্বাসে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুকদের আন্দোলন স্থগিত
চাঁদপুর মেঘনায় অবৈধ বালুবহনকারী দুটি বাল্কডেসহ আটক ৮
ভিক্ষা না করার শপথ দিলেন ১৫ জন ভিক্ষুক
কুলাউড়ায় মাটি পাচারকালে ৩ ট্রাক আটক মুলহোতা ধরাছোঁয়ার বাইরে
কুমিল্লায় নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি
আটঘরিয়ায় স্কাউট ৯ম ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত