বক্সিংয়ে বাংলাদেশের একমাত্র ভরসা প্রবাসী জিনাতই
২৫ আগস্ট ২০২৩, ১০:৩১ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
আসন্ন হ্যাংজু এশিয়ান গেমসের বক্সিং ডিসিপ্লিনে বাংলাদেশের পক্ষে অংশ নিতে চীন যাচ্ছেন তিন বক্সার। এদের মধ্যে গেমসে বাংলাদেশ দলের একমাত্র ভরসা যুক্তরাষ্ট্র প্রবাসী নারী বক্সার জিনাত ফেরদৌসই। এমনটা মনে করেন বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের কর্মকর্তারা। তবে জিনাতের মাধ্যমে পদক জয়ের স্বপ্ন দেখছেন না তারা, ভালো ফলাফল বয়ে আনার প্রত্যাশাই করছেন। এ প্রসঙ্গে বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন গতকাল বলেন,‘এশিয়ান গেমস অনেক বড় ক্রীড়া আসর। তারপরও আমরা প্রবাসী জিনাতকে দলে অন্তর্ভূক্ত করেছি। তাকে দিয়ে হয়তো পদক জয়ের প্রত্যাশা করা যাবে না। তবে ভালো ফলাফল বয়ে আনার আশা করা যাবে। আমরা সেটাই আশা করছি।’
আগামী ২৩ সেপ্টেম্বর চীনের হ্যাংজু শহরে পর্দা উঠছে ১৯তম এশিয়ান গেমসের। এশিয়ার সর্ববৃহৎ এই ক্রীড়া আসরের পর্দা নামবে ৮ অক্টোবর। গেমসকে সামনে রেখে গত ১৫ জুলাই ছিল অংশগ্রহণকারী খেলোয়াড়দের নাম নিবন্ধনের শেষ দিন। তখন ৫১ কেজি ওজনশ্রেণীতে আবু তালহা ও ৫৭ কেজিতে সেলিম হোসেনের নামই নিবন্ধন করেছিল ফেডারেশন। কিন্তু হঠাৎই যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাতের খোঁজ পান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন ও মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বিওএর এ দুই কর্তাই জিনাতকে নিয়ে দেশকে স্বপ্ন দেখাতে শুরু করেন। তাদের হস্তক্ষেপেই বাংলাদেশি পাসপোর্ট করিয়ে নির্দিষ্ট সময়ের পরেও এশিয়ান গেমস বক্সিংয়ের ৫০ কেজি লাইটওয়েট ইভেন্টে জিনাতের নাম নিবন্ধন করতে পেরেছে বক্সিং ফেডারেশন। গত মাসের মাঝামাঝিতে ঢাকায় এসে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে ট্রায়ালও দিয়ে গেছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র প্রবাসী এই বক্সার। আর তাতেই এশিয়ান গেমসে দীর্ঘ ৩৭ বছরের পদকখরা ঘোচানোর স্বপ্ন দেখা শুরু করেন দেশের বক্সিংবোদ্ধারা।
সর্বশেষ ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে ব্রোঞ্জপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন মোশাররফ হোসেন। এরপর তিন দশকের বেশি সময় কেটে গেলেও এশিয়ান গেমসের বক্সিং থেকে আর কোনো পদক পায়নি বাংলাদেশ। যদিও ১৯৯৩ সাফ গেমসে ইংল্যান্ড থেকে উড়িয়ে আনা হয়েছিল বাংলাদেশি বক্সার ব্রায়ান আহমেদকে। তবে চরম হতাশ করেন এই প্রবাসী বক্সার। ২০০৪ ইসলামাবাদ সাউথ এশিয়ান (এসএ) গেমসের জন্য দুই ইংল্যান্ড প্রবাসী বক্সারকে দেশে আনা হলেও মান আহামরি না হওয়ায় তাদের আর চূড়ান্ত দলে জায়গা দেওয়া যায়নি। যদিও বলা হয়েছিল এ দুই বক্সারের পাসপোর্ট করতে সমস্যা হচ্ছে। কয়েক বছর আগে ইংল্যান্ড প্রবাসী আরেক বক্সার আল সাফওয়ান উদ্দিনকে দেশে আনা হলে তিনি এসে জাতীয় বক্সিংয়ে স্বর্ণপদক জেতেন। কিন্তু জাতীয় দলে পাকাপোক্ত জায়গা পাননি তিনি। ফলে আন্তর্জাতিক আসরে পদক জেতার মতো বক্সারের অভাব থেকেই যায় বাংলাদেশের। অবশেষে বিওএর দুই কর্মকর্তার কল্যাণেই দেখা মেলে জিনাত ফেরদৌসের। তাকে নিয়ে শুরু হয় স্বপ্ন দেখা। গত মাসে ঢাকায় আসার পর ২৯ বছর বয়সী জিনাতও জানিয়েছিলেন দেশকে পদক এনে দিতে চান তিনি। তবে সময়ই বলে দেবে জিনাতকে দিয়ে পদক জয়ের স্বপ্ন কতটুকু পূরণ হয় বাংলাদেশের।
জিনাতের হ্যাংজু যাত্রা প্রসঙ্গে বক্সিং ফেডারেশনের সহ-সভাপতি নিজামউদ্দিন চৌধুরী পারভেজ বলেন,‘জিনাত ঢাকায় এসে হ্যাংজুর বিমান ধরতে গেলে অনেক খরচ পড়বে আমাদের। তাই আমরা চাচ্ছি সে যেন যুক্তরাষ্ট্র থেকেই হ্যাংজুতে যায়। তাহলে তার ভ্রমণ ধকল কমার পাশাপাশি আমাদের খরচও কমবে। অবশ্য সবকিছু নির্ভর করছে বিওএর উপর।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ভারত কী উদ্বাস্তু হিসেবে হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে : প্রশ্ন রিজভীর
শেষ ওভারে ৩০ রান তুলে রংপুরের অবিশ্বাস্য জয়ের নায়ক সোহান
শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে ভারত বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে: খেলাফত মজলিস
শরীয়তপুরে জাজিরা থানার ওসির অস্বাভাবিক মৃত্যু
গোয়ালন্দে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ঈশ্বরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
যুক্তরাষ্ট্রে দাবানলের কবলে অভিনেত্রী নোরা ফাতেহি
হাসপাতালের তত্তাবধায়কের সাথে অসৌজন্যমূলক আচারণ জেলা প্রশাসকের মধ্যস্থতায় মিমাংশা
করের ওপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার : রিজভী
ভুঁইফোড় সংগঠন তৈরি ও অন্য দলের নেতাকর্মীদের যোগদান বন্ধ: বিএনপি
ঈশ্বরদী ইপিজেডে কর্মকর্তার অমানুষিক মারধরে শ্রমিকের মৃত্যু
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন
মানিকগঞ্জে খান বাহাদুর হাই স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
চাদের প্রেসিডেন্ট কার্যালয়ে বন্দুকধারীদের হামলা নিহত ১৯
কাউখালীতে অবৈধভাবে বালু উত্তোলন করার জরিমানা
কালীগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব
আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে: প্রেস সচিব
ভাঙ্গায় ডাক্তারের ফাঁকা বাড়িতে মিললো কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ
দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় আহত ১৫, ভাঙচুর ও ব্যাপক লুটের অভিযোগ
কারও পক্ষ নিয়ে কাজ করলে এবার অসুবিধা হবে: কর্মকর্তাদের সিইসি