মুনীরকাণ্ডে টেবিল টেনিসে ফের অস্থিরতা!
২৯ আগস্ট ২০২৩, ১০:০৪ পিএম | আপডেট: ৩০ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
বাংলাদেশ টেবিল টেনিস (টিটি) ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীরের কর্মকা-ে খেলোয়াড়দের মাঝে ফের অস্থিরতা দেখা দিয়েছে। ফলে সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছে বাংলাদেশ টেবিল টেনিস খেলোয়াড় সমিতি। দক্ষিণ কোরিয়া পিয়ংচ্যাংয়ে আগামী ৩ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ২৬তম এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের খেলা। এ আসরে অংশ নিতে আগামী শুক্রবার কোরিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় টিটি দল। তার আগেই সংবাদ সম্মেলনের মাধ্যমে খন্দকার হাসান মুনীরের বিরুদ্ধে স্বজন প্রীতির অভিযোগ তুললেন জাতীয় দলে সুযোগ না পাওয়া খেলোয়াড় জাভেদ আহমেদ। গতকাল দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা অডিটোরিয়ামে খেলোয়াড় সমিতির ব্যানারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে কয়েকজন খেলোয়াড় অভিযোগের তীর ছুঁড়েন হাসান মুনীরের দিকেই। যুক্তি দেখিয়ে এর প্রতি উত্তরও দিয়েছেন হাসান মুনীর। সংবাদ সম্মেলনে খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক রিপন খান উপস্থিত থাকলেও ছিলেন না সভাপতি মানস চৌধুরী। নিজ বক্তব্যে তারকা খেলোয়াড় জাভেদ আহমেদ বলেন, ‘র্যাঙ্কিং অনুযায়ী এশিয়ান চ্যাম্পিয়নশিপের দল গঠনের কথা থাকলেও আমাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। র্যাঙ্কিংয়ে আমি চার নম্বরে থাকলেও দলের সঙ্গে যাওয়া চারজনের মধ্যে আমার জায়গা হয়নি। এটা হাসান মুনীরের স্বজনপ্রীতির নমুনা। এছাড়া তিনি খেলোয়াড়দের পারিশ্রমিক ঠিক মতো দেন না, বিভিন্ন ঘরোয়া আসরের ফিকশ্চার নিজের ইচ্ছেমতো পরিবর্তন করেন। শুধু তাই নয়, খেলোয়াড়দের মধ্যে বিভাজনও তৈরী করেন।’ তিনি যোগ করেন, ‘খন্দকার হাসান মুনীর টেবিল টেনিসের জন্য একটি অভিশাপ, ফেডারেশনকে নিজের পৈত্রিক সম্পত্তি বানিয়ে রেখেছেন। আমরা তাকে আর ফেডারেশনে দেখতে চাই না।’ আরেক খেলোয়াড় অন্তু হাসান জয় বলেন.‘গত জাতীয় চ্যাম্পিয়নশিপের সময় একটি ম্যাচ হারায় আমাকে থাপ্পড় মেরেছিলেন হাসান মুনীর। যা একজন কর্মকর্তার জন্য শোভনীয় নয়।’ খেলোয়াড়দের অভিযোগের বিষয়ে হাসান মুনীরের বক্তব্য, ‘১৯৯১ সালে একই টুর্নামেন্টে সিনিয়র সাইদুল হক সাদী ও নাসিমুল হাসান কচিদের সঙ্গে গিয়েছিলেন জুনিয়র সেরা মানস চৌধুরী। ২০২১ সালেও এই টুর্নামেন্টে পুরুষ ও মেয়ে দুই বিভাগেই র্যাংকিংধারী তিনজনের সঙ্গে একজন জুনিয়র চ্যাম্পিয়ন গিয়েছেন। সেই থেকে নিয়ম করা হয়েছে। তাই এবারও শেখ কামাল জাতীয় যুব গেমসে চ্যাম্পিয়ন নাফিস ইকবাল ও খৈ খৈ সাই মারমাকে পাঠানো হচ্ছে। যা নির্বাহী কমিটি অনুমোদিত।’ তিনি আরো বলেন, ‘আসলে ২০০৫ থেকে ২০২১ পর্যন্ত আমার সঙ্গে তাদের সম্পর্ক ভালই ছিল। কিন্তু যখনই নিয়মের বেড়াজালে পড়ে গেলেন তারা, তখনই আমি তাদের কাছে খারাপ হয়ে গেলাম।’
এর আগে ২০১৯ সালের ৩১ জুলাই খন্দকার হাসান মুনীরের বিরদ্ধে সংবাদ সম্মেলন করেছিল খেলোয়াড় সমিতি। তখন মুনীরের বিরুদ্ধে অনিয়ম, অসদাচরণ, স্বেচ্ছাচারিতা, খেলোয়াড়দের মাঝে বিভাজন তৈরি করা ও খেলোয়াড়দের কাছ থেকে টাকা ধার নিয়ে তা পরিশোধ করতে টালবাহানা সহ নানা ধরনের অভিযোগ তুলেছিল টেবিল টেনিস খেলোয়াড় সমিতি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের
পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম
ধর্ষণের প্রতিশোধে বাবাকে হত্যা, গ্রেফতার ২ কিশোরী
আমাকে ধর্ষণ করার ভিডিও দেখে স্বামী
হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই
ফিলিপাইনে ৪০০ বিদেশি অনলাইন প্রতারক গ্রেফতার
ইসরাইলি ৪শ’ সেনা নিহত গাজায় স্থল অভিযানে
কুষ্টিয়ায় কৃষি যন্ত্র বিতরণে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক
জীববৈচিত্র্য সুরক্ষা করতে হবে
শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ড্র করল বাংলাদেশ
ভোলায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
গাজীপুরে বিএনপি নেতার উপর হামলা
চাঁদপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার
বিভিন্ন বিভাগ ছোট হচ্ছে পাকিস্তানে
আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে দিবালোকে দোকানীকে গুলি
গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি-ফ্রান্স
৪ ভূখ-কে অন্তর্ভুক্ত করে ইসরাইলি মানচিত্র প্রকাশ
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
চলতি বছর বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমার পূর্বাভাস
যুক্তরাষ্ট্রের নাম মেক্সিকান আমেরিকা রাখার পরামর্শ