হ্যাংজু এশিয়ান গেমসে বক্সার সেলিমের সাফল্য

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৫ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬ এএম

হ্যাংজু এশিয়ান গেমসের চতুর্থ দিনের খেলা মঙ্গলবার শেষ হয়েছে। এদিন বাংলাদেশ ৫টি ডিসিপ্লিনে অংশ নেয়। এগুলো হচ্ছে- শুটিং, ফেন্সিং, হকি, বক্সিং ও দাবা। এই পাঁচ ডিসিপ্লিনের মধ্যে একমাত্র সাফল্য ছিল বক্সিংয়ে। তা এনে দিয়েছেন বক্সার সেলিম হোসেন। এছাড়া দাবা খেলা চলমান রয়েছে। পদকের লড়াইয়ের চতুর্থ দিনে বক্সিং ও দাবা ছাড়া বাকি তিন ডিসিপ্লিনেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা।

মঙ্গলবার দুপুরে হ্যাংজু জিমনেসিয়ামে পুরুষদের অনূর্ধ্ব-৫৭ কেজি ওজনশ্রেণীর প্রিলিমিনারি রাউন্ডের খেলায় বাংলাদেশের সেলিম হোসেন ৩-২ ব্যবধানে হারান শ্রীলঙ্কার রুকমাল প্রসন্নকে। পাঁচ বিচারকের মধ্যে তিনজনের রায় যায় সেলিমের পক্ষে। ম্যাচ জিতে সেলিম আসরের প্রি-কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন। আগামী শনিবার প্রি-কোয়ার্টার ফাইনালে সেলিম রিংয়ে নামবেন লাওস অথবা তাজিকস্তানের বক্সারের বিপক্ষে। আজ বাংলাদেশের আরেক বক্সার জিনাত ফেরদৌস অনূর্ধ্ব-৫০ কেজি ওজনশ্রেণীর রাউন্ড অব সিক্সটিনে খেলবেন।

মঙ্গলবার ফ্যান্সিং ও শুটিংয়ের ব্যর্থতা দিয়েই শুরু হয় বাংলাদেশের দিন। সকালে হ্যাংজু দিয়ানজি ইউনিভার্সিটি জিমনেসিয়ামে ফেন্সিংয়ের ব্যক্তিগত ইভেন্ট থেকে বিদায় নেন ফাতেমা মুজিব ও রোকসানা খাতুন। পুল থ্রিতে ছিলেন ফাতেমা মুজিব। প্রথম ম্যাচে থাইল্যান্ডের প্রতিযোগি শ্রীনুলান্ধ বান্ধুতার বিপক্ষে দারুণ লড়াই করেন তিনি। তবে হেরে যান ৫-৪ পয়েন্টে। বাকি চার ম্যাচেও দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, হংকং ও চীনের প্রতিপক্ষের কাছে হারেন নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণজয়ী ফেন্সার ফাতেমা মুজিব। অন্যদিকে পুল ফোরে ছিলেন রোকসানা খাতুন। তিনিও পাঁচ ম্যাচ হেরে ছিটকে পড়েন ব্যক্তিগত ইভেন্ট থেকে। তার সেরা লড়াই ছিল সউদী আরবের আলহাম্মাদ আল হাসনার বিপক্ষে ৫-৪ পয়েন্টের হার।

ফুইয়াং ইনহু স্পোর্টস সেন্টারের রেঞ্জে সকালে শুটিংয়ের দশ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্ট শুরু হয়। প্রতিযোগিতায় ২১ দেশের মধ্যে বাংলাদেশের জায়গা হয় নবম স্থানে। লাল-সবুজের শুটাররা এই ইভেন্টে স্কোর করেন ৬২৫.৮। যেখানে রবিউল ইসলামের ৩১১.৫ ও শায়রা আরেফিনের ৩১৪.৩ স্কোর ছিল। এই ইভেন্টে সেরা ছয় দল চূড়ান্ত পর্বে ওঠে। ষষ্ঠ হওয়া ভারতীয় দলের স্কোর ছিলো ৬২৮.২। এই ইভেন্টে স্বর্ণ জিতেছে চীন। রৌপ্য জেতে উজবেকিস্তান এবং ব্রোঞ্জপদক পায় কাজাখস্তান ও দক্ষিণ কোরিয়া।

পুরুষ হকিতে টানা দ্বিতীয় হারের দেখা পেয়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। প্রথম ম্যাচে শক্তিশালী জাপানের কাছে ৭-২ গোলে হারের পর মঙ্গলবার দুপুরে হ্যাংজুর গংশু ক্যানেল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে ‘এ’ পুলে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচে ভালোই লড়াই করেছেন জিমি-মিমোরা। সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশ প্রথমে গোল করে বসে। যদিও ম্যাচে পাকিস্তান ৫-২ গোলে বিধ্বস্ত করে লাল-সবুজদের। ম্যাচের প্রথম কোয়ার্টার গোলশূন্য থাকলেও দ্বিতীয় কোয়ার্টারে পুস্কর ক্ষিসা মিমো পেনাল্টি কর্ণার থেকে এগিয়ে দেন দলকে। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করেন মিলন। পাকিস্তানের পক্ষে একটি করে গোল করেন যথাক্রমে মোহাম্মদ সুফিয়ান, আরবাজ আহমেদ, মুহামমদ আমমাদ, মোহাম্মদ শাহজাইব ও আফরাজ।

হ্যাংজু কুই ইউয়ান চেস হলে দাবার পুরুষ এককের সপ্তম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাত ম্যাচে ৪ পয়েন্ট করে পান। মহিলা এককের সপ্তম রাউন্ডের খেলা শেষে লাল-সবুজের মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ২ পয়েন্ট পেয়েছেন। আজ অষ্টম ও নবম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

এদিকে ২৩ সেপ্টেম্বর হ্যাংজু এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের ক’দিন আগেই মাঠে গড়ায় পুরুষ ফুটবল ও নারী ক্রিকেটের খেলা। তবে উদ্বোধনের পরদিন থেকেই সব ডিসিপ্লিনের পদকের লড়াই শুরু হয়। গেমসের দ্বিতীয় দিন বাংলাদেশ দল আট ডিসিপ্লিনে অংশ নিয়ে ৬টিতেই ব্যর্থ হয়। তৃতীয় দিন সোমবার লাল-সবুজরা অংশ নেয় সাত ডিসিপ্লিনে। এদিন গেমসে একমাত্র পদকটি জেতে নারী ক্রিকেট দল। স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নিগার সুলতানা জ্যোতিরা পান ব্রোঞ্জপদক। এছাড়া বাকি ডিসিপ্লিনগুলোর মধ্যে ৪টিতেই চরম ব্যর্থ হয়েছেন লাল-সবুজের ক্রীড়াবিদরা।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

এফএ কাপে সিটির গোল উৎসব

এফএ কাপে সিটির গোল উৎসব

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার