হ্যাংজুতে ফের বাংলাদেশ-ভারত লড়াই
০৬ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম
হ্যাংজু এশিয়ান গেমসের ক্রিকেটে ফের বাংলাদেশ-ভারত লড়াই দেখবেন ক্রীড়াপ্রেমীরা। গেমসের ১৪তম দিনে আজ পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হ্যাংজুর ঝেইঝ্যাং ইউনিভার্সিটি অব টেকনোলজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে মাচটি।
গতকাল থেকে ভারতে শুরু হয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জমজমাট লড়াই। উপমহাদেশে ক্রিকেট বিশ্বকাপ হওয়া মানে তুমুল উন্মাদনা। সেই উন্মাদনায় নতুন মাত্র যোগ করবে এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের শেষ চারে বাংলাদেশ-ভারত লড়াই।
অ্যাথলেটিক্স ও সাঁতারের ভিড়ে গেমসে ক্রিকেটের এই লড়াই খুব একটা আমেজ তৈরি না করলেও দুই দলের মধ্যেই বিরাজ করছে বাড়তি উত্তেজনা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত ক্রিকেট লড়াই মানেই উত্তেজনার আবহ।
এর আগে হ্যাংজু এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল ভারতের। টস জিতে আগে ব্যাটিং নেওয়ার ভুল সিদ্ধান্তে ওই ম্যাচে হেরেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। যদিও শেষ পর্যন্ত ব্রোঞ্জপদক জিতেই দেশে ফিরেছেন তারা। তবে বাংলাদেশের পুরুষ দল সেমিতে ভারতের বিপক্ষে এমন ভুল সিদ্ধান্ত নেবে না। বুঝেশুনেই তারা সিদ্ধান্ত নেবে বলে গতকাল হ্যাংজু থেকে জানিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সেমিফাইনালের আগের দিন কাল সকালে হ্যাংজুতে ঐচ্ছিক অনুশীলন করেছে টাইগাররা। আজ ভারতকে হারাতে পারলে এশিয়ান গেমসের এবারের আসরে আরেকটি পদক নিশ্চিত হবে বাংলাদেশের। আর হেরে গেলে আবার লড়তে হবে ব্রোঞ্জপদকের জন্য। এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ দলের কোচ ডেভিড হ্যাম্পের চোখ অবশ্যই ফাইনালে। কাল তিনি বলেন,‘ভারত আমাদের চেয়ে শক্তিশালী দল তবুও আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।’ হ্যাম্প যোগ করেন,‘অবশ্যই ছেলেদের ওপর আমার আস্থা রয়েছে। তারা ম্যাচ জয়ের সামর্থ্য রাখে।’
হ্যাংজু এশিয়ান গেমসের ক্রিকেট টি-টোয়েন্টি ফরম্যাটে হচ্ছে। সংক্ষিপ্ত এই ফরম্যাটে বাংলাদেশ গতপরশু মালয়েশিয়ার বিপক্ষে প্রায় হারতে বসেছিল। ওই মাচ থেকে শিক্ষা নিয়ে সেমিতে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশ কোচের,‘আসলে এই ফরম্যাটের খেলাটাই এমন- খুব স্বল্প ব্যবধানে জয়-পরাজয়।’ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের ইনিংস থামে ১১৬ রানে। অন্যদিকে ভারত দুইশ’র বেশি রান করেছে। শেষ চারে হাই স্কোরিং পিচে খেলা হলে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জই। এ প্রসঙ্গে বাংলাদেশ দলের ওপেনার মাহমুদুল হাসান জয় বলেন,‘টপ অর্ডাররা ভালো ব্যাট করলে ফিনিশিংটা ভালো হয়। আমরা ভারতের বিপক্ষে ভালো করার লক্ষ্যেই মাঠে নামব।’ ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ওই দলের অনেকেই রয়েছেন এশিয়ান গেমসের দলে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হ্যাজুতেও ভারতকে হারাতে চায় বাংলাদেশ। জয় আরো বলেন,‘আমরা ভারতকে হারানোর সামর্থ্য রাখি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের কীর্তিটা সবাইকে অনুপ্রাণিত করবে নিশ্চয়ই।’
ক্রীড়াবিশ্বে চীন অনেক বড় নাম হলেও ক্রিকেটে একেবারে নবীন। বাংলাদেশসহ সব দেশেরই খেলোয়াড় এখানে প্রথমবার খেলতে এসেছেন। তাই বলা যায় শেষ চারের ম্যাচটি বাংলাদেশের জন্য একপ্রকার জেগে উঠার লড়াই। জয়ের কথায়,‘চীনের মাঠ, উইকেট সম্পর্কে আমাদের তেমন ধারণা ছিল না। কোয়ার্টার ফাইনাল ম্যাচটি আমাদের জন্য দারুণ শিক্ষণীয় হয়েছে। আশাকরি সেমিফাইনালটি হবে আমাদের জেগে উঠার ম্যাচ।’ ক্রিকেট নন অলিম্পিক ডিসিপ্লিন হলেও এশিয়ান গেমসে অনিয়মিতভাবে থাকছে। এর আগে পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ২০১০ সালে স্বর্ণ ও ২০১৪ সালে রৌপ্য জিতেছিল। ২০১০ ও ২০১৪ সালে বাংলাদেশ নারী দল রৌপ্য জিতলেও এবার জিতেছে ব্রোঞ্জপদক।
এদিকে গেমসের তেরতম দিনে গতকাল বাংলাদেশ তিনটি ডিসিপ্লিনে অংশ নিয়ে সবগুলোতেই ব্যর্থ হয়েছে। এদিন কারাতে ডিসিপ্লিনের শুরুর দিনে নারীদের ব্যক্তিগত কাতা ইভেন্টে অষ্টম হন বাংলাদেশের নু মে মারমা। লিনপিন স্পোর্টস সেন্টার জিমনেসিয়ামে প্রথম রাউন্ডের পুল ‘টু’তে নেমে ৩৬.৩০ স্কোর করেন নু মে মারমা। এছাড়া কোচ ও ম্যানেজারের গাফিলতির কারণে
সময়মতো ভেন্যুতে উপস্থিত না হওয়ায় পুরুষ ব্যক্তিগত ইভেন্টে খেলতেই পারেননি কারাতেকা হাসান খান সান। কোচ মোয়াজ্জেম হোসেন সেন্টু ও ম্যানেজার ইকবাল হোসেন নিজেদের গাফিলতি ঢাকতে উল্টো খেলোয়াড়দের হুমকি দিচ্ছেন এবং পেট খারাপের নাটক সাজাচ্ছেন বলে জানা গেছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নিষিদ্ধ পল্লীতে কেমন অভিজ্ঞতা ছিল অভিনেত্রী রুনা খানের
ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারকে গতিশীল করতে হবে- উপদেষ্টা শারমীন
এইচএমপিভি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা
পাংশায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
শফিক রেহমান-রহমান মুরুব্বী এক্সপোজড
রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা
মেহেরপুর জেলা বিএনপির নেতাদের বাগোয়ান বাসীর সংবর্ধনা
জনগণের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন
কৃষির সাথে যেমন কৃষকের সম্পর্ক তেমনি দেশের জনগনের সাথে বিএনপির সম্পর্ক : শামীম তালুকদার
৪২ চার ও ১৬ ছক্কায় অপরাজিত ৩৪৬!
কুমারখালীতে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ
দেশের ৬০ ভাগ মানুষ কৃষির সাথে সম্পৃক্ত থাকলেও কৃষকের স্বার্থে কোনো সংগঠন গড়ে ওঠেনি'
নিজের বিয়ে নিয়ে কি বললেন পড়শী
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় ব্যবহৃত চাকুসহ আরো এক আসামী গ্রেফতার
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়লো
৪২ মিনিটেই নেইমারের আয় ১০১ মিলিয়ন ইউরো
ফেব্রুয়ারিতে পার্স-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান
মাগুরায় পিলখানা হত্যাকান্ডে হত্যাকারী ও পরকল্পনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
কসাই থেকে নদীখেকো জাফর
পাঁচ দেশে বাংলাদেশ দূতাবাসের পাঁচ কর্মকর্তা প্রত্যাহার