বক্সিংয়ের ‘প্রথম’ অলিম্পিক স্বপ্ন!
১১ জানুয়ারি ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১১ জানুয়ারি ২০২৪, ১২:০৬ এএম
বাংলাদেশের বক্সিং ইতিহাস অর্ধশতাব্দিরও বেশি। কিন্তু এই সময়ের মধ্যে কোনো অলিম্পিক গেমসেই খেলা হয়নি লাল-সবুজের বক্সারদের। অনেকের স্বপ্ন ছিল অলিম্পিকে খেলার সুযোগ তৈরি করার। কিন্তু সর্বশেষ টোকিও অলিম্পিক পর্যন্ত সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয়নি। অবশেষে দেরিতে হলেও অলিম্পিকে খেলার স্বপ্ন বাস্তবে রুপ দিতে যাচ্ছেন বাংলাদেশের তারকা বক্সার সেলিম হোসেন। প্যারিস অলিম্পিকের ওয়াইল্ড কার্ড পেলে প্রথম কোনো অলিম্পিক গেমসের রিংয়ে লড়বেন লাল-সবুজের একজন বক্সার। এমনটা হলে দেশের বক্সিংয়ে ‘আশ্চর্য’ এবং ‘অভাবনীয়’ হবে বলেই উল্লেখ করেন বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন। গতকাল তিনি বলেন,‘সেলিম ওয়াইল্ড কার্ড পেলে দেশের বক্সিং ইতিহাসে অভাবনীয় ঘটনা ঘটবে।’
১৯৭৭ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপদক জিতেছিলেন আবদুল হালিম। ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে বক্সিং থেকে দেশের জন্য প্রথম পদক (ব্রোঞ্জ) এনে দেন মোশাররফ হোসেন। এরপর বছরের পর বছর গড়ালেও আন্তর্জাতিক আসর থেকে আর কোনো পদক পায়নি বাংলাদেশ। গত ৩৭ বছরে দেশের কোনো বক্সার অলিম্পিক গেমসের টিকিট পাননি। এবার সেই সম্ভাবনা জাগিয়ে তুলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর বক্সার সেলিম হোসেন। গত বছর চীনের হ্যাংজু এশিয়ান গেমসে অল্পের জন্য পদক লড়াইয়ে থাকতে পারেননি সেলিম। এশিয়ার বিভিন্ন দেশের বাঘা বাঘা বক্সারদের পেছনে ফেলে ৫৭ কেজি ওজন শ্রেণীতে পঞ্চম হন তিনি। আর এতেই প্রথম কোনো অলিম্পিক গেমসে (প্যারিস অলিম্পিক) খেলার স্বপ্নে বিভোর দেশের বক্সিং। বর্তমানে সেনাবাহিনী থেকে কঙ্গোতে শান্তিরক্ষি মিশনে রয়েছেন রাজশাহী থেকে উঠে আসা ৩১ বছর বয়সী বক্সার সেলিম। সেখানে এক বছরের জন্য তিনি গৃহযুদ্ধকবলিত দেশটিতে মূলত রাস্তাঘাট মেরামত ও নির্মাণে সেনাবাহিনীর প্রকৌশল ইউনিটের হয়ে কাজ করছেন। কাজের ফাঁকে বক্সিং রিংয়ে নামার জন্য নিজেকে আলাদা করে তৈরিও করছেন। যদিও সেখানে বক্সিং রিং নেই। তবে জিমে ঘাম ঝরাচ্ছেন সেলিম। বক্সিংয়ের কলাকৌশল ঝালিয়ে নিচ্ছেন দেশ থেকে নেওয়া ব্যক্তিগত সরঞ্জাম দিয়েই।
এরই মধ্যে সেলিমের জন্য প্যারিস অলিম্পিকের ‘ওয়াইল্ড কার্ডে’র আবেদন করা হয়েছে বলে জানান তুহিন। তার কথায়, ‘সেলিমকে ঘিরে আমরা প্রথমবার কোনো অলিম্পিকে খেলার স্বপ্ন দেখছি। সর্বশেষ এশিয়ান গেমসে দুর্দান্ত পারফরম্যান্সই তাকে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকে খেলার স্বপ্ন পূরণ করে দেবে বলে আশাকরি। তাই বাংলাদেশ থেকে কেবল তার নামই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে পাঠানো হয়েছে।’ তিনি যোগ করেন, ‘তার ওয়াইল্ড কার্ড পাওয়ার সঙ্গে সঙ্গে দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে। সেনাবাহিনীর সঙ্গে কথা বলেই আমরা সব ঠিক করছি।’ সেলিম বলেন, ‘অলিম্পিকে খেলার আগে অন্তত তিন মাস অনুশীলনের সুযোগ করে দেবেন স্যাররা। তখন থাইল্যান্ডে উচ্চতর প্রশিক্ষণ নিতে পারবো। অলিম্পিকের জন্যও যেটুকু সময় পাবো, নিজের পুরোটা ঢেলে দিয়ে তৈরি হয়ে যেতে পারবো, সেই বিশ্বাস আমার আছে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গম সহ কৃষি পণ্যে উৎপাদন ও গুনগত মান ব্যহতের আশংকা
'শাহরুখ খান ফরএভার' ক্রিসের এমন বার্তার কি জবাব দিলেন শাহরুখ?
ট্রাকের ধাক্কায় দূর্ঘটনায় শিকার শাবি শিক্ষকদের বাস !
'ট্রাম্প ২.০' বা হোয়াইট হাউজে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ বিশ্বকে কীভাবে প্রভাবিত করবে?
'শাহরুখ খান ফরএভার' ক্রিসের এমন বার্তার কি জবাব দিলেন শাহরুখ?
বন্ধুর বন্ধনের উদ্যোগে ছাগলনাইয়ায় শীতবস্ত্র বিতরণ
সিরাজদিখানে বাস চালক মোবাইলে কথা বলতে বলতে গাছের সঙ্গে সংঘর্ষ, আহত ৬
কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতভিটা পুড়ে ছাই
নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত
মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা ১১তম উলিপুরের তরঙ্গ
‘মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, মন্ত্রণালয়ের নয়’
কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেত্রী গ্রেপ্তার
লালমোহনে পৌর কর মেলার উদ্বোধন
আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড
নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটে রিসিভার নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি
ভারতে অনুপ্রবেশ কালে বিজিবির হাতে আট বাংলাদেশি আটক
জাতীয় ঐক্যের লক্ষ্যে নির্বাচনী প্রস্তুতিতে এবি পার্টি: মজিবুর রহমান মঞ্জু
কিশোরগঞ্জ ২৫০ শয্যার সরকারি হাসপাতালে পানি সরবরাহ করলো “ফায়ার সার্ভিস”
ভোক্তার অভিযোগের জন্য ওয়েব পোর্টাল চালু
রামু বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত