দল নামায় নেই স্মিথের নাম!

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

০৩ মে ২০২৪, ১২:২১ এএম | আপডেট: ০৩ মে ২০২৪, ১২:২১ এএম

ক্ষণ গননা তো চলছেই, বেজে উঠেছে লড়াইয়ের দামামাও। আর কয়েকটি সপ্তাহ বাদেই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। প্রথমবারের মতো ২০ দল নিয়ে হতে যাচ্ছে আইসিসির কোনো বৈশ্বিক আসর। এরই মধ্যে দলও ঘোষণা করছে অংশগ্রহণকারী দলগুলো। যদিও কোনো কারণ ছাড়াই আসছে ২৫ মে পর্যন্ত অদল-বদল করা যাবে এই দলে। তবে নিজেদের সেরা কম্বিনেশন নিয়েই ক্ষুদ্র সংস্করণের সর্ববৃহৎ এই ক্রিকেটীয় লড়াইয়ে নামতে চায় প্রতিটি দলই। তবে সেই তালিকায় থাকছে না স্টিভেন স্মিথের নামই!

স্মিথকে ছাড়াই অস্ট্রেলিয়া
আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পরও আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে জায়গা পেলেন না জেইক ফ্রেজার-ম্যাগার্ক। সুযোগ হয়নি সময়ের অন্যতম সেরা ব্যাটার অভিজ্ঞ স্টিভেন স্মিথেরও। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আইসিসির বেধে দেওয়া সময়সীমার শেষ দিন (১ মে) ১৫ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিবেন মিচেল মার্শই।
বিশ্বকাপের জন্য অভিজ্ঞদের ওপর ভরসা রেখে দল সাজিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। দলে টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে স্বাভাবিকভাবেই আছেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ ও ট্রাভিস হেড। মিডল অর্ডার সামলানোর দায়িত্ব গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টায়নিস, ম্যাথু ওয়েডের। স্পিনার হিসেবে আছেন অ্যাস্টন অ্যাগার। তিন পেসার- মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স। চতুর্থ পেসার হিসেবে সুযোগ পেয়েছেন নাথান এলিস। স্মিথ বাদ পড়েছেন ফর্মহীনতায়। সবশেষ ১৮ ইনিংসে তার ফিফটি কেবল একটি। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে ছিলেন ব্যর্থ। গত এক যুগে এই প্রথম বিশ্বকাপে দর্শক হয়ে থাকছেন স্মিথ।
আগামী ৫ জুন বার্বাডোজে ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়ন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। ‘বি’ গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ ইংল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ড।

অলরাউন্ডারময় আফগানিস্তান
বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের আফগানিস্তান দলে ৬জনই অলরাউন্ডার! চমক আছে আরো। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে দলটির নেতৃত্বে ছিলেন যে হাশমতউল্লাহ শহিদি, টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেই ঠাঁই হয়নি তার। এবার রশিদ খানের নেতৃত্বে খেলবে আফগানরা। গত আসরের দল থেকে খুব বেশি পরিবর্তন আনেনি আফগানরা। রশিদ ও নাঙ্গিয়াল খারোতি ছাড়াও দলে অলরাউন্ডার হিসেবে আছেন অভিজ্ঞ মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, গুলবদিন নাইব ও করিম জানাত। শেষের তিনজন পেস বোলিং অলরাউন্ডার। নতুন নাম - করিম জানাত, মোহাম্মদ ইশাক ও নুর আহমাদ। এখন পর্যন্ত ৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ইশাককে মূলত রহমানউল্লাহ গুরবাজের পর দ্বিতীয় পছন্দের উইকেটকিপার হিসেবে দলে নেওয়া হয়েছে। আর পেসার হিসেবে আছেন নাভিন উল হক, ফজলহক ফারুকি ও ফরিদ মালিক। মুজিব উর-রহমানের সঙ্গে নুর আহমেদের অন্তর্ভুক্তি আফগানিস্তানের স্পিন বিভাগকে করে তুলেছে আরও শক্তিশালী।
আগামী ৪ জুন নবাগত উগান্ডার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে আফগানিস্তান।

নতুন নেতৃত্বে ওমান
নতুন নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চায় ওমান। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ওমানকে নেতৃত্ব দিয়ে আসছিলেন জিশান মাকসুদ। ২০২১ সালেও তার অধিনায়কত্বে খেলেছিল মধ্যপ্রাচ্যের দলটি। আসন্ন বিশ্বকাপে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে ব্যাটিং অলরাউন্ডার আকিব ইলিয়াসকে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের আট জন আছেন এবারের দলে। নেতৃত্ব হারালেও দলে জায়গা ধরে রেখেছেন জিশান। তবে দলে জায়গা পাননি দলটির তারকা ব্যাটসম্যানদের একজন জাতিন্দার সিং ও লেগ স্পিনার সামায় শ্রিভাস্তাভ। পেসার সুফিয়ান মেহমুদ ও অফ স্পিনার জায় ওডেড্রার সঙ্গে এই দুইজনকে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে। আগামী ২ জুন টুর্নামেন্টের দ্বিতীয় দিন বার্বাডোসে নামিবিয়া ম্যাচ দিয়ে আসর শুরু করবে ওমান। ‘বি’ গ্রুপে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ড।

অভিজ্ঞদের নেপাল
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে নেপাল ক্রিকেট বোর্ড। অভিজ্ঞ তারকাদের নিয়েই প্রথমবার বিশ্বকাপ অভিযানে নামবে এশিয়ার দলটি। নিজেদের দিনে যেকোন প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য থাকা আসিফ শেখ, ললিত রাজবংশী, কুশাল মাল্লা, গুলশান ঝা, সোমপাল কামিরা আছেন দলে। ৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে নেপালের প্রথম ম্যাচ। ‘ডি’ গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ বাংলাদেশ, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা।

অস্ট্রেলিয়া দল : মিচেল মাশর্ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স

আফগানিস্তান দল : রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ ইসাক, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়িব, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নানগাল খারোটি, মুজিব উর রহমান, নুর আহমাদ, নাবিন উল হক, ফজল হক ফারুকি ও ফরিদ আহমেদ মালিক। রিজার্ভ : সেদিক আতাল, হযরতউল্লাহ জাজাই ও সালিম শাফি।

ওমান দল : আকিব ইলিয়াস (অধিনায়ক), জিশান মাকসুদ, কাশ্যাপ প্রজাপতি, প্রাতিক আথাভেল (উইকেটরক্ষক), আয়ান খান, শোয়েব খান, মোহাম্মাদ নাদিম, খালিদ কাইল, নাসিম খুশি, মেহরান খান, বিলাল খান, রাফিকউল্লাহ, কালিমউল্লাহ, ফায়াজ বাট, শাকিল আহমেদ। রিজার্ভ : জাতিন্দার সিং, সামায় শ্রিভাস্তাভ, সুফিয়ান মেহমুদ, জায় ওডেড্রা।

নেপাল দল : রোহিত পৌডেল (অধিনায়ক), আসিফ শেখ, অনিল কুমার শাহ, কুশাল ভুর্তেল, কুশাল মাল্লা, দীপেন্দ্র সিং আইরে, ললিত রাজবংশী, করণ কেসি, গুলশান ঝা, সোমপাল কামি, প্রতীশ জিসি, সুদীপ জোরা, অভিনাশ বোহারা, সাগর ধাকাল ও কামাল সিং আইরে।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রাজবাড়ীতে ভোট চেয়ে বাড়ী ফেরার পথে একজনকে কুপিয়ে জখম

রাজবাড়ীতে ভোট চেয়ে বাড়ী ফেরার পথে একজনকে কুপিয়ে জখম

৫ দিনের ছুটির কবলে বেনাপোল স্থলবন্দর

৫ দিনের ছুটির কবলে বেনাপোল স্থলবন্দর

গোদাগাড়ীতে কৃষি মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন নবনির্বাচিত চেয়ারম্যান সোহেল

গোদাগাড়ীতে কৃষি মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন নবনির্বাচিত চেয়ারম্যান সোহেল

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী তৎপরতার তথ্য পেলেই অভিযান : র‌্যাব পরিচালক

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী তৎপরতার তথ্য পেলেই অভিযান : র‌্যাব পরিচালক

যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও ভারত

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও ভারত

ফ্রান্সে ইহুদি উপাসনালয়ে আগুন, অভিযুক্তকে গুলি করে হত্যা

ফ্রান্সে ইহুদি উপাসনালয়ে আগুন, অভিযুক্তকে গুলি করে হত্যা

নৌযান চলাচল বন্ধ থাকবে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে

নৌযান চলাচল বন্ধ থাকবে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে

বেলজিয়াম-নেদারল্যান্ডস-জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের আয়োজক ব্রাজিল

বেলজিয়াম-নেদারল্যান্ডস-জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের আয়োজক ব্রাজিল

নদী ভাঙন আতঙ্কে নির্ঘূম রাত কাটে উপকূলবাসীর

নদী ভাঙন আতঙ্কে নির্ঘূম রাত কাটে উপকূলবাসীর

দিঘিতে মিলল এক মণ ওজনের কোরাল, বিক্রি ৪০ হাজারে

দিঘিতে মিলল এক মণ ওজনের কোরাল, বিক্রি ৪০ হাজারে

সুধা রানীর হাদিসের প্রভাষক পদে উত্তীর্ণ হওয়া নিয়ে তোলপাড়, যে ব্যাখ্যা এনটিআরসির

সুধা রানীর হাদিসের প্রভাষক পদে উত্তীর্ণ হওয়া নিয়ে তোলপাড়, যে ব্যাখ্যা এনটিআরসির

গাজায় ইসরায়েলের অভিযান বন্ধে আন্তর্জাতিক আদালতের নির্দেশ চেয়েছে দ. আফ্রিকা

গাজায় ইসরায়েলের অভিযান বন্ধে আন্তর্জাতিক আদালতের নির্দেশ চেয়েছে দ. আফ্রিকা

১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

দৌলতপুরে পদ্মায় নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

দৌলতপুরে পদ্মায় নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

কলকাতায় ফের করোনা আতঙ্ক, এক সপ্তাহে আক্রান্ত ৫

কলকাতায় ফের করোনা আতঙ্ক, এক সপ্তাহে আক্রান্ত ৫

মুখোমুখি বিতর্কে রাজি বাইডেন ও ট্রাম্প, কবে হবে জোড়া বাকযুদ্ধ?

মুখোমুখি বিতর্কে রাজি বাইডেন ও ট্রাম্প, কবে হবে জোড়া বাকযুদ্ধ?

তিন দশকের মধ্যে গড় আয়ু পাঁচ বছর বাড়বে

তিন দশকের মধ্যে গড় আয়ু পাঁচ বছর বাড়বে

জার্মানিতে বিস্ফোরণের পরে বাড়িতে আগুন, নিহত তিন

জার্মানিতে বিস্ফোরণের পরে বাড়িতে আগুন, নিহত তিন

ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা মামলার শুনানি শুরু

ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা মামলার শুনানি শুরু