বাংলাদেশ চ্যাম্পিয়ন
০৪ অক্টোবর ২০২৪, ১২:১৭ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৪, ১২:১৭ এএম
প্রথম সাউথ এশিয়ান স্কুল কমব্যাট গেমসে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাংলাদেশ। গতকাল সাভারের জিরানীস্থ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত তিন দিনব্যাপী খেলা শেষে ১৩ স্বর্ণ, ১৬ রূপা ও ১৭টি ব্রোঞ্জসহ ৪৬টি পদক জিতে সেরা হয় বাংলাদেশ দল। ১০ স্বর্ণ, তিনটি রৌপ্য ও দুই ব্রোঞ্জপদক জিতে রানার্সআপ হে য়ছে ভারত। পাঁচটি স্বর্ণ, সাতটি রূপা ও নয়টি ব্রোঞ্জপদক জিতে তৃতীয় হয় নেপাল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। এ সময় বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রবিউল আলম উপস্থিত ছিলেন। গেমসে বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, ভারত ও নেপালের শতাধিক স্কুল খেলোয়াড় তায়কোয়ান্দো, উশু এবং কারাতের বিভিন্ন ইভেন্টে অংশ নেন।
বিভাগ : খেলাধুলা