ঢাকা   শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১

সাকিবের বিরুদ্ধে একাট্টা ছাত্র-জনতা!

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১৮ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে গতকাল রাতে ঢাকায় ফেরার কথা ছিল বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। যুক্তরাষ্ট্র থেকে রওনাও হয়েছিলেন তিনি। কিন্তু এরই মাঝে উত্তপ্ত হলো মিরপুরের হোম অব ক্রিকেট। সাকিবের দেশে ফেরার ঘোর বিরোধী হয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে তার বিরুদ্ধে একাট্টা হলেন ছাত্র-জনতা! কাল দুপুর থেকেই সাকিব-বিরোধী সেøাগানে হোম অব ক্রিকেট ছিল উত্তাল। বিকাল সোয়া ৪টা পর্যন্ত শেরে বাংলা স্টেডিয়ামের প্রধান গেটের বাইরের সড়ক ও এর আশপাশের রাস্তা সাকিব বিরোধী ছাত্র-জনতার সেøাগানে মুখরিত ছিল। সাকিবকে স্বৈরাচার শেখ হাসিনার দোসর, জুয়ারি আখ্যা দেওয়া ছাত্র-জনতা এসময় বেশ কিছু ফেস্টুন ও দেয়াল লিখন, ব্যানার নিয়ে শেরে বাংলার বাইরে অন্তত আড়াই ঘণ্টা অবস্থান করেন। সাকিব বিরোধী এই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ৫ সদস্যের একটি দল দুপুর পৌনে ৩টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে গিয়ে বোর্ড সভাপতির বরাবর একটি স্মারকলিপিও প্রদান করে। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন আইসিসির সভায় যোগ দিতে বর্তমানে দুবাই রয়েছেন। এছাড়া তখন শীর্ষ কোনো কর্তাও ছিলেন না বিসিবি কার্যালয়ে। ফলে ছাত্র-জনতার প্রতিনিধি দল বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর হাসিবের হাতেই স্মারকলিপি জমা দেয়। এ তথ্য নিশ্চিত করেন স্মারকলিপি দিতে যাওয়া ৫ জনের অন্যতম আল মাসনুন। সাকিবকে স্বৈরাচার হাসিনা সরকারের দোসর অভিহিত করে তিনি বলেন, ‘সাকিবকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দল থেকে বাদ দিতে হবে। বাদ না দিলে আমরা ‘মিরপুর ব্লকেড’ কর্মসূচি দেব।’ ছাত্র-জনতার পক্ষে বিসিবি সভাপতির কাছে দেওয়া স্মারকলিপিতে রীতিমত হুঁশিয়ারি দেয়া হয়। স্মারকলিপিতে সাকিবকে ভোট চোর, শেখ হাসিনার দালাল বলে অভিহিত করা হয়। পাশাপাশি দুর্নীতিবাজ, শেয়ারবাজার কেলেঙ্কারির অপরাধী, জুয়ার দালাল বলেও অভিহিত করা হয়। সেই সাকিবের গায়ে বাংলাদেশের জার্সি তুলে দেওয়ার জন্য বিসিবি সভাপতি ফারুক আহমেদকেও নিন্দা জানিয়েছেন আন্দোলনকারীরা। স্মারকলিপিতে বিসিবি সভাপতিকে বলা হয়েছে,‘নতুন বাংলাদেশে আপনি কোনোভাবে এটা পারেন না। আপনি পারেন না আমাদের এই মিরপুরে শহীদ হওয়া ভাইদের লাশের ওপর সাকিবকে ব্যাট-বল চালাতে দিতে। অন্যথায় আপনি নিজেই আরেকজন পাপন (সাবেক বিসিবি সভাপতি) হয়ে উঠবেন।’ স্মারকলিপিতে আরও বলা হয়,‘আমরা আপনাকে হুঁশিয়ারি দিচ্ছি এই বলে যে, আপনি যেন অতি দ্রুত এই ফ্যাসিবাদের দালাল সাকিব আল হাসানকে বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ দেন এবং সাকিবের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আপনার জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করেন। এটাই আমরা প্রত্যাশা করি। আমাদের চাওয়া, আপনিও যেন আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশ হয়ে ওঠেন। যদি আপনি তা না করেন, সেক্ষেত্রে আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে আরও কঠোর করে তুলবো। খেলার দিন মিরপুর এলাকায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। এর ফলে যদি কোনো অরাজকতা সৃষ্টি হয়, বাংলাদেশের মাটিতে অন্য দেশগুলো খেলতে না আসে কিংবা বাংলাদেশ ক্রিকেট আইসিসির পক্ষ থেকে নিষেধাজ্ঞাসহ অন্য যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে তার সকল দায়ভার বিসিবি প্রধান হিসেবে আপনাকেই নিতে হবে।’ স্মারকলিপির শেষ দিকে বলা হয়,‘আমরা চাই এ সমস্যার শান্তিপূর্ণ সমাধান হোক। কিন্তু আমাদের ভাইয়ের রক্তের ওপর দিয়ে এই মশকরা করা চলবে না। আমরা আপনাকে আহ্বান জানাচ্ছি, আপনি এ ভুল সিদ্ধান্ত বাতিল করুন এবং নতুন বাংলাদেশের ক্রিকেট প্রধানের মতো সিদ্ধান্ত গ্রহণ করুন।’
জানা গেছে, নিরাপত্তা ঝুঁকিতে সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কাল রাতে এক বার্তায় তিনি বলেন,‘আমি নিজেও চেয়েছি, সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে অবসর নিক। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তবে, প্রথম দিকেই বলেছি সাকিবের আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সাথে সংশ্লিষ্টতার কারণে জনমনে ক্ষোভ রয়েছে, যা স্বাভাবিক। রাজনৈতিক অবস্থান স্পষ্ট করাসহ জনমনের ক্ষোভ নিরসনে তিনি ফেসবুক পোস্ট দিলেও সাম্প্রতিক প্রতিবাদে প্রতীয়মান হয়েছে যে, তা যথেষ্ট ছিল না। যারা প্রতিবাদ করছে তাদেরও তা করার সাংবিধানিক অধিকার রয়েছে। সাউথ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার সিরিজে কোনো প্রকার অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতেই আপাতত দেশে খেলতে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করে বিসিবিকে পরামর্শ দিতে হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তি রক্ষার আশু ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে সকলেরই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে মনে করি। কোনো অভিযোগ থাকলে আইনি প্রক্রিয়ার আশ্রয় নিয়েই তার সমাধান খোঁজা যেতে পারে।’ পরিস্থিতি জটিল হওয়ায় আপাতত সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছে বিসিবিও। কাল দুপুরে এক ‘জুম মিটিং’য়ে এই পরামর্শ দেয়া হয়।
বিসিবির পরামর্শ অনুযায়ী ফ্লাইটও বাতিল করেছেন সাকিব। ফলে দেশে আর ফেরা হচ্ছে না বাঁহাতি অলরাউন্ডারের। বিসিবি জানিয়েছে, সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ দেশে ফেরার জন্য বিসিবির সবুজ সংকেতের জন্য অপেক্ষা করতে হবে সাকিবকে। তবে সাকিব ইস্যুতে কাল এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৯ টা) বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানানো হয়নি। বিসিবি মিডিয়া উইং থেকে কোনো প্রেস রিলিজও পাঠানো হয়নি গণমাধ্যমকে।
এদিকে ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, সাকিব আপাতত আর ঢাকা আসছেন না। তার পরবর্তী গন্তব্য নিয়ে সংশয়ে সাকিব নিজেও। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো’কে তিনি বলেন,‘আমি পরবর্তী সময়ে কোথায় যাব জানি না। তবে এটা প্রায় নিশ্চিত যে, আমি দেশে ফিরছি না।’ বিশ্বস্ত সুত্রের খবর, সাকিব ঢাকার ফ্লাইট বাতিল করে আবুধাবি চলে গেছেন। কাল বাংলাদেশ সময় পড়ন্ত বিকালে দুবাই থেকে আবুধাবির পথে পাড়ি জমান সাকিব। আগামী মাসে আরব আমিরাতের টি-টেন লিগে খেলবেন সাকিব। যে দলে খেলবেন, সেই দলের মালিকের সঙ্গেই নাকি তিনি আবুধাবি গেছেন।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
অনূর্ধ্ব-২০ দলের মেয়েদের সাফ প্রস্তুতি শুরু ২৯ নভেম্বর
এমন ‘চ্যালেঞ্জ’ জিততে মরিয়া মোহামেডান-কিংস
‘ডক্টর মঈন আলী’
আরও

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ

কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার

কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার

প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস

গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস

শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে

শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে

চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক

চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক

পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া

পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া

ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব

ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব

লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল

ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল

‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’

‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’

প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের

প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের

প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া

প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া

মুসলিম চিকিৎসক

মুসলিম চিকিৎসক

শীর্ষে দিল্লি

শীর্ষে দিল্লি

সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা

সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা

ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা

ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা

বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান

বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান