কাবাডির তদন্ত কমিটি ‘মিসকমিউনিকেশন্স’!
২২ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগের বিরুদ্ধে গঠন করা তদন্ত কমিটি ছিল মিসকমিউনিকেশন্স! এছাড়া তিনি জানান, আগামী ১০ বছরের জন্য চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম ব্যবহার করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাাফুফে) অনুমতি দেওয়া হয়েছে। গতকাল বিকালে পল্টন ময়দান সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে গণমাধ্যমকে এসব তথ্য দেন ক্রীড়া উপদেষ্টা।
দেশের পট পরিবর্তনে দায়িত্ব নিয়ে সব ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনও ঢেলে সাজাতে উদ্যোগী হয় অন্তর্বর্তীকালীন সরকার। ক্রীড়াঙ্গন সংস্কার করতেই গত ২৯ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গঠন করে পাঁচ সদস্যের সার্চ কমিটি। এই কমিটির মূল কাজই হচ্ছে রাজনীতিকীকরণ থেকে ক্রীড়াঙ্গনকে মুক্ত করার পাশাপাশি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট ও অযোগ্য সংগঠকদের সরিয়ে প্রতিটি ফেডারেশনে জবাবদিহিমূলক কমিটি গঠনে সহায়তা করা। এ ধারাবাহিকতায় প্রায় দুই মাস কাজ করে ৯টি ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি গঠনের লক্ষ্যে এনএসসি এবং যুব ও ক্রীড় মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায় সার্চ কমিটি। যার আলোকে গত ১৪ নভেম্বর ৯ ক্রীড়া ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করে এনএসসি। এগুলোর মধ্যে জাতীয় খেলা কাবাডি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায় ক্রীড়াঙ্গনে। সোহাগের বিরুদ্ধে সাবেক কাবাডি খেলোয়াড় ও সংগঠকদের অভিযোগ, তিনি নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ‘পুলিশ লীগ’ খ্যাত বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের (যারা ওই সময় কাবাডি ফেডারেশনের সর্বেসর্বা ছিলেন) সহায়তায় কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন। সেই সোহাগকেই অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক করায় সমালোচনা আরও তীব্র হয়। যা খানিকটা আমলে নিয়ে এনএসসি সোহাগের দুর্নীতি তদন্ত করতে একটি কমিটি গঠন করেছিল। কিন্তু আকস্মিকভাবে সেই তদন্ত কমিটির কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়। যা দেশের ক্রীড়াঙ্গনে সৃষ্টি করে বিস্ময়। কাল শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সোহাগের বিরুদ্ধে তদন্ত কমিটি প্রসঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমি যতদূর জানতে পেরেছি এটা একটা মিসকমিউনিকেশন ছিল। এই কারণে একটি ভুল হয়েছে। তো পরবর্তীতে বোধ হয় ওটা উইথড্রো (প্রত্যাহার ) করা হয়েছে।’
নয় ফেডাারেশনে অ্যাডহক কমিটি গঠনের পর গত দেড়মাসেও আর কোনো ফেডারেশনে অ্যাডহক কমিটি দেয়নি এনএসসি। এ বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা ধাপে ধাপে ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি প্রকাশ করছি। বাকিগুলো প্রক্রিয়ার মধ্যে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে পরবর্তী ধাপেরগুলো দেখতে পাবেন।’
৫ আগস্ট পরবর্তী সময়ে ক্রীড়াঙ্গন থেকে রাজনীতি দূর করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গত ২১ আগস্ট সকল জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি বিলুপ্তি করে। প্রায় চার মাস পেরিয়ে গেলেও জেলা-বিভাগীয় পর্যায়ের কমিটি গঠন হয়নি। ফলে খেলাধুলা এখনও এক প্রকার স্থবির। জেলা-বিভাগীয় কমিটি নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন,‘জেলা ক্রীড়া সংস্থা কখনোই একসঙ্গে এভাবে ভাঙতে হয়নি। এবারই প্রথম। অধিকাংশ সংস্থাই রাজনৈতিক ছিল। মন্ত্রণালয় থেকে ডিসিদের সঙ্গে আলোচনা চলছে। জেলা ক্রীড়া সংস্থা একটু সময় নিচ্ছে। চেষ্টা চলছে দ্রুত কমিটি দেওয়ার।’
ক্রিকেট ও ফুটবলের বাইরে অন্য খেলোয়াড়রা সেভাবে আর্থিক সুযোগ-সুবিধা পান না। ফেডারেশনগুলোও বাজেট-অবকাঠামো নানা সমস্যায় জর্জরিত। অন্য খেলাগুলোর উন্নয়ন নিয়ে আসিফ মাহমুদের ভাবনা,‘ক্রিকেট-ফুটবলের বাইরে স্পন্সর সেভাবে নেই। আবার ক্রিকেট ছাড়া অন্য কোনো খেলা আন্তর্জাতিক অঙ্গনে সেভাবে নেই। আমরা চেষ্টা করছি স্পোর্টস ভিলেজ এবং ইন্সটিউট করার। যাতে খেলোয়াড়রা উন্নত প্রশিক্ষণ ও সুবিধা পান। বিষয়টি ভাইস ভারসা। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেতে হলে খেলোয়াড়দের অনুশীলন ও সুযোগ-সুবিধা দিতে হবে। সাফল্য পেলে আবার পৃষ্ঠপোষক আসবে।’
এদিকে মাঠের সীমাবদ্ধতা দূর করতে চট্টগ্রাামের এমএ আজিজ স্টেডিয়াম ১০ বছরের জন্য বাফুফেকে ব্যবহারে অনুমতি দিয়েছে এনএসসি। এ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন,‘বাফুফেকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম দশ বছরের জন্য দেওয়া হয়েছে। সেখানে সংস্কার কাজ করে ফুটবল শুরু হতে পারে। আমাকে জানানো হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কাার কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হবে। জানুয়ারি থেকে এখানেও খেলা শুরু হতে পারে।’
এছাড়া, বাংলাদেশি বংশোদ্ভুত ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর লাল-সবুজ জার্সিতে খেলা নিয়ে বেশ উচ্ছ্বসিত ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ নিয়ে তিনি বলেন, ‘বাফুফেকে ধন্যবাদ তারা বেশ কিছু দিন ধরেই হামজার বিষয়ে ফিফার সঙ্গে কাজ করছিল। হামজা আসায় আমাদের পারফরম্যান্স সামনের দিনগুলোতে ভালো হবে। তিনি আসায় আমি আশা করি বাংলাদেশের ফুটবল বদলাবে। তার মাধ্যমে এটা একটা শুরু। বাংলাদেশের অনেকেই যারা বিভিন্ন ক্লাবে খেলেন। হামজা চৌধুরির বিষয়টি সবার মধ্যে বাংলাদেশের হয়ে খেলার আশা সঞ্চার করবে।’
এদিন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়াম থেকে পরে শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এখানে চলমান বিজয় দিবস কাবাডি (নারী-পুরুষ) প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের মধ্যকার ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন তিনি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ
বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার
সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া
একতাই পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে
তিতাস গ্যাস টি.এন্ড ডি. পিএলসি’র ৫% নগদ লভ্যাংশ অনুমোদিত
ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
‘আপনারা আমার খালেদকে ফেরত এনে দেন’ : নিখোঁজ সহ-সমন্বয়কের বাবা লুৎফর
২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
পিকে হালদারের পাঁচ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশি নিহত
মুক্তি পেলেন ভারতের সমুদ্রসীমায় গ্রেফতার ১২ বাংলাদেশি
আ.লীগকে পুনর্বাসনকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়বে গণঅধিকার পরিষদ
অন্তর্বর্তী এ সরকারের মধ্যে দুটি সরকার রয়েছে : মাহমুদুর রহমান মান্না
হাসিনার নভোথিয়েটার দুর্নীতি মামলার পুনঃতদন্ত শুরু
১১ ইউনিটে ছাত্রদলের কমিটি ঘোষণা