এসএ গেমস নভেম্বরে
০৯ জানুয়ারি ২০২৫, ১২:১২ এএম | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ১২:১২ এএম
তিন দফা পিছিয়ে চলতি বছরের মার্চে পাকিস্তানে বসার কথা ছিল সাউথ এশিয়ান (এসএ) গেমসের ১৪তম আসর। আগামী ১৪ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত এ আসরের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। পূর্বনির্ধারিত সময়ে দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত গেমসটি আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এবার নতুন ঘোষণা দিল পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন (পিওএ)। মার্চ বা এপ্রিল নয়, এ বছরের নভেম্বরে গেমস আয়োজনের প্রস্তুতি নিচ্ছে তারা। গত বছরের ৩০ নভেম্বর পিওএর প্রধান কার্যালয়ে সংস্থাটির প্রেসিডেন্ট আবিদ কাদরি গিলানির সভাপতিত্বে অনুষ্ঠিত জেনারেল কাউন্সিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) ওয়েবসাইটেও এ খবর জানানো হয়। তবে পিওএর এই সিদ্ধান্তের কথা জানে না বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শামছ এ খান গতকাল বলেন, ‘তারা (পিওএ) নিজেদের মধ্যে সভা করেছে, কাউকেই জানায়নি। এটা সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল (এসএওসি) বা অলিম্পিক কমিটি অব এশিয়ার (ওসিএ) সভায় নিশ্চয়ই আলোচনা হবে। তখন আমরা জানতে পারবো এবং এসএ গেমস সম্পর্কে নিশ্চিত হব্।ো’
২০১৯ সালের ১০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে ১৩তম এসএ গেমসের শেষদিনে পরবর্তী আসরের আয়োজক হিসাবে পিওএ’র তৎকালীন প্রেসিডেন্ট লে. জেনারেল (অব.) সৈয়দ আরিফ হাসানের হাতে পতাকা তুলে দেওয়া হয়েছিল। চার বছর পর ২০২৩ সালের মার্চে এসএ গেমস আয়োজনের জন্য লাহোর, ফয়সালাবাদ, গুজরানওয়ালা ও শিয়ালকোটে স্থাপনা নির্মাণের কাজও শুরু হয়। কিন্তু ওই বছরই রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় পাকিস্তানে। তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের পতন হওয়ার পর পাকিস্তানে এসএ গেমস আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। দীর্ঘদিন অপেক্ষার পর ফের এই গেমস নিয়ে সরব হয়েছে পাকিস্তান। তবে অনিশ্চয়তা এখনো রয়েছে। কারণ পাকিস্তানের দৈনিক ট্রিবিউন ডটকমের মতে, গেমস আয়োজনের জন্য সরকারের কাছে ৪০০ মিলিয়ন রুপীর একটি বাজেট দিয়েছিল পিওএ। যা বাতিল করে দিয়েছে ইকোনিক কো-অর্ডিশন কমিটি (ইসিসি)। পিওএ এই বিশাল বাজেট দেওয়ার পেছনের কারণ হলো, এসএ গেমসকে সামনে রেখে অক্টোবরে জাতীয় গেমস আয়োজন করতে চেয়েছিল তারা। ভারত ও শ্রীলঙ্কার আধিপত্যে ভাগ বসাতেই পাকিস্তান জাতীয় গেমসের মাধ্যমে এসএ গেমসের প্রস্তুতি নিতে চায় বলে জানা গেছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির সদস্য নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্য ১০ হাজার টাকা
গোয়ালন্দে পাখিদের নিরাপদ আবাসনে গাছে গাছে মাটির হাঁড়ি বসাচ্ছেন একদল যুবক
নভোএয়ার এর ১২ বছরের সাফল্য উদযাপন
ফরিদপুরে বিল্ডিংয়ের দরজার পাশে পড়েছিল কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ
ডিএমপির ১২ ডিসিকে বদলি
আবারও অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ
‘৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবে’
বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে
ভোটার এবার আগের মত ভোট হবে না-মৌলভীবাজারে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন
ইহুদি খ্রিস্টানদের স্বর্গরাজ্য পুড়ে ছাই হচ্ছে!
জালিয়াতির প্রশ্ন তুলে শিরোপা হারালেন মিস ইউনিভার্স
‘হাসিনা জানুয়ারিতে দেশে আসবেন দাবি সঠিক নয়’
বকশীবাজারে আদালতের কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়: মামলার বিচারক
বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছে : আমিনুল হক
১০ ঘণ্টা অবরোধের পর বকশীবাজার ছাড়লেন শিক্ষার্থীরা
ভাঙারি দোকানে আদালতের নথির বস্তা
অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ, ৫০ ছাগল পুড়ে অঙ্গার
‘ভ্যাট বাড়ানোর’ পরিকল্পনা থেকে সরে না এলে রেস্তোরাঁ বন্ধের হুমকি
সুদহার বাড়ছে সঞ্চয়পত্রে
সুরমা নদীর তীরে জমে উঠেছে শীতকালীন সবজির হাট : প্রতিদিন প্রায় ১২ লক্ষ টাকার বেচাকেনা