ক্রীড়া ফেডারেশনে সংস্কার

সার্চ কমিটি-এনএসসির দ্বন্দ্ব চরমে!

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৮ মার্চ ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ২৮ মার্চ ২০২৫, ১২:০৪ এএম

জুলাই বিপ্লবের জের ধরে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশের অন্যান্য ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনেও লাগে পরিবর্তনের ছোঁয়া। এ ধারাবহিকতায় ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য আগস্টের শেষ দিকে পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই সার্চ কমিটির সুপারিশেই সংস্কারের নামে ক্রীড়া ফেডারেশনগুলোতে নতুন অ্যাডহক কমিটি গঠনের কথা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি)। তারা দিচ্ছেও তা। তবে এই কমিটি গঠন নিয়েই সার্চ কমিটি এবং এনএসসির দ্বন্দ্ব এখন চরমে। যা দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে। সার্চ কমিটি-এনএসসির দ্বন্দ্ব এতোটাই চরমে পৌঁছেছে যে, ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি ঘোষণা নিয়ে গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন সার্চ কমিটির আহবায়ক জোবায়েদুর রহমান রানা। পরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আশ্বাসের ভিত্তিতে সেই সংবাদ সম্মেলন আপাতত স্থগিত ঘোষণা করা হয়। সার্চ কমিটি বলছে, ক্রীড়া ফেডারেশনগুলোর গুরুত্বপূর্ণ পদে তারা যেসব কর্মকর্তাদের নাম সুপারিশ করছে, তা আমূল বদলে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এনএসসিতে। এর নেপথ্যে কারা? তা জানেন না কেউই। এ ঘটনা প্রাকাশ্যে আসে গতকাল। এদিন বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন, খো খো ফেডারেশন ও বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করে এনএসসি। সেখানে দেখা যায় আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে রাখা হয়েছে কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলকেই। যিনি ২০০২ সালে অ্যাসোসিয়েশন গঠনের মাধ্যমে দেশে শুরু করেন আরচ্যারি খেলার কার্যক্রম। তখন থেকেই চপল পালন করে আসছিলেন সাধারণ সম্পাদকের দায়িত্ব। ২০০৬ সালে আরচ্যারিকে ফেডারেশন হিসেবে স্বীকৃতি দেয় এনএসসি। অ্যাসোসিয়েশন-ফেডারেশন মিলিয়ে আরচ্যারিতে টানা ২৩ বছর ধরে সাধারণ সম্পাদক ছিলেন কাজী রাজীব উদ্দিন চপল। এবার অ্যাডহক কমিটিতেও একই পদ পেলেন তিনি। যদিও এর আগে বাদ দেয়া হয়েছে ভলিবল ফেডারেশনে প্রায় দুই দশক সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা আশিকুর রহমান মিকুকে। এছাড়া তিন দশকেরও বেশি সময় ধরে হ্যান্ডবল ও কুস্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক যথাক্রমে আসাদুজ্জামান কোহিনুর এবং তাবিউর রহমান পালোয়ানকেও বাদ দিয়েছে এনএসসি। তাহলে কেন থাকবেন চপল? এ নিয়েই শুরু হয় দ্বন্দ্ব। কাল দুপুর ১২টায় দুই ফেডারেশন ও এক অ্যাসোসিয়েশনে অ্যাডহক কমিটির প্রজ্ঞাপন জারি করে এনএসসি। এরপরই শুরু দ্বন্দ্বের। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আগের ২১টি সহ আরচ্যারি, খো খো ও বেসবল-সফটবলের অ্যাডহক কমিটির গুরুত্বপূর্ণ অনেক পদে অনেককেই সুপারিশ করেনি সার্চ কমিটি, যাদের নাম প্রজ্ঞাপনে প্রকাশ পেয়েছে। এ নিয়ে আগে থেকেই চরম অসন্তোষ বিরাজ করছিল সার্চ কমিটির সদস্যদের মধ্যে। তাই এবার বিস্ফোরণ ঘটল আরচ্যারি ফেডারেশনের নতুন কমিটির প্রজ্ঞাপনের পর। সূত্রটি আরও জানায়, সার্চ কমিটির সুপারিশের পর তা যায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। অবাক হলেও সত্যি যে, মন্ত্রণালয় এবং এনএসসির মধ্যে ঘাপটি মেরে থাকা একটি গ্রুপ অনৈতিক পন্থায় এই সুপারিশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তদবিরের মাধ্যমে বাদ পড়াদের ফের জায়গা করে দিচ্ছে কমিটিতে। অনেক সময় ফ্যাসিস্ট সরকারের অনেক ক্রীড়া সংগঠককেও পুনর্বাসন করা হয়েছে। যা ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধ এবং আপত্তিকর। এ বিষয়ে সার্চ কমিটির প্রধান জোবায়েদুর রহমান বলেন,‘আমাদের সুপারিশকারী অনেককেই রাখা হচ্ছে না নতুন অ্যাডহক কমিটিতে। আবার আট বছরের বেশি ফেডারেশনে থাকা কর্মকর্তাদেরও রাখা হয়েছে। যে কারণে বিব্রত হচ্ছেন সার্চ কমিটির সদস্যরা। তাই আমরা সংবাদ সম্মেলন করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব বিষয়ে আমাদের কাছ থেকে ওয়াকিবহাল হয়ে সময় চেয়েছেন। দেখি এখন কি করেন তিনি। সেই অপেক্ষাতেই রয়েছি।’
কাল ঘোষিত দুই ফেডারেশন ও এক অ্যাসোসিয়েশশনের মধ্যে কাজী রাজীব উদ্দিন চপলের আরচ্যারির সাধারণ সম্পাদক পদে ফের দায়িত্ব পাওয়ার পেছনে এই খেলার সাফল্যই অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মনে করছেন দেশের ক্রীড়াবোদ্ধারা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আরচ্যারির পথচলার কারিগর চপলই। তাই তো ক্রীড়া উপদেষ্টার ‘গুরুত্বপূর্ণ পদে দুই মেয়াদের বেশি নয়’ ঘোষণা বেশিরভাগ ক্ষেত্রে কার্যকর হলেও ব্যতিক্রম হলো আরচ্যারিসহ দুই ফেডারেশনে। অন্যটি হলো স্কোয়াশ। এই ফেডারেশনে কামরুল ইসলামকেই রেখে দেওয়া হয়েছে সাধারণ সম্পাদক হিসেবে। আরচ্যারির নতুন সভাপতি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে। এছাড়া নতুন কমিটি পাওয়া খো খো ফেডারেশনে ফজলুর রহমান বাবুলকে বিদায় করে সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক খেলোয়াড় মীর কাইসার সাদিক সজীবকে। এই ফেডারেশনের সভাপতির দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এ এইচ এম জিয়াউল হক। আর বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক খেলোয়াড় ও কোচ তালহা জুবায়ের। এ নিয়ে চার দফায় ২৪ ফেডারেশন/অ্যাসোসিয়েশনে নতুন অ্যাডহক কমিটি গঠন হলো।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

জরিমানা দিয়েই পার পেলেন এমবাপে-রুডিগার
ওয়ার্ন-কুম্বলেদের ছাড়িয়ে ইতিহাসে হার্দিক
অবসরের ঘোষণা দিলেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা
রোনালদোর জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে হারাল নাসের
রেকর্ড গড়ার অপেক্ষায় পিএসজি
আরও
X

আরও পড়ুন

জকিগঞ্জে টাকা ধার না দেয়ায় ছুরিকাঘাত ; চিকিৎসাধীন অবস্থায় রেস্তোরাঁ শ্রমিকের মৃত্যু

জকিগঞ্জে টাকা ধার না দেয়ায় ছুরিকাঘাত ; চিকিৎসাধীন অবস্থায় রেস্তোরাঁ শ্রমিকের মৃত্যু

স্বামীকে পরকীয়া থেকে ফেরাতে না পেরে খুন, স্ত্রী আটক

স্বামীকে পরকীয়া থেকে ফেরাতে না পেরে খুন, স্ত্রী আটক

ট্রাম্প টিকটককে আরও ৭৫ দিন সময় দিলেন

ট্রাম্প টিকটককে আরও ৭৫ দিন সময় দিলেন

লাইভে গণমাধ্যমের উপর পরীমণির ক্ষোভ প্রকাশ

লাইভে গণমাধ্যমের উপর পরীমণির ক্ষোভ প্রকাশ

মিয়ানমারে আবার কেঁপে উঠলো ৫.৬ মাত্রার ভূমিকম্প

মিয়ানমারে আবার কেঁপে উঠলো ৫.৬ মাত্রার ভূমিকম্প

দোয়ারাবাজারে ডেভিলহান্ট অপারেশনে ফারুক মাস্টার গ্রেফতার

দোয়ারাবাজারে ডেভিলহান্ট অপারেশনে ফারুক মাস্টার গ্রেফতার

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ঈদের দীর্ঘ ৯ দিনের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, সদরঘাটে উপচেপড়া ভিড়

ঈদের দীর্ঘ ৯ দিনের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, সদরঘাটে উপচেপড়া ভিড়

হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে-কাজী শিপন

হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে-কাজী শিপন

সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আয়ারল্যান্ড শীর্ষে, বাংলাদেশ ১৮১তম

সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আয়ারল্যান্ড শীর্ষে, বাংলাদেশ ১৮১তম

ঈদের ছুটিতে সৈয়দপুরে লেগেছে বিয়ের ধুম

ঈদের ছুটিতে সৈয়দপুরে লেগেছে বিয়ের ধুম

‘গরীবের খাদ্য’ খ্যাত মিষ্টিআলু পুষ্টিচাহিদার অন্যতম উৎস হলেও উচ্চ ফলনশীল জাতের আবাদ বৃদ্ধির উদ্যোগ নেই

‘গরীবের খাদ্য’ খ্যাত মিষ্টিআলু পুষ্টিচাহিদার অন্যতম উৎস হলেও উচ্চ ফলনশীল জাতের আবাদ বৃদ্ধির উদ্যোগ নেই

সৈয়দপুরে ঈদের ছুটিতেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে মিলছে সকল স্বাস্থ্যসেবা

সৈয়দপুরে ঈদের ছুটিতেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে মিলছে সকল স্বাস্থ্যসেবা

ইসরাইলে ২০ হাজার অ্যাসল্ট রাইফেল পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন

ইসরাইলে ২০ হাজার অ্যাসল্ট রাইফেল পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন

দ্রুততম নির্বাচন গণমানুষের দাবি, একক কোন দলের দাবি না-সুলতান সালাউদ্দিন টুকু

দ্রুততম নির্বাচন গণমানুষের দাবি, একক কোন দলের দাবি না-সুলতান সালাউদ্দিন টুকু

গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহতের শিকার: জাতিসংঘ

গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহতের শিকার: জাতিসংঘ

৪টি স্বল্পমেয়াদি কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করলো বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট

৪টি স্বল্পমেয়াদি কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করলো বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট

ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, দূষণ শীর্ষে কাঠমান্ডু

ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, দূষণ শীর্ষে কাঠমান্ডু

আমরা টানা এক সপ্তাহ হাসপাতালে ছিলাম- রণবীর

আমরা টানা এক সপ্তাহ হাসপাতালে ছিলাম- রণবীর

শপথ করে গেলাম আজ থেকে আমি ‘জয় বাংলা’ বলব: কাদের সিদ্দিকী

শপথ করে গেলাম আজ থেকে আমি ‘জয় বাংলা’ বলব: কাদের সিদ্দিকী