ফিরছে ক্রিকেট, বাড়ল ফুটবলের দল
১১ এপ্রিল ২০২৫, ১২:০৮ এএম | আপডেট: ১১ এপ্রিল ২০২৫, ১২:০৮ এএম

২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকসে নারী ও পুরুষ ক্রিকেট ইভেন্টে লড়বে ছয়টি করে দল। গতপরশু আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী বোর্ড বিষয়টি চূড়ান্ত করেছে। প্রতিটি ক্যাটাগরির জন্য মোট ৯০ জন অ্যাথলেটের কোটা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ, টি-টোয়েন্টি সংস্করণের ক্রিকেট ইভেন্টে অংশ নিতে যাওয়া দলগুলোকে ১৫ জনের স্কোয়াড সাজাতে হবে। কীভাবে দল বাছাই করা হবে, সেটা নিয়ে এখনও কিছু জানানো হয়নি। আইসিসি অবশ্য আইওসিকে পরামর্শ দিয়েছে, একটি নির্দিষ্ট সময়ের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে নারী ও পুরুষ ক্রিকেটের দলগুলো নির্বাচন করার।
আয়োজক যুক্তরাষ্ট্র যদি সরসরি খেলার সুযোগ পায়, তাহলে জায়গা বাকি থাকবে পাঁচটি। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব কারা করবে, সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। ক্যারিবিয়ান দ্বীপগুলো কমনওয়েলথ গেমসের মতো অলিম্পিক গেমসেও পৃথক দেশ হিসাবে অংশ নেয়। যেমন, ২০২২ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে যখন নারীদের টি-টোয়েন্টি ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়, তখন বারবাডোজ আলাদাভাবে অংশ নিয়েছিল। সরাসরি জায়গা পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আর ওই সময়ে ওয়েস্ট ইন্ডিজের আঞ্চলিক প্রতিযোগিতা- দ্য টি-টোয়েন্টি ব্লেজের চ্যাম্পিয়ন হওয়ায় সুযোগ পেয়েছিল বারবাডোজ। একশ বছরের বেশি সময় পর অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট।
১৯০০ সালের প্যারিস অলিম্পিকে প্রথম ও সবশেষ ক্রিকেট খেলা হয়েছিল। সেই আসরে শুরুতে গ্রেট ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডসের অংশগ্রহণে নকআউট টুর্নামেন্টের পরিকল্পনা হয়েছিল। তবে বেলজিয়াম ও নেদারল্যান্ডস শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয়, ফ্রান্স ও গ্রেট ব্রিটেনের ‘ফাইনাল’ দিয়ে শেষ হয় ওই ইভেন্ট। উভয় দলে ১২ জন ক্রিকেটার নিয়ে হওয়া ম্যাচটি জিতে অলিম্পিকে ক্রিকেট থেকে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র স্বর্ণপদক পায় গ্রেট ব্রিটেন।
এদিকে, মেয়েদের দলীয় খেলাগুলোর ক্রমবর্ধমান জনপ্রিয়তার বিষয়টি বিবেচনায় রেখে ফুটবল ইভেন্ট নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে আইওসি। আন্তর্জাতিক অলিম্পিকস কমিটি জানিয়েছে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকসে মেয়েদের ফুটবল ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে ১৬টি দল, যা আগে ছিল ১২টি। ছেলেদের ফুটবলে অবশ্য দলসংখ্যা কমিয়েছে আইওসি। বৈশ্বিক ক্রীড়ার সবচেয়ে বড় এই আসরের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ছেলেদের ফুটবলে লস অ্যাঞ্জেলেসের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে ১২টি দল, আগে যা ছিল ১৬টি। অর্থাৎ চার দল কমেছে পুরুষ ফুটবল ইভেন্টে। অলিম্পিকসের পুরুষ ফুটবল ইভেন্টে অংশ নেয় মূলত অনূর্ধ্ব-২৩ দল। তবে মেয়েদের ক্ষেত্রে অংশ নেয় জাতীয় দল। যুক্তরাষ্ট্র ২০২৬ সালের পুরুষ বিশ্বকাপ এবং ২০৩১ সালে মেয়েদের ফুটবল বিশ্বকাপও আয়োজন করবে। অলিম্পিকসে নারী ফুটবলে পাঁচবার সোনা জিতেছে দেশটি।
অনুমিতভাবেই মেয়েদের ফুটবলে দল বাড়ানো ও পুরুষ ফুটবলে দল কমানোর প্রভাব পড়েছে অ্যাথলেট সংখ্যাতেও। অলিম্পিকে ইতিহাসে প্রথমবার সংখ্যায় পুরুষ অ্যাথলেটদের ছাড়িয়ে যাবেন নারী অ্যাথলেটরা। লস অ্যাঞ্জেলেসে পুরুষ অ্যাথলেট থাকবেন ৫ হাজার ১৬৭ জন, নারী অ্যাথলেট ৫ হাজার ৩৩৩ জন। এ ছাড়া মেয়েদের বক্সিংয়ে ইভেন্ট বাড়ায় ও ওয়াটার পোলোতে দুটি দল বাড়ানোর প্রভাব পড়েছে। গলফ, জিমন্যাস্টিকস, টেবিল টেনিস ও অ্যাথলেটিকসে নতুন কিছু মিশ্র ইভেন্ট থাকছে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে। সাঁতারে ফ্রিস্টাইলের মতো ব্যাকস্ট্রোক, বাটারফ্লাই ও ব্রেস্টস্ট্রোকেও প্রথমবার যোগ করা হয়েছে ৫০ মিটার ইভেন্ট।
লস অ্যাঞ্জেলেস অলিম্পিকসে সব ইভেন্ট মিলিয়ে ৩৫১টি পদকের জন্য লড়বে সারা বিশ্বের প্রতিযোগীরা। পদকের সংখ্যার দিক থেকে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকসের চেয়ে যা ২২টি বেশি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

কৃষকদেরকে হয়রানি বরদাস্ত করা হবে না- খাদ্য অধিদপ্তরের ডিজি

মাগুরায় সেনা অভিযানে আগ্নেয়াস্ত্র মাদকসহ ৩ জন্য গ্রেফতার

শিক্ষক বাবার নামে ঠিকাদারি লাইসেন্স: যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ

বাংলাদেশকে সাড়ে ১০ হাজার কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

আইসিটি খাতের দুর্নীতি তদন্ত এবং শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স

প্রধান উপদেষ্টাকে নিয়ে বিভ্রান্তিমূলক পোস্ট, আ. লীগ নেতা গ্রেপ্তার

ইন্টারকে উড়িয়ে ফাইনালে এসি মিলান

জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছে পাকিস্তান

এল ক্ল্যাসিকোর আগে রিয়াল শিবিরে জোড়া ধাক্কা

বন্ধু পোপের শেষকৃত্যে যোগ দিতে দোহা থেকেই রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

রানা প্লাজা ট্র্যাজেডির ১ যুগ : স্মরণ করল সুইডিশ দূতাবাস

গভীর রাতে ঢাবিতে ‘জুলাই গ্রাফিতি’ মুছল ছাত্র ইউনিয়ন, উত্তেজনা

কাতারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

তুরস্ক ও আরব আমিরাত গেলেন প্রধান বিচারপতি

কাশ্মীরে হামলা ভারতের ‘ফলস ফ্ল্যাগ’ নাটক?

কাশ্মীরে হামলা : পাকিস্তানের সম্পৃক্ততার প্রমাণ দেখাতে পারেনি ভারত : ইসহাক দার

কোহিনুর কেমিক্যাল ধর্মীয় বিদ্বেষমূলক আচরণ সমর্থন করে না

টাঙ্গাইলে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বসতঘরে, ঘুমন্ত নারীর মৃত্যু

‘পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলবো’