প্রধান উপদেষ্টার কাতার সফরে সঙ্গী চার নারী ক্রীড়াবিদ
১৮ এপ্রিল ২০২৫, ১২:০৭ এএম | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫, ১২:০৭ এএম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২২ ও ২৩ এপ্রিল মধ্যপ্রাচ্যের দেশ কাতার সফরে যাবেন। এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হবেন চার নারী ক্রীড়াবিদ। এরা হলেন- ফুটবলার আফিদা খন্দকার প্রান্তি ও শাহেদা আক্তার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। এবারই প্রথম কোনো সরকার প্রধানের রাষ্ট্রীয় সফরে সঙ্গী হতে যাচ্ছেন দেশের নারী ক্রীড়বিদদের একটি দল। বাংলাদেশের এই নারী ক্রীড়াবিদদের প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার সফরের আমন্ত্রণ জানিয়েছে কাতার ফাউন্ডেশন। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কাল সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তার সফরসঙ্গী হতে যাওয়া এই চার নারী ক্রীড়াবিদ। প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে সফরের বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন ক্রীড়াবিদরা। তারা বলেন,‘আমরা এ সফরের আমন্ত্রণ পেয়ে ভীষণ আনন্দিত এবং আমাদের টিমমেটরাও আমাদের এ আমন্ত্রণে উচ্ছ্বসিত।’ নারী ফুটবলার আফিদা খন্দকার বলেন, ‘দক্ষিণ এশিয়ার বাইরে এশিয়ার অন্য দলের সঙ্গে ম্যাচ খেলার খুব একটা সুযোগ আমাদের হয় না। আমরা কাতার নারী টিমকে আমাদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানাতে চাই। এ সফরে আমরা তাদের স্পোর্টস ফ্যাসিলিটিসগুলো ঘুরে দেখতে চাই। তাদের প্রফেশনাল চিন্তাভাবনাগুলো জানতে চাই।’
নারী ক্রিকেটাররা প্রধান উপদেষ্টাকে বলেন, ‘কাতারে ক্রিকেট তেমনটা জনপ্রিয় নয়। আমরা এ সফরে ক্রিকেট নিয়ে তাদের মধ্যে আগ্রহ তৈরির চেষ্টা করব। আমাদের পুরুষ ক্রিকেট দল ও নারী ক্রিকেট দলের গল্পগুলো তুলে ধরব। আমরা একটি প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে যাবো।’
বৈঠকে নিজেদের জীবনসংগ্রামের কথা প্রধান উপদেষ্টাকে জানান চার নারী ক্রীড়াবিদ। সরকার প্রধানের সঙ্গে রাষ্ট্রীয় সফরের সুযোগ দেওয়ায় প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে ধন্যবাদ জানান তারা। তাদের জীবনের অভিজ্ঞতা ও কাতার সফর নিয়ে পরিকল্পনা শুনে ব্যাপক উৎসাহ ও সমর্থন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন,‘আমি চাই, তোমরা তোমাদের জীবনের সত্যিকারের কথাগুলো তাদের কাছে তুলে ধরবে। তোমরাই এদেশের স্পোর্টস অ্যাম্বাসেডর। সেখানে তোমরা এদেশের স্পোর্টসকে প্রতিনিধিত্ব করবে। তোমাদের এ রাষ্ট্রীয় সফরে সঙ্গে নিয়ে যেতে পারে আমিও ভীষণ আনন্দিত।’
নারী ক্রীড়াবিদদের এই সফরকে সফল করতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন ড. ইউনূস। আর্থনা সম্মেলনে যোগ দিতে আগামী সোমবার চারদিনের সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

যানজটের নাকাল শেরপুর পৌরবাসি

ঢাকা-চট্টগ্রামসহ ৫ জেলায় বিকেলে বজ্রপাতের সতর্কতা

সিঙ্গাপুরে চলছে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ

সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় হেফাজতে ইসলাম

ঐতিহ্যের ছোঁয়ায় চট্টগ্রাম: কদম মোবারক শাহী জামে মসজিদে এক হৃদয়স্পর্শী দিন

আওয়ামী লীগ নিষিদ্ধসহ ১২ দফা দাবি হেফাজতের

অস্ট্রেলিয়ায় চলছে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ

জুলাই এখনো শেষ হয়নি : প্রেস সচিব

কর্ণফুলীতে ডাঙ্গাচরে বহিরাগত কুচক্রী মহলের অপতৎপরতার বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন

এবার পাকিস্তান থেকে সব পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত

সকল প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা হবে- শামসুজ্জামান

আ.লীগের মৃত্যু বাংলাদেশে, জানাজা হয়েছে দিল্লিতে: হাসনাত

চান্দিনায় ন্যায্যমূল্যের পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে কে এম জামাল হোসেন এর বিরুদ্ধে

শাপলা চত্বরের তদন্তে ভয়াবহ অভিজ্ঞতার তথ্য জানালেন উপ-প্রেস সচিব

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অভিনয় থেকে বাদ অঞ্জনা

খালেদা জিয়াকে স্বাগত জানাতে যে আহ্বান করলো সিলেট বিএনপি

নতুন কর্মসূচি ঘোষণা হেফাজতের

সরকার-ঐকমত্য কমিশনের সুনির্দিষ্ট এজেন্ডা নেই : আলী রীয়াজ

উল্লাপাড়ায় ৭ বিএনপি নেতার পদ স্থগিতঃ ৩ নেতার বিরুদ্বে ব্যবস্থা নিতে জেলা বিএনপির নির্দেশনা

নির্বাচন হবেই কেউ ঠেকাতে পারবেনা: এ এম এম বাহাউদ্দীন