নেপালে সিরিজ জিতে ইতিহাস রাঙাতে চায় বাংলাদেশ নারী কাবাডি দল
১৮ এপ্রিল ২০২৫, ০২:৫৬ পিএম | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫, ০২:৫৬ পিএম

ঐতিহাসিক মুহূর্তের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। প্রথমবার টেস্ট খেলার ইতিহাস রচনা করতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। নেপাল জাতীয় নারী কাবাডি দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। এ লক্ষ্যে আগামী শনিবার কাঠমান্ডু যাচ্ছে।
আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম ম্যাচ। বাকি চার ম্যাচ যথাক্রমে ২১, ২২, ২৪ ও ২৫ এপ্রিল।
নেপাল সফরে বাংলাদেশ নারী কাবাডি দলের স্পন্সর হিসেবে থাকছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলের প্রস্তুতি ও লক্ষ্য, দল ঘোষণা এবং স্পন্সর প্রতিষ্ঠানের নাম ঘোষণা করতে অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
বাংলাদেশের কাবাডির সাথে দীর্ঘ মেয়াদে থাকার কথা জানিয়েছেন ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। কাবাডির সাথে সম্পৃক্ত হয়ে মিজানুর রহমান বলেন, 'বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। এই খেলার সাথে থাকতে পারে আমি গর্বিত। বাংলাদেশ ভালো করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।'
বাংলাদেশে ফ্রাঞ্চাইজি কাবাডি শুরু হলে পাশে থাকার কথা জানিয়েছেন মিজানুর রহমান। তিনি বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি কাবাডি শুরু হলে এটা হবে কাবাডির জন্য ভালো খবর। বেশি দল না হোক প্রথম বছর চারটা দল নিয়েই শুরু করা যাক। তবে বিপিএল শুরুর কমপক্ষে এক মাস আগে ফ্র্যাঞ্চাইজি কাবাডি আয়োজন করার কথা বলব আমি।'
কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ ফ্র্যাঞ্চাইজি কাবাডির শুরুর কথা উল্লেখ করে বলেন, ফরচুন বরিশালের মালিক যেহেতু এখানে এসেছেন ধরে নিতে হবে এটা আমাদের আগাম বার্তা। ফ্রাঞ্চাইজি কাবাডি বাংলাদেশ হবে। একটা মডেল দাঁড় করানোর চেষ্টা চলছে। '
এদিকে নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জয়ের আশা করছেন বাংলাদেশ দলের কোচ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সী। শাহনাজ পারভীন মালেকা বলেন,' নেপাল আমাদের চেয়ে শক্তিশালী দল এটা ঠিক আছে। কিন্তু কেউ হারতে যাবে না। জয়ের লক্ষ্য নিয়ে যাবে সবাই। আমাদের অনুশীলন বেশ ভালো হয়েছে। নতুন খেলোয়াড়দের সাহস বাড়বে নেপালের বিপক্ষে আসন্ন সিরিজ খেলে। যা আমাদের আগামীতে অনেক কাজে দেবে।'
আরদুজ্জামান মুন্সীও আত্মবিশ্বাসী। ' নেপাল দল ভারতে দীর্ঘ দিন অনুশীলন করেছে। তবে আগের চেয়ে আমাদের টিম ভালো। সিরিজ জয়ের আশা করছি নেপালে।'
আগামী জুন জুনে ভারতে নারী বিশ্বকাপ কাবাডি সামনে রেখেই বাংলাদেশ দল প্রস্তুত হচ্ছে। প্রস্তুতির অংশ হিসেবে নেপালের বিপক্ষে এই সিরিজ আয়োজন। এ প্রসঙ্গে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ জানান, 'নেপালের সাথে আমরা এসএ গেমস ও এশিয়ান গেমসে হেরেছি। নেপালের সাথে এই সিরিজ সামনে আমাদের অনেক কাজে দেবে। পাঁচটা ম্যাচ খেললে আমরা দল সম্পর্কে জানতে পারবো। কোথায় আমাদের দুর্বলতা রয়েছে সেগুলো খুঁজে বের করতে পারব। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছি আমরা। বিশ্বকাপের আগে ভারতের রাজ্য দলের সাথেও আমরা খেলব।'
আগামী ১ থেকে ৮ জুন ভারতের বিহার রাজ্যের রাজগির শহরে নারী কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। স্বাগতিক ভারত ছাড়াও বাংলাদেশ, ইরান, জাপান, পোল্যান্ড, কেনিয়া, আর্জেন্টিনা, থাইল্যান্ড, নেপাল, উগান্ডা, জার্মানি, চাইনিজ তাইপে, নেদারল্যান্ডস ও জাঞ্জিবার বিশ্বকাপে অংশ নেবে।
নেপাল সফরে বাংলাদেশ দল: শ্রাবনী মল্লিক (অধিনায়ক), বৃষ্টি বিশ্বাস (সহ অধিনায়ক), রুপালি (সিনিয়র), মোছা: স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালি আক্তার (জুনিয়র), আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, মোছা: ইয়াসমিন খানম ও মোছা: ইসরাত জাহান সাদিকা।
স্ট্যান্ডবাই খেলোয়াড়: লাকি আক্তার ও নবর্শি চাকমা
কোচ: শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সী
ম্যানেজার: মোহাম্মদ আসাদুজ্জামান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

যানজটের নাকাল শেরপুর পৌরবাসি

ঢাকা-চট্টগ্রামসহ ৫ জেলায় বিকেলে বজ্রপাতের সতর্কতা

সিঙ্গাপুরে চলছে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ

সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় হেফাজতে ইসলাম

ঐতিহ্যের ছোঁয়ায় চট্টগ্রাম: কদম মোবারক শাহী জামে মসজিদে এক হৃদয়স্পর্শী দিন

আওয়ামী লীগ নিষিদ্ধসহ ১২ দফা দাবি হেফাজতের

অস্ট্রেলিয়ায় চলছে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ

জুলাই এখনো শেষ হয়নি : প্রেস সচিব

কর্ণফুলীতে ডাঙ্গাচরে বহিরাগত কুচক্রী মহলের অপতৎপরতার বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন

এবার পাকিস্তান থেকে সব পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত

সকল প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা হবে- শামসুজ্জামান

আ.লীগের মৃত্যু বাংলাদেশে, জানাজা হয়েছে দিল্লিতে: হাসনাত

চান্দিনায় ন্যায্যমূল্যের পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে কে এম জামাল হোসেন এর বিরুদ্ধে

শাপলা চত্বরের তদন্তে ভয়াবহ অভিজ্ঞতার তথ্য জানালেন উপ-প্রেস সচিব

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অভিনয় থেকে বাদ অঞ্জনা

খালেদা জিয়াকে স্বাগত জানাতে যে আহ্বান করলো সিলেট বিএনপি

নতুন কর্মসূচি ঘোষণা হেফাজতের

সরকার-ঐকমত্য কমিশনের সুনির্দিষ্ট এজেন্ডা নেই : আলী রীয়াজ

উল্লাপাড়ায় ৭ বিএনপি নেতার পদ স্থগিতঃ ৩ নেতার বিরুদ্বে ব্যবস্থা নিতে জেলা বিএনপির নির্দেশনা

নির্বাচন হবেই কেউ ঠেকাতে পারবেনা: এ এম এম বাহাউদ্দীন