জিমন্যাস্টিক্সে রাজীব-বনফুলি চ্যাম্পিয়ন
তারুণ্যের উৎসবে জাতীয় সিনিয়র জিমন্যাস্টিক্সের পুরুষ বিভাগে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের রাজীব চাকমা ও মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বিকেএসপির বনফুলি চাকমা। মঙ্গলবার শেলটেক ও গ্রী’র সহযোগিতায় জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত তিন দিনব্যাপী খেলা শেষে রাজীব ৬৭.৫৫ স্কোরে এবং বনফুলি ৩৭.১০ স্কোর পেয়ে সেরা হন। দলগত ইভেন্টের পুরুষ ও মেয়ে দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে কসমো স্কুল অ্যান্ড কলেজ। খেলা...