বিশ্বকাপগামী আরচ্যারি দলে নেই রোমান সানা!
সতীর্থ এক আরচ্যারের সঙ্গে অসৌজন্য আচরণের দায়ে দুই বছর নিষিদ্ধ হয়েছিলেন দেশসেরা আরচ্যার রোমান সানা। যদিও তার আবেদনের প্রেক্ষিতেই গত ৭ মার্চ শর্তসাপেক্ষে রোমানের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন। নিষেধাজ্ঞামুক্ত হয়েই ঘরোয়া আসরে স্বর্ণপদক জিতে নিজেকে প্রমাণ করলেও এই তীরন্দাজকে রাখা হয়নি তুরস্কতে অনুষ্ঠেয় বিশ্বকাপগামী আরচ্যারি দলে!
গত নভেম্বরে নিষেধাজ্ঞায় পড়েছিলেন রোমান সানা। পরে বাংলাদেশ আনসারের এই আরচ্যার ফেডারেশনের কাছে...