জাতীয় চ্যাম্পিয়নশিপে ফের মাবিয়ার রেকর্ড
দেশের তারকা নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সিমান্ত মানেই রেকর্ডের ফুলঝুরি। তিনি রেকর্ড গড়েন, নিজের রেকর্ড নিজেই ভাঙ্গেন। এ যেন তার অভ্যাসে পরিণত হয়েছে। জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলতে রেকর্ড ভাঙ্গা গড়ার খেলায় মেতে উঠেন টানা দুই সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণজয়ী সিমান্ত। এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপেও এর ব্যত্যয় ঘটেনি। রোববার ভারোত্তোলন জিমন্যাশিয়ামে জাতীয় চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে নারীদের ৬৪ কেজি ওজন শ্রেণীতে ¯œ্যাচে ৮১...