এক ‘শুভ’ কা-েই বিলুপ্তি নির্বাহী কমিটি!
শৃংখলাভঙ্গের কারণে আলোচিত শরীরগঠনবিদ জাহিদ হাসান শুভকে আজীবন বহিষ্কার এবং পরবর্তীতে তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে এখন উত্তপ্ত দেশের ক্রীড়াঙ্গণ। ‘শুভ’ কা-ে বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের নির্বাচিত কমিটিকে বিলুপ্ত করে ইতোমধ্যে আপাতকালীন অ্যাডহক কমিটি গঠনের সুপারিশ করেছে তদন্ত কমিটি। তবে তদন্ত কমিটির সুপারিশে নাখোশ অনেক ক্রীড়া সংগঠক।গত ডিসেম্বরে জাতীয় শরীরগঠন প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়ার পর রাগে পুরস্কারে লাথি মেরে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল...