মেসির হ্যাট্রিক ও শততম গোলের ম্যাচে আর্জেন্টিনার দাপুটে জয়
কাগজে-কলমে ডাচ ক্যারিবিয়ান দ্বীপ কুরাসাও ও আর্জেন্টিনার মধ্যে স্কিল,অভিজ্ঞতা ও সামর্থ্যের ব্যবধানটা বিস্তর।বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে জয়ের আশা দলটির ফুটবলারও হয়তো করেননি।ভালো ফুটবল খেলে যতটা সময় ম্যাচে ঠিকে থাকা যায়-খুব সম্ভবত এটিই ছিল ফিফা র্যাংকিয়ে ৮৬ তম দলটির লক্ষ্য।তবে বুধবার দুই দলের মাঠের লড়াইয়ে শেষে কুরাসাও নিশ্চয়ই বুঝতে পেরেছে আন্তর্জাতিক ফুটবলে উন্নতির সোপান কতটা কন্টকাকীর্ণ।
বিশ্বসেরা মেসি-ডি মারিয়াদের স্কিল আর নিখুঁত আক্রমণের...