মেলবোর্ন টেস্টে সরফরাজের জায়গায় রিজওয়ান
পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার গতির বোলারদের সামনে বেশ নড়বড়ে অবস্থায় দেখা গেছে সরফরাজ আহমেদকে। উইকেটের পিছনেও নিজের সেরা অবস্থায় ছিলেন না এই কিপার-ব্যাটার। তারই খেসারত দিলেন একাদশে জায়গা হারিয়ে। তার জায়গায় এসেছেন আরেক কিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
অস্ট্রেলিয়ার বিপক্শে মেলবোর্নে বক্সিং ডে টেস্টর আগের দিন ১২ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। ম্যাচের দিন মঙ্গলবার সকালে ঘোষণা করা হবে একাদশ। একাদশে তিনটি পরিবর্তন নিশ্চিত।
একাদশে...