অনায়াস জয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি
অনায়াস জয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি
জাপানের ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডস সঙ্গে এমনিতেই ম্যানচেস্টার সিটির ব্যবধান যোজন যোজন।কাপ বিশ্বকাপের সেমিফাইনালে তাই হট ফেভারিটই ছিল পেপ গার্দিওলা শিষ্যরা।দলের সবচেয়ে বড় তারকা এরলিং হল্যান্ড চোটের কারণে না খেললেও নিজেদের সেই `ফেভারিট` তকমার প্রতি সুবিচার করতে ভুল করেনি সিটি।
কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে সেমি-ফাইনালে ৩-০ গোলে জিতে প্রতিযোগিতার ফাইনালে উঠলো গত...