ঘুরে দাঁড়িয়ে লুটনের বিপক্ষে সিটির স্বস্তির জয়
অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্যর্থতার বৃত্ত ভাঙলো বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।যদিও লীগের দুর্বল সারির দল লুটনের বিপক্ষে জয়টিও সহজে ধরা দেয়নি কার্লো আনচেলেত্তির দলকে।ঘরের মাঠে শুরুতে লিভ নিয়ে সিটিকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল লুটন। আর তাতে প্রিমিয়ার লিগে আরও একবার হারের শঙ্কা চেপে বসেছিল সিটি ভক্তদের মনে। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে স্বস্তির জয় তুলে নিয়েছে স্কাই ব্লুজরা।
প্রতিপক্ষের মাঠে রোববার...