কাণ্ডারি হতে পারলেন না সাকিব
দুই ওভারে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়া দলের কাণ্ডারি হতে পারলেন না অধিনায়ক সাকিব আল হাসান। এবার প্রতিপক্ষ দলপতিকে ক্লিন বোল্ড করে দিলেন রিচ টপলি।
সাকিবের সংগ্রহ ৯ বলে ১ রান। আউট হওয়া তিন ব্যাটারের মিলিত সংগ্রহ ২!
স্কোর: বাংলাদেশ ৬ ওভারে ২৬/৩। লিটনের নতুন সঙ্গী মিরাজ।
দ্বিতীয় ওভারেই ফিরলেন তানজিদ-শান্ত
রানের মহাসমুদ্র পাড়ি দিতে দরকার ছিল উড়ন্ত সূচনার। কিন্তু তা আর হলো...