অবশেষে জিতল বাংলাদেশ হকি দল
ওমানে ফাইভ-এ সাইড বিশ্বকাপ হকির পুরুষ বিভাগের বাছাই পর্বে টানা তিন হারের পর অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ জাতীয় দল। বৃহস্পতিবার ওমানের সালালায় নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ দ্বীন মোহাম্মদ ইমন ও সাইফুল আলম শিশিরের হ্যাটট্রিকে ১০-৩ গোলে হারায় জাপানকে। বিজয়ী দলের হয়ে ইমন ও শিশির তিনটি করে এবং সারোয়ার মোর্শেদ শাওন ও আবেদ উদ্দিন দু’টি করে গোল করেন।
এর আগে টুর্নামেন্টে...