ইনডোর নোরী হ্যান্ডবলে মেরিনার ও আরামবাগের জয়
কিউট নারী হ্যান্ডবল লিগের সুপার ফোর পর্বে জয় পেয়েছে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘ। শুক্রবার বিকালে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এই পর্বের প্রথম ম্যাচে মেরিনার ইয়াংস ৫১-২৫ গোলে হারায় আর. এন. স্পোর্টস হোমকে। প্রথমার্ধে বিজয়ীরা ২৫-১১ গোলে এগিয়ে ছিল। একই মাঠে অন্য ম্যাচে আরামবাগ ৩১-১২ গোলে হারায় দিলকুশা স্পোর্টিং ক্লাবকে। প্রথমার্ধে আরামবাগ ১৫-৮...