তারকাদের মেলায় ফাইটার কারাতে
বাংলাদেশে কারাতের জনক গ্র্যান্ডমাস্টার জাহাঙ্গীর আলম, চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল এবং চিত্র নায়িকা মাসুমা নাসরীন রাকা ওরফে রাকা আলম- গতকাল পল্টন ময়দান সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনেডার স্টেডিয়ামে এসেছিল শোবিজের এই তারকারা। দেখে মনে হয়েছে যেন তারার মেলা বসেছে এই স্টেডিয়ামে। ওয়ালটন ফাইটার কারাতে প্রতিযোগিতার আয়োজনে এরা সবাই একমঞ্চে। টুর্নামেন্টের ইভেন্টগুলো হলো- কাতা (পুরুষ ও মহিলা), ফাইট (পুরুষ ও মহিলা),...