ডাকসু দাবিতে ছাত্র অধিকারের কর্মসূচি, ছাত্রলীগের উস্কানি
১২ মার্চ ২০২৩, ১০:২৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৭:১১ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। তবে কর্মসূচি প- করার উদ্দেশ্যে উস্কানি দেয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। সূত্র মতে, অবিলম্বে ডাকসু নির্বাচনের দাবিতে গত শুক্রবার ডাকসু ভবনের সামনে অগ্রীম অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় ছাত্র অধিকার পরিষদ। পূর্বঘোষিত কর্মসূচি প- করার উদ্দেশ্যে গতকাল রোববার বিকেলে উক্ত স্থানে অবস্থান নিয়ে ক্রিকেট খেলা শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পরিষদের নেতাকর্মীরা স্থান পরিবর্তন করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে মানববন্ধন করলেও সেখানে এসে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে এবং হইচইসহ বিভিন্নভাবে উস্কানিমূলক আচরণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি, ছাত্র অধিকার পরিষদের যারা নির্বাচনের কথা বলছেন তাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোনো সংযোগ নেই। তারা উদ্দেশ্যমূলকভাবে ছাত্রলীগের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। ছাত্রলীগের উস্কানিমূলক আচরণ উপেক্ষা করে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্র অধিকার পরিষদ। এসময় পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি প্লাটফর্ম হলো ছাত্র সংসদ। কিন্তু সেই ছাত্র সংসদ নির্বাচন এখন আর হচ্ছে না, ২৮ বছর পরে ডাকসু নির্বাচন হয়েছিল কিন্তু এরপরে প্রশাসন আর কোনো উদ্যোগ নেয়নি। ডাকসু নির্বাচনের উদ্যোগ না নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগকে একাধিপত্য করার সুযোগ করে দিয়েছে।
তিনি বলেন, আজকে প্রমাণিত হয়ে গেল ডাকসু নির্বাচন কেন হয় না, নির্বাচন হলে ছাত্রলীগ কোথাও জিততে পারবে না। লোক লজ্জায় মিডিয়ার সামনে তারা ডাকসু চায় বললেও ডাকসুর দাবিতে ছাত্র অধিকার পরিষদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আগেই তারা ডাকসু ভবনের সামনে ক্রিকেট ব্যাট, স্টাম্প, লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়। আমরা অবস্থান পরিবর্তন করে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়ালে সেখানে এসে বাইক দিয়ে হর্ন বাজানো, গিয়ার দিয়ে শব্দ দূষণ করা, অশ্রাব্য কটূক্তি করে স্লোগান দিয়ে বাধাগ্রস্ত করে।
ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি আখতার হোসেন বলেন, শিক্ষার্থীদের জন্য যে বিশ্ববিদ্যালয়, সেখানে সব থেকে বড় বঞ্চিত অংশই হলো শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী সমিতি সব নির্বাচন হয়, হয় না শুধু ডাকসু নির্বাচন। অথচ শিক্ষার্থীরা প্রতিবছরই ছাত্র সংসদের জন্য ফি দিচ্ছে। মনে রাখতে হবে, ডাকসুই শিক্ষার্থীদের অধিকারের বিষয়, ঐচ্ছিক কিছু নয়। ডাকসু নির্বাচন না করাটা প্রশাসনের নৈতিক এবং প্রশাসনিক ব্যর্থতা। অবিলম্বে ডাকসু নির্বাচনের ইশতেহার ঘোষণা দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান ও ডাকসু নির্বাচনের জন্য প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন বলে ঘোষণা দেন আখতার হোসেন। মানববন্ধন কর্মসূচি শেষে মিছিল বের করে তারা। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। মানববন্ধনে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, ঢাবি সাধারণ সম্পাদক আহনাফ সাইদ খানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা