এক কিশোরকে খুঁজে না পাওয়ার দাবি স্বজনের
১০ মার্চ ২০২৩, ১১:০২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৩৬ এএম
রাজধানীর গুলিস্তানের নর্থ সাউথ রোডে প্রাণঘাতী বিস্ফোরণ হওয়া ভবনটিতে উদ্ধারকাজ স্থগিত করেছে ফায়ার সার্ভিস। এদিকে ঘটনার পর থেকে আবদুল মালেক মিয়া (১৩) নামের এক কিশোরকে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে তার স্বজনেরা। বিস্ফোরণের সূত্রপাতস্থল গতকাল শুক্রবার পর্যন্ত খুঁজে পায় নি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট। এরই মধ্যে ভবনে প্রোপিং বা ঠেকনা দেয়ার কাজ করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ভবন মালিকসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি রিমান্ডে আনা হয়েছে।
নিখোঁজ মালেকের বাবা রতন মিয়া গতকাল শুক্রবার সাংবাদিকদের কাছে দাবি করেছেন, বিস্ফোরণের দিন গত মঙ্গলবার তার ছেলে বাসে করে মুন্সিগঞ্জ থেকে গুলিস্তানে নামার কথা ছিল। সেখান থেকে তার সাভারের হেমায়েতপুরে যাওয়ার কথা ছিল। কিন্তু বিস্ফোরণের ঘটনার পর থেকে ছেলেকে পাওয়া যাচ্ছে না। তাঁদের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামে। তার ছেলে মালেক সাভারের হেমায়েতপুরের একটি ইটভাটায় কাজ করত। তার মা থাকেন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায়। সেখানে বেড়াত গিয়েছিল মালেক। গত মঙ্গলবার মালেক টঙ্গিবাড়ী থেকে বাসে করে রওনা দেয়। তার গুলিস্তানে নামার কথা ছিল। গুলিস্তান থেকে অন্য বাসে উঠে তার হেমায়েতপুরে যাওয়ার কথা ছিল।
গত বৃহস্পতিবার রাত ৯টা থেকে ভবনে প্রোপিং বা ঠেকনা দেয়ার কাজ শুরু করে রাজউক। গতকাল শুক্রবার বিকেল ৪ টা পর্যন্ত ভবনে ছয়টি স্টিলের পাইপ বসানোর কাজ শেষ হয়েছে। আরও ১০টি পাইপ বসানো হবে। আপাতত ভবনের নিচতলার ক্ষতিগ্রস্ত কলামগুলোর পাশে স্টিলের পাইপ দিয়ে অস্থায়ী সাপোর্ট দেওয়া হচ্ছে, যাতে ভবনটি ধসে না পড়ে। অপরদিকে গতকাল বিস্ফোরণ হওয়া ভবনটিতে উদ্ধারকাজ স্থগিত করেছে ফায়ার সার্ভিস। ভবনে রাজউকের প্রোপিংয়ের কাজ যাতে নির্বিঘ্নে করা যায়, সেজন্য ভবনের সামনের রাস্তা দুই দিক দিয়ে বন্ধ করে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে রাজউকের পাশাপাশি র্যাবের টিমও সতর্ক অবস্থায় রয়েছে।
জানা গেছে, ভবনের ২৪টি কলামের মধ্যে ৯টি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ভবনটি। এজন্য উদ্ধার অভিযান শেষ করে ভবনটি বুঝিয়ে দিতে পারেনি ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন। এমন পরিস্থিতিতে সবার আগে ভবন স্থিতিশীল করার সিদ্ধান্ত নেয় রাজউক। প্রোপিংয়ের কাজ আজ শনিবার পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন রাজউকের একজন প্রকৌশলী। এরপর রাজউক ও বুয়েটের ইঞ্জিনিয়াররা ভবনটি পরিদর্শন করবেন। তারা সর্বশেষ সিদ্ধান্ত দিবেন ভবনটি ভাঙ্গা হবে নাকি সংস্কার করলেই হবে।
সিআইডির ক্রাইম সিন ইউনিটের সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি এখন খুবই ঝুঁকিপূর্ণ। ভবনের সামনের অংশে বেজম্যান্টের বেইজ ভিম ও পিলার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভবনের বেইজম্যান্টের কোন জায়গা থেকে এই বিস্ফোরণের সূত্রপাত সেটি তদন্তে নেমেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। তদন্তে এখনও বিস্ফোরণের সূত্রপাত স্থল খুঁজে পাওয়া যায়নি। তিনি বলেন, ভবনের কিছু জায়গা আমরা সোয়াভিং করেছি। দেখা গেছে ভবনের গ্রিল ধরে নাড়ালে সেটি নড়ে যাচ্ছে। সেই সঙ্গে দেয়ালও নড়তে দেখা গেছে। ঘটনাস্থলে এখনও কোনো বিস্ফোরক দ্রব্য বা মিথেন গ্যাস রয়েছে কি না, তা জানতেও আলামত নেওয়া হয়েছে। আলামতগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, বিস্ফোরণের ঘটনায় অবহেলার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে বংশাল থানায় একটি মামলা দায়ের করেছে। এ মামলায় অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর আগে গত বুধবার বিস্ফোরণের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। এ নিয়ে ওই ঘটনায় মোট দু’টি মামলা দায়ের হলো। ক্ষতিগ্রস্ত ভবনের গ্যাস সংযোগ, নকশাসহ আর কি গাফিলতি রয়েছে; বিস্ফোরণে ভবন মালিকসহ সংশ্লিষ্টদের কোনো দায় আছে কিনা-এসব অবহেলাজনিত বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন
১৫ বছর পর রিয়ালকে হারাল লিভারপুল
আইপিএল নিলামে নাম না তোলার ব্যাখ্যা দিলেন ইংলিশ অলরাউন্ডার
‘চিকিৎসা নিতে করাচি যান, ভারতে নয়’, বাংলাদেশিদের ভিসা বাতিলের দাবি শুভেন্দুর
বৃষ্টির কবলে দ. আফ্রিকা-শ্রীলঙ্কা প্রথম টেস্ট
ইসকন দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে - বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন
আওয়ামী নেতাদের নির্দেশে চট্রগ্রামে নৈরাজ্য সৃষ্টির ব্যর্থ চেষ্টা
সাত কলেজ অনার্স প্রথম বর্ষের কালকের পরীক্ষা স্থগিত
নাঙ্গলকোট উপজেলা যুবদলের ১২ নেতাকর্মীর পদত্যাগ কমিটি বাতিলের দাবি
মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদ নিয়ে মহা জট, ফড়নবিশকে জরুরি তলব দিল্লিতে
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুল ইসলামের
আইনজীবী সাইফুল হত্যাকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহিষ্কার
আইনজীবী হত্যার অবিলম্বে বিচার চাই -ইসলামী আন্দোলন ঢাকা জেলা দক্ষিণ
ফ্যাসিবাদের দোসর উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন’কে নিষিদ্ধ করা হোক আলহাজ হাফিজ সাব্বির আহমদ
ভারতের প্রেসক্রিপশনে ইসকন বাংলাদেশে অশান্তি করছে: হাসনাত
ডোমিনোজ পিৎজা এখন মহাখালীতে
বিএনপি জনগণের দল, 'ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিন' অধ্যক্ষ সেলিম ভূইয়া
ইসকন ভারতের হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নে দাঙ্গা লাগানোর ষড়যন্ত্রে লিপ্ত দেশব্যাপী তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ইসকনের মিথ্যাচার ও ভারতীয় মিডিয়ার সিন্ডিকেট নিউজ
ঋণগ্রহীতা মারা যাওয়ার পর পাওনাদার তার পাওনা মাফ করে দেওয়া প্রসঙ্গে।