ঢাকা   মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫ | ২৩ পৌষ ১৪৩১
একের পর এক বিস্ফোরণ-আগুন আগুন-বিস্ফোরণের বড় ধরনের ঘটনার পর প্রশাসনসহ সংশ্লিষ্টরা নড়েচড়ে বসলেও আদতে এসব লোকদেখানো তৎপরতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা

আড়ালেই থাকছে তদন্তের রিপোর্ট

Daily Inqilab সাখাওয়াত হোসেন

১০ মার্চ ২০২৩, ১১:০৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:২৩ পিএম

একের পর এক ঘটছে বড় ধরনের বিস্ফোরণ ও আগুনের ঘটনা। এসব ঘটনায় তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন হলেও কিছুদিন পার হলেই থমকে যায় তদন্ত। আড়ালেই থেকে যায় বিস্ফোরণ-আগুনের তদন্ত রিপোর্ট। ফলে সংশ্লিষ্ট অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের পেছনে নাশকতা নাকি দুর্ঘটনা-তাও রয়ে যায় অজানা। শুধু তাই নয়, এত কিছুর পরও এসব দুর্ঘটনা বা নাশকতারোধে দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আগুন-বিস্ফোরণের বড় ধরনের ঘটনার পর প্রশাসনসহ সংশ্লিষ্টরা নড়েচড়ে বসলেও আদতে এসব লোকদেখানো তৎপরতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, কয়েক দিন পর আবার থেমে যায় সেই তৎপরতা। রয়ে যায় ত্রুটিপূর্ণ ও অনুমোদনহীনভাবে নির্মাণ করা ভবন। রয়ে যায় ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সেই তারসহ সব অনিয়ম। শুধু কালের সাক্ষী হয়ে ঝরে যায় কিছু প্রাণ। জীবনের গতি হারায় কিছু মানুষ। ২০১০ সালের ৩ জুন রাজধানীর পুরান ঢাকার নিমতলীতে রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১২৪ জনের মৃত্যু হয়। ৯ বছর পর ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় ওয়াহেদ ম্যানশনের আগুনে মারা যান ৭১ জন। কিন্তু এসব অগ্নিকান্ডের পরও আবাসিক এলাকা থেকে বাসায়নিক গুদাম সড়ানোর কোন সফল উদ্যোগ নেই সংশ্লিস্ট কর্তৃপক্ষের।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, দেশে ২০২২ সালে বিস্ফোরণ ও দগ্ধ হয়ে মারা গেছেন ৯৮ জন। আহত হন ৪০৭ জন। এর মধ্যে অনেকেই হারিয়েছেন স্বাভাবিক জীবনের ছন্দ। কেউ কেউ হয়ে পড়েছেন কর্মহীন। পরিবারের বোঝা হয়েই দিন কাটাচ্ছেন তারা। আর নিহতদের পরিবার বয়ে রেড়ায় স্বজন হারানোর শোক। কোনো কোনো পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শুরু হয় অনিশ্চিত জীবনের পথচলা। জীবন তাদের কাছে অভিশপ্ত হয়ে ওঠে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটি বিস্ফোরণের ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস, বিস্ফোরক পরিদপ্তর, সিআইডিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রতিবারই একটি করে তদন্ত কমিটি গঠন করা হয়। রিপোর্ট দেওয়ার জন্য কমিটিগুলোকে সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু অনেক সময় তদন্ত প্রতিবেদন আসতেই লম্বা সময় পেরিয়ে যায়। আবার প্রতিবেদনে তদন্তের ফলাফল সামনে এলেও দুর্ঘটনার সকল দায় শেষ পর্যন্ত কোন ব্যক্তি, ভবন মালিক, কারাখানা মালিক বা কর্তৃপক্ষের ওপরেই চাপানো হয়। ফলে প্রকৃত কারন থেকে যায় আড়ালে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, প্রতিটি বাণিজ্যিক, বহুতলসহ সব ধরনের ভবনে নিয়মানুযায়ী অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখার বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রতিনিয়ত আহ্বান জানানো হচ্ছে। সচেতনতা সৃষ্টি করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে ধারাবাহিকভাবে।
সর্বশেষ গত মঙ্গলবার গুলিস্তানের ফুলবাড়িয়ায় একটি সাত তলা মার্কেটে ভয়াবহ বিস্ফোনে ২৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন দেড় শতাধিক। এর আগে গত ৫ মার্চ মিরপুর রোডের সাইন্সল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০ জন। এর আগে গত ৪ মার্চ সীতাকুন্ডের সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের পর আগুন লেগে ৬ জনের মৃত্যু হয়। এ সব ঘটনায় গঠিত হয় তদন্ত কমিটিও। তবে তদন্তে বিস্ফোরণ রহস্য এবং দায় শনাক্ত হবে বলে আশা দেখছেন না সংশ্লিষ্টরা।
অন্যদিকে চলতি বছর জানুয়ারি মাসে ফায়ার সার্ভিস প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে সারাদেশে ২৪ হাজার ১০২টি অগ্নিকাণ্ড ঘটে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে ৩৪২ কোটি ৫৮ লাখ ৫১ হাজার ৩৮৯ টাকার। ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী মারা গেছেন ১৩ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২২ সালে সারাদেশে ২৪ হাজার ১০২টি অগ্নিকাণ্ডের ঘটনায় সবচেয়ে বেশি ৩৮.৪৮ শতাংশ অগ্নিকাণ্ড ঘটেছে বৈদ্যুতিক গোলযোগের কারণে। এছাড়া বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা থেকে ১৬.০৮ শতাংশ এবং চুলা থেকে ১৩.৯৮ শতাংশ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গত ২৪ জানুয়ারি সকালে রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় একটি পরিত্যক্ত ড্রাম সরাতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে পথচারীসহ পাঁচজন আহত হন। এ বিস্ফোরণ শক্তিশালী ককটেল থেকে হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হলেও কারা এই ককটেল রেখেছে- তা অজানাই রয়ে গেছে।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিস্ত্রিয়করণ দলের একজন কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে এটা নিশ্চিত হওয়া গেছে, ড্রামটি সড়ক বিভাজকের ওপরে ছিল। সেটি একজন সরিয়ে নেওয়ার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ধরন এবং ঘটনাস্থল থেকে পাওয়া আলামত পরীক্ষায় দেখা গেছে, ওই ড্রামে একটি শক্তিশালী ককটেল রাখা ছিল। সে সময় পুলিশের রমনা বিভাগের ডিসি মো. শহিদুল্লাহ বলেন, মগবাজারে বিস্ফোরণ শক্তিশালী বোমা থেকে হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। বোমাটি কে বা কারা রেখেছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলের আশপাশের ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এ পর্যন্ত জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। ফায়ার সার্ভিস বা অন্যান্য সংস্থার তদন্ত রিপোর্টও প্রকাশিত হয়নি আজ পর্যন্ত।
২০২২ সালের ৪ জুন বিস্ফোরণ ঘটে সীতাকুন্ডুর বিএম কনটেইনার ডিপোতে। মৃত্যু হয় ৪৪ জনের। এ ঘটনায় ৭ জুন মঙ্গলবার ৮ জনের বিরুদ্ধে মামলা হয়। শুরু হয় পুলিশের তদন্ত। তবে এ পর্যন্ত তদন্তের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এ ঘটনায় পৃথক তদন্ত কমিটি করে ফায়ার সার্ভিসও। অগ্রগতি নেই তাদের তদন্তেও।
২০২১ সালের ২৭ জুন মগবাজারের একটি তিন তলা বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ জনের মৃত্যু হয়। আহত হন দুই শতাধিক। বিস্ফোরণে আশপাশের অন্তত সাতটি ভবনের কাচ উড়ে যায়। রাস্তায় থাকা তিনটি বাসও ক্ষতিগ্রস্ত হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষের অবহেলার কারণেই বিস্ফোরণ ঘটে বলে উঠে আসে পুলিশ সদর দপ্তরের গঠিত তদন্ত কমিটির অনুসন্ধানে। তবে এ পর্যন্ত ওই দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।
এ ঘটনায় পুলিশ ছাড়াও তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের করা কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিলেও ঘটনার জন্য কাউকে সুনির্দিষ্টভাবে দায়ী করেনি। ফায়ার সার্ভিসের প্রতিবেদনে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণের কথা বলা হলেও সেই গ্যাসের উৎস সম্পর্কে নির্দিষ্ট করে বলা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন অর রশীদ বলেন, প্রতিটি বিস্ফোরণ বা বড় অগ্নিকান্ডের ঘটনায় পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করে। অনেক সময় ঘটনায় জড়িতদের শনাক্ত বা প্রকৃত কারন জানা সম্ভব হয় না। ফলে বিষয়টি আড়ালেই থেকে যায়।


বিভাগ : আজকের পত্রিকা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

অতিরিক্ত মালবাহী গাড়িতে বেহাল দশা
কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার
সড়ক সংস্কারের দাবিতে বরগুনাবাসীর মানববন্ধন
২৪ ঘণ্টার মধ্যেই ওসি বদল
শিশু শিহাব হত্যার বিচার দাবিতে মানববন্ধন
আরও

আরও পড়ুন

আরেকটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া

আরেকটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া

রাজনীতি ও রাষ্ট্রাচার ব্যবসায়িক পণ্যে পরিণত হয়েছে : সেলিম উদ্দিন

রাজনীতি ও রাষ্ট্রাচার ব্যবসায়িক পণ্যে পরিণত হয়েছে : সেলিম উদ্দিন

ভারতে ঢুকে পড়েছে এইচএমপিভি

ভারতে ঢুকে পড়েছে এইচএমপিভি

আন্তর্জাতিক আইকিউ টেস্টে দ্বিতীয় ইরান

আন্তর্জাতিক আইকিউ টেস্টে দ্বিতীয় ইরান

গণঅধিকার পরিষদের ফারুকের ওপর হামলা : দুই আসামির জামিন

গণঅধিকার পরিষদের ফারুকের ওপর হামলা : দুই আসামির জামিন

লেনদেন ও সূচকের উত্থান পুঁজিবাজারে চাঙাভাব

লেনদেন ও সূচকের উত্থান পুঁজিবাজারে চাঙাভাব

খালেদা জিয়ার নাইকো মামলায় ৩২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

খালেদা জিয়ার নাইকো মামলায় ৩২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

পাবনায় শীর্ষ সন্ত্রাসী কাঙ্গাল বাবু গ্রেপ্তার

পাবনায় শীর্ষ সন্ত্রাসী কাঙ্গাল বাবু গ্রেপ্তার

১৫ হাজার পিচ ইয়াবার মামলায় প্রবাসীর যাবজ্জীবন কারাদণ্ড

১৫ হাজার পিচ ইয়াবার মামলায় প্রবাসীর যাবজ্জীবন কারাদণ্ড

হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে : মাহমুদুর রহমান

হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে : মাহমুদুর রহমান

বৃদ্ধাশ্রমের বাবা মায়ের পাশে জেলা প্রশাসন সব সময় আছে এবং থাকবে

বৃদ্ধাশ্রমের বাবা মায়ের পাশে জেলা প্রশাসন সব সময় আছে এবং থাকবে

তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ের দিন প্রশ্নবিদ্ধ এনামুল

তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ের দিন প্রশ্নবিদ্ধ এনামুল

বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের সহযোগিতা চান পরিবেশ উপদেষ্টা

বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের সহযোগিতা চান পরিবেশ উপদেষ্টা

গাজীপুরে বিএনপির বিক্ষোভ

গাজীপুরে বিএনপির বিক্ষোভ

সোনারগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

সোনারগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

র‌্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি শেকৃবি ভিসির

র‌্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি শেকৃবি ভিসির

অংশীজনদের সঙ্গে আজ বসছেন অর্থ উপদেষ্টা

অংশীজনদের সঙ্গে আজ বসছেন অর্থ উপদেষ্টা

কোম্পানীগঞ্জের ইউএনওর নাম্বার ক্লোন করে শিক্ষকের কাছে টাকা দাবি

কোম্পানীগঞ্জের ইউএনওর নাম্বার ক্লোন করে শিক্ষকের কাছে টাকা দাবি

সমস্যাগ্রস্ত ৬ ব্যাংকের নিরীক্ষায় ২ বিদেশি প্রতিষ্ঠানকে নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

সমস্যাগ্রস্ত ৬ ব্যাংকের নিরীক্ষায় ২ বিদেশি প্রতিষ্ঠানকে নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত

অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত