গাজীপুরে বাড়িতে ঢুকে ডাকাতি বাধা দেয়ায় কলেজছাত্র খুন
১৩ মার্চ ২০২৩, ১০:২৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০২:১৩ পিএম
গাজীপুরে গ্রিল কেটে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে মাহিউস সোনান চৌধুরী (১৯) নামে এক কলেজ ছাত্রকে হত্যা করেছে। দুর্বৃত্তরা এ সময় ওই বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায়। গাজীপুর মহানগরীর দক্ষিণ শালনা এলাকায় গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ গতকাল সোমবার সকালে ওই কলেজ ছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার খবর পেয়ে গাজীপুর মহানগরী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সিআইডি ও পিবিআই ঘটনা স্থলে থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
নিহত মাহিউস সোনান চৌধুরী (১৯) গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন ১৯ নং ওয়ার্ড দক্ষিণ সালনা এলাকার উত্তর মোল্লা পাড়ার মৃত একেএম জালাল চৌধুরীর ছেলে। সে গাজীপুর মহানগরীর কাজী আজিম উদ্দিন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা সূত্র জানায়, অজ্ঞাত পরিচয়ে কতিপয় যুবক গত রোববার দিবাগত রাত ৩টার দিকে ওই বাড়ির দরজার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। পরে সকলের চোখ বেঁধে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে। এ সময় দুর্বৃত্তদের বাধা দিলে দুর্বৃত্তরা কলেজ ছাত্র মাহিউস সোনান চৌধুরীকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।
নিহত শিক্ষার্থীর মা মেহজাবিন জানান, গত রোববার দিবাগত রাত ৩টার দিকে কয়েকজন যুবক বাড়ির গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে কালো কাপড় দিয়ে আমার চোখ বেধে ফেলে। পরে ঘরের আলমারী ভেঙ্গে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২৫-৩০ হাজার টাকা লুট করার সময় তার ছেলে বাঁধা দিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ওই যুবকেরা পালিয়ে যায়।
তিনি আরো বলেন, আমার ছেলে মোবাইলে বিভিন্ন গেম খেলতো। সেই গেমের আইডি বিক্রি করার টাকা নিয়ে ৪-৫ মাস আগে এলাকার ছেলেদের সাথে ঝামেলা হয়েছিল। পরে সেটির মিমাংসা হয়ে যায়। আমার চোখ বাঁধা থাকার কারণে কারা আমার ছেলেকে হত্যা করেছে বলতে পারছি না।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশ জানান, গত রোববার দিবাগত রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত তাদের বাড়ির গ্রীল কেটে প্রবেশ করে। দুর্বৃত্তরা তাদের বাড়িতে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে। এ সময় ওই কলেজ ছাত্র তাদের বাধা দিলে তাকে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে রায়।
গাজীপুর মেট্রো পুলিশের সহকারী কমিশনার রেদওয়ান আহমেদ জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে, কেন করেছে এবং এর নেপথ্যে কারা এ বিষয় গুলোকে সামনে রেখে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন
গরীবের অধিকার রাষ্ট্রীয়ভাবে সুরক্ষিত না হওয়ায় সরকার পদে পদে হোঁচট খাচ্ছে: এ্যাড. শিমুল বিশ্বাস
জিয়া অরফানেজ ট্রাস্ট : খালেদা জিয়ার আপিল শুনানি ফের বুধবার
জনগণের আকাঙ্ক্ষা পূরণে আপত্তি কোথায়, প্রশ্ন আলালের
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৫
ফেলানী হত্যায় ভারত ও শেখ হাসিনা দায়ী : রাশেদ প্রধান
টাঙ্গাইলে বেগম খালেদা জিয়া ও আব্দুস সালাম পিন্টুর রোগ মুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ
নকল ওষুধ কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: একজনকে কারাদণ্ড
পাহারা দিয়ে অস্ত্রসহ তিন চাঁদাবাজ ধরলেন গ্রামবাসী
লক্ষ্মীপুরে দেওয়ালে লিখে সমন্বয়ককে হত্যার হুমকি
তিতুমীর কলেজের মূল ফটকে বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার
চকরিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষক নিহত
বাংলাদেশ সফরে আসছে পাকিস্তানের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল
জুলাই বিপ্লবে আহত ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভারী বৃষ্টিতে মক্কা-মদিনায় বন্যা
ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ
দুই মাস পর চালু হলো পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন
ভারতের কাঁটাতারের বেড়ায় বাংলাদেশ, এখনও বিচার পায়নি ফেলানী
ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারীদের স্মারকলিপি পেশ
ইউক্রেনের কুরাখোভ শহর দখল, দাবি রাশিয়ার
দুমকি প্রেসক্লাবের সভাপতি আবুল, সম্পাদক সাইদুর