তেল বরাদ্দ না থাকায় বালিয়াকান্দি হাসপাতালে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ
১০ মার্চ ২০২৩, ০৮:১১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৩৯ পিএম

তেল বরাদ্দ না থাকায় এ্যাম্বুলেন্স সেবা ৮দিন ধরে বন্ধ রয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এতে বিপাকে পড়েছে দরিদ্র রোগীদের। সরকারী এ্যাম্বুলেন্স সুবিধা থেকে বঞ্চিত হয়ে অতিরিক্ত ভাড়ায় ব্যক্তিগত গাড়ী ব্যবহার করতে বাধ্য হচ্ছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েক জন রোগীর সাথে কথা বলে জানাগেছে, সরকারী এ্যাম্বুলেন্সটি চলছে না ৮দিন ধরে। অতিরিক্ত ভাড়া দিয়ে বেসরকারী এ্যাম্বুলেন্স ব্যবহার করতে হচ্ছে। ফলে গরীব রোগীরা পড়েছে চরম বিপাকে।
আনোয়ার হোসেন নামে এক রোগীর স্বজন বলেন, সরকারী এ্যাম্বুলেন্স, সেটা বন্ধ থাকলেও কর্তৃপক্ষের চলাচলের জন্য তাদের গাড়ীতে তেল ঠিকই আছে। হায়রে আজব দেশ! শুধুমাত্র গরীবদের জন্য এ্যাম্বুলেন্সের তেল না থাকার অজুহাতে বন্ধ। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।
আইয়ুব আলী নামে একজন রোগীর স্বজন বলেন, উপজেলার প্রায় ২ লক্ষ মানুষের চিকিৎসার জন্য ৫০শয্যা বিশিষ্ট সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সটি একমাত্র ভরসা। সেইখানে এ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় রোগী ও তাদের স্বজনরা পড়েছে চরম বিপাকে।
হাসপাতাল সুত্রে জানাগেছে, এ্যাম্বুলেন্সের তেলের টাকা বাকি হওয়ার কারণে পাম্প থেকে তেল প্রদান বন্ধ করে দিয়েছে। ফলে গত ২৮ ফেব্রুয়ারী থেকে তেল বরাদ্দ না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে আবার এ্যাম্বুলেন্স সেবা চালু করা সম্ভব হবে। হাসপাতালের এ্যাম্বুলেন্সটি তেলের অভাবে বন্ধ থাকায় পুরাতন ভবনের সামনে রাখা হয়েছে। হাসপাতাল গেটে বসে রয়েছে কয়েকটি মাইক্রো চালক। এখন জরুরী রোগীরা বাইরে থেকে দ্বিগুণ টাকা ভাড়া দিয়ে নিজ উদ্দ্যোগে সেবা নিতে যেতে হচ্ছে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র এ্যাম্বুলেন্স চালক বাবুল আক্তার বলেন, তেলের পাম্পে অনেক টাকা বাঁকি পড়ে আছে। ওই টাকা পরিশোধ করতে না পারায় পাম্ব তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে এ্যাম্বুলেন্স সেবা বন্ধ রাখা হয়েছে।
এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ডাঃ নাসির উদ্দীন বলেন, শুধুমাত্র গুরুত্বপূর্ণ রোগীদের ক্ষেত্রে এ্যাম্বুলেন্স সার্ভিস চালু আছে। তবে মন্ত্রণালয় থেকে জ্বালানি তেলের বরাদ্দ না থাকায় সব রোগীর ক্ষেত্রে এ্যাম্বুলেন্স সার্ভিস দিতে পারছিনা। বরাদ্দ পাওয়া গেলে আগের মতো আবারও সেবা প্রদান করা সম্ভব হবে। বিষয়টি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অবগত করা হয়েছে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে মেমোরিয়াল ডে’র শোভাযাত্রায় গুলি, নিহত ১৬

আমি কখনো মাথা নত করব না: ইমরান খান

এনার্জিপ্যাকের “এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৩” অর্জন

বাংলাদেশি নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে মার্কিন প্রশাসন

আমান দম্পতি ও টুকুর সাজা বহাল, আত্মসমর্পণের নির্দেশ

নতুন দুই সিনেমায় চুক্তিবদ্ধ সাইমন

আল্লাহ ভীতি মানুষকে ইহকাল পরকালে সম্মানিত করে

মাঝরাতে রাজের আইডি থেকে ভিডিও ফাঁস, আইনি ব্যবস্থা নেবেন সুনেরাহ

সেই মোতালেবের পেট থেকে আরও ৮টি কলম বের হলো

এরদোগানের মতো আবারো ক্ষমতায় আসতে পারেন শেখ হাসিনা ও মোদি: দ্য ইকনোমিস্ট

কাশ্মিরে পর্যটকবাহী বাস খাদে, নিহত ১০

বোনের বিয়েতে গিয়ে বয়ফ্রেন্ডসহ মারধরের শিকার অভিনেত্রী

স্ত্রী গৌরীর বিরুদ্ধে শাহরুখ খানের অভিযোগ

মহিপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

কয়লা সংকটে বন্ধ পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট

টাঙ্গাইলে কাভার্ডভ্যান কেড়ে নিল ঘুমন্ত মা মেয়ের প্রাণ, বাবা আহত

নতুন সংসদ ভবনের দেয়ালে খচিত ‘অখণ্ড ভারতের’ মানচিত্র

নিজ বাসভুমে পরবাসী স্থানীয়রা-ব্যবসা ও শ্রম বাজার দখলে নিচ্ছে রোহিঙ্গারা

যুক্তরাষ্ট্রে ব্যস্ত রাস্তায় মুহুর্মুহু গুলি, হতাহত ৭

ভারতে মুসলিমদের ঘৃণা করা ফ্যাশনে পরিণত হয়েছে : নাসিরুদ্দিন শাহ