তেল বরাদ্দ না থাকায় বালিয়াকান্দি হাসপাতালে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ
১০ মার্চ ২০২৩, ০৮:১১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৩৯ পিএম
তেল বরাদ্দ না থাকায় এ্যাম্বুলেন্স সেবা ৮দিন ধরে বন্ধ রয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এতে বিপাকে পড়েছে দরিদ্র রোগীদের। সরকারী এ্যাম্বুলেন্স সুবিধা থেকে বঞ্চিত হয়ে অতিরিক্ত ভাড়ায় ব্যক্তিগত গাড়ী ব্যবহার করতে বাধ্য হচ্ছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েক জন রোগীর সাথে কথা বলে জানাগেছে, সরকারী এ্যাম্বুলেন্সটি চলছে না ৮দিন ধরে। অতিরিক্ত ভাড়া দিয়ে বেসরকারী এ্যাম্বুলেন্স ব্যবহার করতে হচ্ছে। ফলে গরীব রোগীরা পড়েছে চরম বিপাকে।
আনোয়ার হোসেন নামে এক রোগীর স্বজন বলেন, সরকারী এ্যাম্বুলেন্স, সেটা বন্ধ থাকলেও কর্তৃপক্ষের চলাচলের জন্য তাদের গাড়ীতে তেল ঠিকই আছে। হায়রে আজব দেশ! শুধুমাত্র গরীবদের জন্য এ্যাম্বুলেন্সের তেল না থাকার অজুহাতে বন্ধ। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।
আইয়ুব আলী নামে একজন রোগীর স্বজন বলেন, উপজেলার প্রায় ২ লক্ষ মানুষের চিকিৎসার জন্য ৫০শয্যা বিশিষ্ট সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সটি একমাত্র ভরসা। সেইখানে এ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় রোগী ও তাদের স্বজনরা পড়েছে চরম বিপাকে।
হাসপাতাল সুত্রে জানাগেছে, এ্যাম্বুলেন্সের তেলের টাকা বাকি হওয়ার কারণে পাম্প থেকে তেল প্রদান বন্ধ করে দিয়েছে। ফলে গত ২৮ ফেব্রুয়ারী থেকে তেল বরাদ্দ না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে আবার এ্যাম্বুলেন্স সেবা চালু করা সম্ভব হবে। হাসপাতালের এ্যাম্বুলেন্সটি তেলের অভাবে বন্ধ থাকায় পুরাতন ভবনের সামনে রাখা হয়েছে। হাসপাতাল গেটে বসে রয়েছে কয়েকটি মাইক্রো চালক। এখন জরুরী রোগীরা বাইরে থেকে দ্বিগুণ টাকা ভাড়া দিয়ে নিজ উদ্দ্যোগে সেবা নিতে যেতে হচ্ছে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র এ্যাম্বুলেন্স চালক বাবুল আক্তার বলেন, তেলের পাম্পে অনেক টাকা বাঁকি পড়ে আছে। ওই টাকা পরিশোধ করতে না পারায় পাম্ব তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে এ্যাম্বুলেন্স সেবা বন্ধ রাখা হয়েছে।
এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ডাঃ নাসির উদ্দীন বলেন, শুধুমাত্র গুরুত্বপূর্ণ রোগীদের ক্ষেত্রে এ্যাম্বুলেন্স সার্ভিস চালু আছে। তবে মন্ত্রণালয় থেকে জ্বালানি তেলের বরাদ্দ না থাকায় সব রোগীর ক্ষেত্রে এ্যাম্বুলেন্স সার্ভিস দিতে পারছিনা। বরাদ্দ পাওয়া গেলে আগের মতো আবারও সেবা প্রদান করা সম্ভব হবে। বিষয়টি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অবগত করা হয়েছে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রথমবারের মতো ভারত থেকে আমদানি হলো মসুর ডাল
নরসিংদীতে ঘরে ঢুকে কিশোরীকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত মা
কর্মবিরতি : সারা দেশে বন্ধ হলো ট্রেন চলাচল
ইউরো জেতানো দে লা ফুয়েন্তে ২০২৮ পর্যন্ত স্পেনের কোচ
সিলেটকে হারিয়ে প্লে অফের দৌড়ে এগিয়ে গেল রাজশাহী
টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ
রূপালী ব্যাংকের ‘রূপালী ই-ব্যাংক’ অ্যাপ উদ্বোধন
বেলকুচিতে ব্রোকলি চাষে সাফল্য
সালথায় যুবককে ছুরিকাঘাতে হত্যা : তিনজন কারাগারে
তাহসিনের পাশে বিসিবি
তামাক কোম্পানির ফাঁদে পড়ে মাদকে আসক্ত হচ্ছে তরুণ সমাজ; প্রতিরোধে চাই সমন্বিত উদ্যোগ
জিরা চাষে স্বপ্ন দেখছেন গোদাগাড়ীর কৃষকরা
ন্যায়বিচারের স্বার্থে হাসিনাকে ফেরত পাঠাবে ভারত
দেশকে স্বৈরাচার মুক্ত করেছি, নতুনভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশ: কাহের শামীম
হাতিয়ায় বন্দোবস্তকৃত ভূমি বুঝিয়ে দেওয়ার দাবি
আইসিএমএবি’র প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন, সচিব হাসনাইন তৌফিক
শৈশবের ক্লাবে ফিরছেন নেইমার
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
পাকুন্দিয়ায় ব্যবস্থাপত্র ছাড়াই চলছে অ্যান্টিবায়োটিক বিক্রি
পঞ্চগড়ে চার বিচারকের অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ