ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

ইবি ছাত্রদের ওপর হামলা : আটক ১

Daily Inqilab ইবি সংবাদদাতা

১৪ মার্চ ২০২৩, ০৮:৪২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:২৮ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই শিক্ষার্থীকে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বখাটেদের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শৈলক‚পা থানায় মামলা করা হয়। রাতেই অভিযান চালিয়ে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম ঝন্টু ওরফে জাহাঙ্গীর হোসেন। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এজাহার থেকে জানা যায়, গত সোমবার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী শেখপাড়া বাজারস্থ পেট্রোল পাম্প থেকে তেল আনতে যান। ফেরার পথে ইসলামী ব্যাংকের এটিএম বুথের সামনে পাকা রাস্তায় পৌঁছালে আকাশ ও আলিমসহ অজ্ঞাত ২০/২৫ জন তাদের হাতে থাকা লোহার রড ও লাঠি দ্বারা শিক্ষার্থীদের পথ আটকে দেয়। কোনো কিছু বলার আগেই খুন করার উদ্দেশ্যে আকাশ লোহার রড দিয়ে ছাত্র মোহাম্মদ ইসলাম জিসানের মাথায় আঘাত করলে সে মাথা সরায়ে নেয়। ফলে রডের আঘাত তার ডান হাতে ও পায়ে লাগলে জখম হয়।
এদিকে অন্য অজ্ঞাত আসামিরা অপর ছাত্র মেহেদী হাসান সুপ্তকে তাদের হাতে থাকা লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। এ সময় আসামিরা তাদের এলোপাতাড়ি কিল-ঘুষি-লাথি মারতে থাকে। মারামারির সংবাদ ক্যাম্পাসে পৌঁছালে ক্যাম্পাস থেকে শতাধিক ছাত্র ঘটনা স্থলের দিকে রওনা দেয়। ফলে আসামিরা খুন-জখম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে সাধারণ শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছালে আহত ছাত্রদের উদ্ধার করে প্রথমে ইবি মেডিক্যালে পাঠানো হয়। তারপর অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া হাসপাতালে নেয়া হয়।
আহত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান সুপ্ত ও ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইসলাম জিসাদ।
এদিকে এ ঘটনায় আকাশ ও আলিমকে প্রধান আসামি করে অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আকাশ ও আলিম উভয়ই শেখপাড়ার বাসিন্দা।
জানা গেছে, গত সোমবার ভুক্তভোগী দুই ছাত্র বন্ধু-বান্ধবীদের সঙ্গে ক্যাম্পাসের মফিজ লেকে অবস্থান করছিলেন। সেখানে বহিরাগত স্থানীয় দুই যুবক এসে বান্ধবীদেরসহ ওই শিক্ষার্থীদের ভিডিও করেন বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষর্থীদের। পরে শিক্ষার্থীরা তাদেরকে ভিডিও ডিলিট করতে বলে। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের বাকবিতÐা হয়। একপর্যায়ে তারা শিক্ষার্থীদের দেখে নেয়ার হুমকি দেয়। তখন ভিডিও ধারণ করায় চড়-থাপ্পড় দোয়া হয় বলে অভিযোগ করেছে স্থানীয় ওই দুই যুবক।
এরপর ওই দিন বিকেলে শিক্ষার্থীরা ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে গেলে তাদের ওপর হামলা করে ওই বহিরাগত যুবক ও তার সঙ্গীরা। এর প্রতিবাদে ওই দিন সন্ধ্যায় কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। এ সময় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি, ছাত্রলীগকর্মী শিমুল হোসেন ও রিয়নসহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে রাত ৯টার দিকে ঘটনাস্থলে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে আন্দোলনরতদের সঙ্গে কথা বলেন।
তারপর শিক্ষার্থীরা রাত ১০টার দিকে ভিসির বাংলোর সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্রলীগ সহ-সভাপতি মৃদুল রাব্বির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে প্রো-ভিসি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভ‚ঁইয়া ও শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত এবং সেক্রেটারি নাসিম আহমেদ জয় উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, গতকাল বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনায় প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছে। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে বিশ্ববিদ্যালয় গেটগুলোয় পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া বাজার কমিটি ও স্থানীয়দের সঙ্গে বসে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।


বিভাগ : অভ্যন্তরীণ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে হত্যা মামলায় আরও একজনসহ গ্রেপ্তার ৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে হত্যা মামলায় আরও একজনসহ গ্রেপ্তার ৬

সাধ্যের বাইরে গিয়ে মা-বাবার চাহিদা পূরণ করা প্রসঙ্গে?

সাধ্যের বাইরে গিয়ে মা-বাবার চাহিদা পূরণ করা প্রসঙ্গে?

আগামী ২৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন

আগামী ২৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন

ইসলামি দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

ইসলামি দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরীর ইন্তেকাল

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরীর ইন্তেকাল