লোডশেডিংয়ে নাকাল গারো পাহাড় অঞ্চলের মানুষ
১৬ জুন ২০২৩, ০৯:১১ পিএম | আপডেট: ১৭ জুন ২০২৩, ১২:০১ এএম
ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান ও ধানশাইল ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম দৈনিক ইনকিলাবকে বলেন- ’এই প্রচন্ড গরমে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। চলমান এসএসসি এবং অনার্স পরীক্ষায় ছাত্র-ছাত্রীগণ বিদ্যুতের অভাবে পড়ালেখা করতে না পারায় তাদের পরীক্ষায় পাশ করাও কঠিন হয়ে পড়েছে। অস্বাভাবিক গরম ও বিদ্যুতের লোডশেডিংয়ে নাকাল হয়ে পড়েছে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ। বিশেষ করে বয়স্ক ও শিশুরা সীমাহীন কষ্টের মধ্যে রয়েছে। তাছাড়া ঘন ঘন বিদ্যুতে আসা-যাওয়ার খেলায় বলি হচ্ছে পরীক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বিদ্যুতের এ অবস্থা সকল রেকর্ড অতিক্রম করেছে। দ্রুত এ পরিস্থিতি থেকে পরিত্রাণ চান এলাকাবসী।’ এ অবস্থা শুধু শেরপুর (উত্তর) গারো পাহাড় ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ীতেই নয় শেরপুর জেলার সর্বত্রই।
’ঝিনাইগাতী উপজেলা সদরের বিএ (অনার্স) পরীক্ষার্থী মিসেস শিল্পী ফারুক ও তারেক রহমান বলেন, এই পরীক্ষার সময় ও প্রচন্ড গরমে বিদ্যুত না থাকাটা অত্যন্ত অমাণবিক কাজ। বিদ্যুতের অভাবে পড়ালেখা করতে না পারায় আমাদের পরীক্ষাই খারাপ হচ্ছে।’
’নালিতাবাড়ী উপজেলা থেকে প্রবীণ সাংবাদিক অমিরুল ইসলাম বলেন, টানা তাপদাহে তীব্র গরমের মধ্যে এই নজিরবিহীন লোডশেডিং সত্যিই অমাণবিক ও নিষ্ঠুর কাজ।’
শ্রীবরদী উপজেলা থেকে ক্লিন রাজনৈতিক নেতা মো. আবদুর রহিম দুলাল বলেন, এমন নজিরবিহীন লোডশেডিং আর কোন দিন দেখিনি। দিনে-রাতে তীব্র গরমে যখন মানুষের হাসফাস অবস্থা তখন নামাজের সময় পর্যন্ত বিদ্যুৎ না থাকাটা কতটা অমাণবিক তা ভূক্তভোগি ব্যতিত কেউ বুঝতে পারবেন না।’
অপর দিকে কোন লাইনে কার্বন জমলেও ঝিনাইগাতী বিদ্যুৎ অফিসের লাইনম্যান আমিরুল ইসলাম তার কেটে সংযোগ দিতেই ৪-৫শ’ টাকা করে সেলামি নিচ্ছেন বলে অভিযেগ উঠেছে। তাছাড়া ভৌতিক বিলও করা হচ্ছে গ্রাহকদের নামে। জানা যায়, কোন মাসেই মিটার দেখে বিল করা হচ্ছে না। অফিসে বসেই মনগরাভাবে একেক আবাসিক গ্রাহকেরও বিল করা হয় মাসে ২-৩ হাজার টাকা করে।
এমন বিল পান গৃহিনী মিসেস হিরা সাত্তারের বাসায় গত মাসে ২ হাজার ১৯ টাকা। অথচ ওই বাসায় মাত্র ২টি বাল্ব ও ২টি ফ্যান চলে। মিটার দেখে বিল করা হলে ৩-৪শ’ টাকার ওপরে বিল হবে না বলে অভিযোগ ওই গৃহিনীর।
ঝিনাইগাতী উপজেলা সদরের এক গৃহিনী সাথি আক্তার বলেন, ‘বিদ্যুৎ থাকে না অথচ ভৌতিক বিল করা হচ্ছে প্রতি মাসেই।’
সরেজমিনে শেরপুর গারো পাহাড় অঞ্চলের সর্বত্র বিদ্যুতের ঘন ঘন যাওয়া আসায় অতিষ্ট হয়ে পড়েছে জনজীবন। এই দুঃসহ্য গরমে সাধারণ মানুষ রাতদিন লোডশেডিংয়ের তীব্র যন্ত্রনায় এখন অতিষ্ট। এই তীব্র গরমে এ ধরণের অমাণবিকভাবে বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ হয়ে পড়েছে অতিষ্ট। বিদ্যুৎ ঘাটতির অজুহাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না শেরপুর (উত্তর) গারো পাহাড় ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী অঞ্চলে। এ যেমন রেওয়াজে পরিণত হয়েছে।
ঝিনাইগাতী উপজেলা সদরের এস. কে. সাত্তার মার্কেটের ইতি ইলেকট্রনিক্সের মালিক খোরশেদ আলম আকন্দ, কম্পিউটার মেকানিক্স এবাদুর রহমান, আতিক স্টোরের মালিক মো. সিদ্দিকুর রহমান, মধ্যবাজার তাহমিনা ফ্যাশন হাউজ মালিক আশ্রাফুল আলম প্রমুখ ব্যবসায়ীগণ ইনকিলাবকে জানান, ’এই নজিরবিহীন গরমে বিদ্যুৎ না থাকাটা কতটা অমাণবিক, তা ভাষায় প্রকাশ করার মত নয়। কোন প্রকার নোটিশ/মাইকিং ব্যাতিরেকে বিদ্যুতের ঘন ঘন আসা যাওয়ার খেলায় আমরা ব্যবসায়ীরাই বলি হচ্ছি। টানা বিদ্যুৎ না থাকাটা রেওয়াজে পরিণত হয়েছে। কোন উজর আপত্তি নেই, ইচ্ছা হলেই লোডশেডিং। যেনো মগের মুল্লুকে বাস করছি আমরা। তাও একবার দুইবার নয় দিনে রাতে ২০/২৫ বার করে ও বিদ্যুৎ চলে যায়। ২/৪ ঘণ্টা বিদ্যুতের কোন খবর থাকে না। ফলে টানা বিদ্যুতের অভাবে আইপিএস চার্জ ও করা যাচ্ছেনা। এমনই মহাবিপদে আছি আমরা। আইপিএস চার্জ হলেও গরমের মধ্যেই রাতে অন্তত. আলো জ¦ালিয়ে ব্যবসা করা যেতো। অন্ধকারে বেচা-বিক্রি ও কম হয়। ঝুকি ও বাড়ে।’
বিদ্যুৎ বিভাগের ঝিনাইগাতীর আবাসিক প্রকৌশলী বলেন, ‘মোট চাহিদার অর্ধেক বিদ্যুৎ পাচ্ছি। তাতেই পুরো এলাকা ভাগাভাগি করে সাপ্লাই দিতে হচ্ছে। সুতরাং কি করার আছে।’
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ দৈনিক ইনকিলাবকে বলেন, ‘বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবো।’
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
নোয়াখালীতে বিএনপি নেতা হত্যার ঘটনায় বিএনপির ৭ নেতাকর্মী কারাগারে
এশিয়ার অন্যতম সেরা কর্মস্থলের স্বীকৃতি পেল ফুডপ্যান্ডা বাংলাদেশ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
আব্দুল হান্নান কে বরন করলেন ছাত্র-জনতার
গাড়ি রক্ষণাবেক্ষণ সহায়তায় প্রিপেইড কার্ড চালু করেছে সাউথইস্ট ব্যাংক, মাস্টারকার্ড ও যান্ত্রিক
পীরগঞ্জে আগুনে পুড়ল ৮টি ঘড়
হেমন্তের শেষভাগে হালকা থেকে মাঝরী কুয়াশায় মেঘনা অববাহিকা ঢেকে গেলেও তাপমাত্রার পারদ স্বাভাবিকের ওপরে
কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
চাঁদপুরে আ’লীগের বিরুদ্ধে মামলা তুলে না নেওয়ায় সমন্বয়কে বিএনপির কুপিয়ে জখম
রংপুর মেডিকেল ডা. মাহফুজকে ওএসডি, নতুন অধ্যক্ষ ডা. শরিফ
‘স্বৈরশাসকের পতন হলেও বিএনপিকে ঠেকাতে ষড়যন্ত্রকারীরা এখনও তৎপর’
চুয়েটের ড্রাগ ডেলিভারি শীর্ষক সেমিনার
ধর্ম মন্ত্রণালয়ের নতুন সচিব আফতাব হোসেন
চাঁদপুরে জলাতঙ্কের ভ্যাকসিন সংকট : রোগীরা বিপাকে
আরও ৩০ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল
এনআইবিতে জীব প্রযুক্তিবিদ নিয়োগের দাবিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
বাজার সিন্ডিকেট ভেঙ্গে ন্যায্য মূল্যে বরগুনায় কেনা দামে পন্য বিক্রি
প্রকল্প নেওয়ার আগে সাধারণ জনগণের মতামত নিতে হবে ইসিকে
কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে সীসা কারখানায় যৌথ বাহিনীর অভিযান, জরিমানা ৬ লক্ষ টাকা
মুন্নি-তাপস রঙ্গলীলা; দুর্নীতি ও নারী সাপ্লাইয়ের ইতিকথা