গাছের সাথে এ কেমন শত্রুতা
১৭ জুন ২০২৩, ০৯:৫৩ পিএম | আপডেট: ১৮ জুন ২০২৩, ১২:০২ এএম
নীলফামারীর সৈয়দপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রায় সহস্রাধিক কলা গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ৫৮ শতক জমির ওপর প্রায় ১ হাজার ফলন্ত কলা গাছ কেটে ধ্বংস করেছে ইউপি মহিলা সদস্যসহ তার লোকজন। ১৬ জুন ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর শরৎ পাড়ায়।
এতে প্রায় ৬ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানান ফসল মালিক মজিবর রহমান শাহ। তিনি বলেন এমন অপরাধ করেও ক্ষমতার দাপটে উল্টো আমার পরিবারকে ভয়ভীতি দেখানো হচ্ছে। ফলে বিচার পাওয়া নিয়ে সংশয়সহ জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার। ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, প্রতিবেশী সামসুল আলম শাহের স্ত্রী এবং সংরক্ষিত মহিলা মেম্বার শিউলি বেগমের কাছ থেকে বাড়ির পাশেই ৮৫ শতক জমি কিনে নেন তিনি। ওই জমিতে কলা আবাদ করেছেন। ইতোমধ্যে প্রায় ৫ লাখ টাকা খরচ হয়েছে তার। এবার কলার আবাদও ভালো হয়েছে বলে জানান। কিছুদিনের মধ্যে কলাগুলো পরিপক্ব হতো। এরইমধ্যে কলা ক্ষেত কেটে দেয় প্রতিপক্ষ। এতে তার প্রায় ৬ লাখ টাকা ক্ষতি হয়েছে। সেই বাগানের প্রায় ৫৮ শতকের ৯ শ› থেকে এক হাজার ফলন্ত গাছ কেটে শেষ করে দিয়েছে মহিলা মেম্বার, তার স্বামী ছেলেসহ ২০ থেকে ৩০ জন। এর মধ্যে অজ্ঞাত অনেক বহিরাগত লোকও ছিল। খবর পেয়ে ঘুম থেকে উঠে গিয়ে প্রতিবাদ করলে তারা দেশীয় অস্ত্র দা, হাসুয়া, কোদাল ও লাঠিসোটা নিয়ে আমাদের ওপর চড়াও হয়। সকালে ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ এসে তদন্ত করে চলে যাওয়ার পর বাড়ির সামনে এসে আবারও অস্ত্রের মহড়া দিয়ে অশ্লীল গালাগাল ও মেরে ফেলার হুমকি দিয়ে যায়।
মজিবরের ছেলে সোলাইমান আলী বলেন, মহিলা মেম্বারের স্বামী একজন ডাকাত ছিল। সে তার পৈত্রিক সম্পত্তির যে জমি স্ত্রীকে লিখে দিয়েছে সেখান থেকে ৮৫ শতক জমি আমার বাবা কিনে নিয়েছেন। এখন তাদের ছেলে শাহজাহান আলী শাহ দাবি করছেন, তার বাবা একাই জমি লিখে দিয়েছেন। কিন্তু জমির ওয়ারিশ তার ৪ ফুফুও। তাই এই জমির ৫৮ শতক তাদের। যেহেতু ফুফুরা লিখে দেয়নি তাই তা বিক্রিও হয়নি। শুধু বাবার অংশটুকু বিক্রি হয়েছে। বাকিটুকু প্রকৃত ওয়ারিশদের। যা সে তার ৪ ফুফুর কাছ থেকে কিনে নিয়েছে। এই জমির মালিক এখন সে, তাই ছেড়ে দিতে হবে। এভাবে একদিকে বাবা-মা জমি বিক্রি করে প্রতারণা করেছে। অন্যদিকে ছেলে সেই জমি ওয়ারিশদের কাছ থেকে কিনে নেয়ার নামে জোর জবরদস্তি দখল করতে চাচ্ছে। ফলে আমরা এর সঠিক বিচার পেতে আদালতে মামলা করেছি। যা চলমান এবং সমাধান না হওয়া পর্যন্ত প্রতিপক্ষকে জমিতে না যাওয়ার জন্য নিষেধাজ্ঞা প্রদান করেছে। তারা সেই নির্দেশ অমান্য করে বেআইনীভাবে জমিতে গিয়ে আমাদের কলাবাগান ধ্বংস করেছে। মেম্বার হওয়ায় ক্ষমতার দাপটে তারা এমন অন্যায় করেছে। আমরা এই অপকর্মের সঠিক বিচার ও ক্ষতিপূরণ দাবি করছি।
এব্যাপারে জানতে চাইলে সামসুল আলম শাহ অকপটে স্বীকার করেন, কলা গাছ তারা কেটেছে। তিনি বলেন, যেটুকু জমির কলাগাছ কাটা হয়েছে সেটুকুর মালিক আমার ছেলে। যা মজিবর দখল করে রেখেছে। মালিকানা সূত্রে জমিটি দখলে নিতে গাছ কাটা হয়েছে। আদালতের নিষেধাজ্ঞা বিষয়ে বলেন, দুইপক্ষের জন্যই ১৪৪ ধারা আছে। অথচ ২ দিন আগে মজিবর কলা গাছের পরিচর্যা করে সেই নিষেধাজ্ঞা ভেঙেছে। তাই আমরাও কলাগাছ কেটে ফেলেছি।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
নোয়াখালীতে বিএনপি নেতা হত্যার ঘটনায় বিএনপির ৭ নেতাকর্মী কারাগারে
এশিয়ার অন্যতম সেরা কর্মস্থলের স্বীকৃতি পেল ফুডপ্যান্ডা বাংলাদেশ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
আব্দুল হান্নান কে বরন করলেন ছাত্র-জনতার
গাড়ি রক্ষণাবেক্ষণ সহায়তায় প্রিপেইড কার্ড চালু করেছে সাউথইস্ট ব্যাংক, মাস্টারকার্ড ও যান্ত্রিক
পীরগঞ্জে আগুনে পুড়ল ৮টি ঘড়
হেমন্তের শেষভাগে হালকা থেকে মাঝরী কুয়াশায় মেঘনা অববাহিকা ঢেকে গেলেও তাপমাত্রার পারদ স্বাভাবিকের ওপরে
কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
চাঁদপুরে আ’লীগের বিরুদ্ধে মামলা তুলে না নেওয়ায় সমন্বয়কে বিএনপির কুপিয়ে জখম
রংপুর মেডিকেল ডা. মাহফুজকে ওএসডি, নতুন অধ্যক্ষ ডা. শরিফ
‘স্বৈরশাসকের পতন হলেও বিএনপিকে ঠেকাতে ষড়যন্ত্রকারীরা এখনও তৎপর’
চুয়েটের ড্রাগ ডেলিভারি শীর্ষক সেমিনার
ধর্ম মন্ত্রণালয়ের নতুন সচিব আফতাব হোসেন
চাঁদপুরে জলাতঙ্কের ভ্যাকসিন সংকট : রোগীরা বিপাকে
আরও ৩০ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল
এনআইবিতে জীব প্রযুক্তিবিদ নিয়োগের দাবিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
বাজার সিন্ডিকেট ভেঙ্গে ন্যায্য মূল্যে বরগুনায় কেনা দামে পন্য বিক্রি
প্রকল্প নেওয়ার আগে সাধারণ জনগণের মতামত নিতে হবে ইসিকে
কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে সীসা কারখানায় যৌথ বাহিনীর অভিযান, জরিমানা ৬ লক্ষ টাকা
মুন্নি-তাপস রঙ্গলীলা; দুর্নীতি ও নারী সাপ্লাইয়ের ইতিকথা