কাপ্তাই সড়কে সিএনজিতে চাঁদাবাজি
২৪ জুন ২০২৩, ০৮:৪০ পিএম | আপডেট: ২৫ জুন ২০২৩, ১২:০১ এএম
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবস্থিত কাপ্তাই-চট্টগ্রাম সড়কে ঘাটে ঘাটে তৎপর চাঁদাবাজ। এতে দিশেহারা এখন সিএনজি অটোরিকশা চালকরা। প্রতি স্ট্যান্ডে সংঘবদ্ধ চক্র চালকদের কাছ থেকে চাঁদা আদায় করছে চালক সমিতির ব্যানারে। ভুক্তভোগী চালকরা বলেছেন এই চট্টগ্রাম-কাপ্তাই সড়কে সবচেয়ে চাঁদাবাজ চক্রটির অবস্থান করছেন কাপ্তাই রাস্তার মাথায় মোহনায়।
জানা যায়, কাপ্তাই রাস্তার মাথা চট্টগ্রাম সিটি কর্পোরেশন মধ্যে পড়েছেন। চাঁদাবাজদের যুক্তি এখানে চট্টগ্রাম জেলার নিবন্ধিত নম্বারে গাড়ি আসতে হলে চাঁদা দিতে হবে। চালকরা বলেছেন আগে টোকেনের দাম ছিল ৭শ’ টাকা। এখন টোকেনদাতারা ঘোষণা দিয়েছেন নতুন টোকেন নিতে হলে ১২শ’ করে দিতে হবে। সড়ক চলাচলকারী সিএনজি চালকদের আরো অভিযোগ এখানে যাত্রী নামিয়ে ফেরার পথে এখান থেকে যাত্রী উঠলে প্রতিবারেও ১০ টাকা করে দিতে হয় চাঁদা।
কাপ্তাই রাস্তার মাথায় চালক যাত্রীদের হয়রানি দৃশ্য দেখতে সরেজমিনে দেখা যায়, এখানে সড়কের শৃঙ্খলা রক্ষার নামে লাঠি হাতে তৎপর আছে ৮ থেকে ১০ যুবক। তাদের কেউ খালি সিএনজি বডি ও হুডে লাঠি চালিয়ে স্থান ত্যাগে বাধ্য করাছেন। এমন পরিস্থিতি মধ্যে শিশু নিয়ে থাকা নারী যাত্রীরাও আহত হয় বলে অনেকে অভিযোগ করেছেন।
সরেজমিন পরিদর্শনে জানা যায়, চাঁদাবাজদের কেউ কেউ যানজট এলাকার কিছু ফাঁকা জায়গায় যাত্রীনিয়ে যাওয়া সিএনজি পথ রোধ করে ১০টাকা করে চাঁদা নিয়ে ছাড়ছে। চাঁদাবাজ চক্রটি হাতে জিম্মি হওয়া থাকা চালক ও যাত্রী সবাই বলেছেন কাপ্তাই সড়কে পরিবহন (বাস) সংখ্যা কম। এই কারণে কাপ্তাই চন্দ্রঘোনা রাঙ্গুনিয়া শহরমুখী মানুষ নির্ভরশীল সিএনজি অটোরিকশা ওপর। কাপ্তাই রাস্তার মাথা ছাড়াও চালক সমিতি নামে টোকেন বাণিজ্য চলছে কাপ্তাই সড়ক পথে জনকোলাহলপূর্ণ সিএনজি স্ট্যান্ড সমুহেও। এসব স্থানগুলোর মধ্যে রাঙ্গুনিয়ার লিচুবাগান, কাপ্তাই নতুন বাজার, বড়ইছড়ি, চৌমুহনি, ইছাখালিতে। বিষয়টি নিয়ে কথা হলে এসব জায়গায় সিএনজি সমিতির নের্তৃবৃন্দরা বলেন, রাঙ্গুনিয়া কাপ্তাই সড়কে প্রায় ১২শ’র মতো অটোরিকশা চলাচল করে থাকে। উল্লিখিত এসব স্থানের সমিতিকে চাঁদা দিতে হয়। কাপ্তাই চট্টগ্রাম সড়কের বাইরেও গ্রামীণ সড়ক রয়েছে ওইসব সমিতিকে চাঁদা দিতে হয়। প্রত্যেককে ১০ টাকা করে চাঁদা দিতে হয়। এসব স্থানে লাঠি নিয়ে সিএনজি নিয়ন্ত্রণের নামে সন্ত্রাসী কায়দায় চাঁদা আদায় করায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েকবার অভিযান চালিয়ে চাঁদা আদায়কারীদের গ্রেফতার করে কোর্টে চালান করা হলেও বন্ধ হয়নি চাঁদা আদায়।
এ ব্যাপারে সমিতি সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে আলাপকালে তারা বিষয়টি এড়িয়ে যান। রাঙ্গুনিয়ার নিচুবাগান বৃহত্তম সিএনজি স্টেশনে সমিতি নেতা নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, সমিতি ব্যানারে নিচুবাগান থেকে বড়ইছড়ি টু কাপ্তাই আসতে যেতে টুকনের মাধ্যমে প্রতিমাসে মাসোয়ারা দিতে হয়। গাড়ির ডকুমেন্ট থাকুক আর নাই থাকুক নির্ধারিত অর্থ প্রদান করা বাধ্যতামূলক। তিনি আরো বলেন, কাপ্তাইয়ে রাঙ্গুনিয়া সীমান্তে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে অবস্থিত রেশম বাগান গেইডে সিটি এলাকা থেকে যদি ছোট বড় যেকোন যানবাহন প্রবেশ করলে যেকোন অজুহাত দেখিয়ে অর্থ আদায় করার কাজে ব্যস্ত রয়েছে পুলিশ চেকপোস্ট।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
মতলবে ধানের চারা ফেলার জমি নিয়ে মারধরের ঘটনায় নিহত ১
সমাজসেবা অধিদফতরের ডিজিকে সরাতে নির্দেশ দিলেন হাইকোর্ট
লালন শাহ সেতুর উপর দুই মোটরসাইকেলের সংঘর্ঘে নিহত-১ আহত-১
সাবেক এমপি কন্ঠ শিল্পী মমতাজ বেগম বিরুদ্ধে আরও একটি নতুন হত্যা মামলা
মানিকগঞ্জে সাংবাদিকের বাড়িতে ভাংচুর মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিন জেলহাজতে
আওয়ামী বিবেচনায় কনস্টেবল নিয়োগ!
পরিবেশগত ছাড়পত্র প্রদান প্রক্রিয়ার স্মার্ট ট্রান্সফরমেশন
ফরিদপুরে ২৩ মামলার আসামি ডিজে মাহফুজকে ফেনসিডিলসহ গ্রেপ্তার
বাগেরহাটে বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যকে গুলি করে এবং কুপিয়ে হত্যা
ফ্যাসিবাদের বিচার এবং পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে হবে
টেকনাফে ৫০হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক।
আপনার প্রেমিকা খুব দামি গিফট চান! তাঁকে কী ভাবে সামলে নেবেন?
যশোরবাসীর দুর্ভোগ আর প্রতারণার নাম পদ্মাসেতু রেলপ্রকল্প!
সম্মান বজায় রেখে কাজ করুক সেনাবাহিনী প্রত্যাশা সাধারন মানুষের
সাভারে অভিযানের পর বন্ধ করে দেওয়া হয়েছে ভেজাল শিশু খাদ্য তৈরী কারখানা
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের স্পন্সর ওয়ালটন
শের এ বাংলা মেডিকেল কলেজের ৫৬তম প্রতিষ্ঠঅ বাষির্কী উপলক্ষে মিলনমেলা ২০ নভেম্বর
রাজনীতির মুল লক্ষ্য হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা : তারেক রহমান
শপথ নিলেন পঞ্চগড় জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন
নির্বাচনের আগে বাড়ল ট্রাম্পের প্রতিষ্ঠানের শেয়ারের দাম