ঝরেপড়া শিক্ষার্থীদর শিক্ষাদানের নামে কোটি টাকা লুটপাটের অভিযোগ
২২ জুলাই ২০২৩, ০৮:১১ পিএম | আপডেট: ২৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরার অধীন প্রাথমিক বিদ্যালয়র ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য আউট অব চিলড্রন এডুকেশন প্রাগ্রাম নামে একটি প্রকল্প গ্রহণ করে সরকার। এই প্রকল্পটিতে মাদারীপুরর শিবচর শিক্ষক নিয়োগ, ঝরেপড়া শিক্ষার্থীর তালিকা ও নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতন না দেয়াসহ ব্যাপক অনিয়মের অভিযাগ উঠেছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা নারী বিকাশ কেন্দ্রের বিরুদ্ধে। মাদারীপুরর শিবচর উপজলায় ৭০টি ক্ষুদ্র উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে মাধ্যম ঝরেপড়া শিক্ষার্থীদের পাঠদানের জন্য চুক্তিবদ্ধ হয় নারী বিকাশ কেন্দ্র নামে একটি এনজিও। প্রতিটি কেন্দ্রে একজন করে শিক্ষক নিয়োগ দেয়া হয়। প্রকল্পের মেয়াদ ১১ মাস অতিবাহিত হলেও বাস্তবে কোথাও পাঠদান করেনি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা. অভিযোগ উঠেছে, কথিত রিসোর্স পার্সন, ট্রেইনার, কর্মকর্তা নিয়োগ, মাস্টার রোলের ভুয়া ভাউচার দাখিলসহ প্রকল্পের সমুদয় অর্থ আত্মসাৎ করেছে এনজিওটি। প্রতিটি কেন্দ্রে ৩ হাজার টাকা বাজেটের মধ্যে একটি ফ্যান, টিউবলাইট, পানির জার, স্টিলের ট্রাংক, সাইনবার্ড, হাতলওয়ালা চেয়ার, টুল, শিক্ষার্থীদের আইডিকার্ড, টিচিং এইডস এবং গেমস উপকরণ দেয়ার কথা থাকলেও এসব কিছুই করা হয়নি। ঝড়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষাদানের নামে কোটি টাকা লুটপাট করা হয়েছে। মাদারীপুর জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদশ সরকারের এডিপি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরেপড়া শিক্ষার্থীদের পাঠদানের জন্য নারী বিকাশ কেন্দ্র নামে একটি এনজিও অনুমতি পায়। ৪২ মাস মেয়াদী এই প্রকল্প। শুরুতেই ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। প্রকল্পের শুরুতেই কেন্দ্র নির্মাণ, আসবাবপত্র ও উপকরণ সরবরাহর জন্য বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যম দরপত্র আহ্বান করার কথা থাকলেও মানা হয়নি এই নিয়ম। ঘর নির্মাণ না করা ও উপকরণ সামগ্রী ক্রয় না করা অফিস হাফিজা দেন দেন রেজুলেশনের মাধ্যম মাটা অংকর টাকা আত্মসাৎ করন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। শিক্ষকদের বেতনভাতাসহ বিভিন খাতের প্রায় ৫ কোটি টাকা তুলে নিয়েছে দায়িত্বপ্রাপ্ত এনজিওটি। অথচ শুরু থেকে গত ১১ মাসর বেতন ভাতা পায়নি কোনো শিক্ষক। এ নিয়ে খোদ কর্মীদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক অসন্তোষ। আবু মুসা, খান রুবেলসহ শিবচরের বন্দরখোলা গ্রামের কয়েকজন জানান, কাগজ-কলমে ছাত্রছাত্রী দেখালেও কোনদিন কেন্দ্র খোলা হয়নি। তাদের কর্মকা- চোখে পড়েনি। মূলত সরকারর টাকাগুলো লুটপাট ছাড়া কোন কাজ হয়নি এ প্রকল্পে। রথি নামে এক শিক্ষিকা জানান, আমরা এখন পর্যন্ত কোন বেতন ভাতা পায়নি কিভাবে সংসার চালাবো। তবে এ বিষয়ে মাদারীপুর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরা’র সহকারী পরিচালক শুভ বনিক জানান, ‘একজনের পক্ষে সকল জায়গায় যাওয়া সম্ভব হয় না। ছোটখাটো কিছু অনিয়ম আছে। বিল প্রদানর ক্ষেত্রে উপজেলা মনিটরিং কমিটি সুপারিশ করার পর আমরা বিল প্রদান করেছি। এরপরও যদি কোন অনিয়ম হয় থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করছেন অভিযুক্ত এনজিও নারী বিকাশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নাছিমা খাতুন। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম বলেন, বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আনা হবে এবং আইনগত পদক্ষপ নেয়া হবে বলেও জানান তিনি।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা