মির্জাপুরে ঝিনাই নদীতে ভাঙন
২২ জুলাই ২০২৩, ০৮:১৮ পিএম | আপডেট: ২৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
টাঙ্গাইলের মির্জাপুরে ঝিনাই নদীর ভাঙনে ফতেপুর ইউনিয়নের ফতেপুর বাজারের এক তৃতীয়াংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া বাজার সংলগ্ন এলাকার পালপাড়ায় কমপক্ষে ১৫টি বাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে।
গৃহহারা পরিবারগুলো বর্তমানে মানবেতর জীবন যাপন করছে। তবে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, গত ২০ জুন ওই এলাকায় ঝিনাই নদীর ভাঙন শুরু হয়। এই ভাঙনে ফতেপুর বাজার সংলগ্ন পালপাড়ার ১৫টি বাড়ি ঝিনাই নদীর গর্ভে বিলীন হয়ে যায়। এর তিনদিন পর বাজরের পূর্ব অংশে ব্যাপক ভাঙন শুরু হয়। এই ভাঙনে বাজারের অন্তত ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে চলে যায়। ঝিনাই নদীর এই ভাঙনে কুর্নি-ফতেপুর পাকা সড়কটির এক টাকার বাজার নামক স্থানে বেশ কিছু অংশ ভেঙে যায়। ফলে উপজেলা সদরের সাথে ভাঙন কবলিত এলাকার উত্তরাংশের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই অংশের লোকজন বিকল্প হিলড়া-আদাবড়ি সড়ক দিয়ে চলাচল করছেন বলে জানা গেছে। এই সর্বস্ব হারানো লোকজন এখন পর্যন্ত সরকারি কোন আর্থিক সহায়তা পাননি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং পরিবারগুলো এখন মানবেতর জীপন যাপন করছে। ফতেপুর বাজারের মিষ্টির দোকানদার গোবিন্দ চন্দ্র পাল বলেন, এই সর্বনাশা ভাঙনে মাত্র ৫ মিনিটের মধ্যে তার দোকান ও বাড়ি দুটোই নদী গর্ভে চলে গেছে। একদিকে দোকান ভাঙন আরেকদিকে বাড়ি, কোনটিরই শেষ রক্ষা করতে পারনি। পালপাড়া সংলগ্ন সৌদি প্রবাসী শফিকুল ইসলাম বলেন, তার সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে বাড়িটি নির্মাণ করেন। মুহূর্তের মধ্যে ঝিনাই নদীতে চলে গেল। নদী ভাঙনে গৃহহারা পালপাড়ার জিতেন পাল বলেন, তার ছোট একটি ছাপড়া ছাড়া বাড়ির পুরো অংশই ঝিনাই নদীতে চলে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের একাধিক কর্মকর্তা ওই ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে আসেন। তারা বাজারের পূর্ব পাশের ৫০ মিটার এলাকায় ভাঙন রোধে জিওব্যাগ ফেলার ব্যবস্থা করেছেন। জিওব্যাগ ফেলা কার্যক্রম শুরু হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সিরাজুল ইসলাম ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে পুরো ভাঙন এলাকায় জিওব্যাগ ব্যবস্থা করেছেন। জিওব্যাগ ফেলা কার্যক্রম চলছে। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সিরাজুল ইসলাম ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে পুরো ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন বলেন, ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশ দেয়া হয়েছে। তালিকা পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় সংসদ সদস্য সদস্য খান আহমেদ শুভ ফতেপুরের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি ভাঙনের ফলে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও ভাঙন প্রতিরোধে দ্রত ব্যবস্থা নেয়া হবে বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেন।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা