পঞ্চগড়ে এডিপির প্রকল্পে অনিয়মের অভিযোগ
৩১ জুলাই ২০২৩, ০৯:০৪ পিএম | আপডেট: ০১ আগস্ট ২০২৩, ১২:০৪ এএম
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বার্ষিক ও রাজস্ব উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ভুয়া প্রকল্প গ্রহণ, ভুয়া সভাপতি, কোনো কাজ না করলেও পুরো বিল উত্তোলনের অভিযোগ উঠেছে দফতরটির বিরুদ্ধে। উন্নয়নের নামে বরাদ্দকৃত টাকা নয়-ছয় অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও যেন দেখার কেউ নেই।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আটোয়ারী উপজেলা প্রকৌশলীর দেয়া তথ্য মতে, ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক ও রাজস্ব উন্নয়ন সহায়তা খাতের জন্য ৪০টি স্ক্রীমে প্রায় ৮২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে দরপত্রের মাধ্যমে ২৫টি স্ক্রীমের জন্য ৪টি দরপত্রের মাধ্যমে প্রায় ৬০ লাখ এবং প্রকল্প সভাপতির মাধ্যমে ১৫টি প্রকল্পে ২২ লাখ ১৯ হাজার টাকা। এই প্রকল্পের তালিকায় দেড় লাখ টাকা ব্যয়ে বলরামপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে কৃষি কাজের সুবিধার্থে আরসিসি রিংপাইপ সরবরাহ ও স্থাপন করার কথা কিন্তু বাস্তবায়ন না করে বিল উত্তোলন করা হয়েছে। তবে প্রকল্প সভাপতি জবা রানী জানেন না তার নামে প্রকল্প নেয়া হয়েছে। এদিকে দুই লাখ টাকা ব্যয়ে আটোয়ারী আদর্শ মহিলা কলেজে আসবাবপত্র মেরামতকরণ প্রকল্প নেয়া হয়। কিন্তু কোন কাজ না করেই বিল উত্তোলন করা হয়েছে। কলেজর অধ্যক্ষ আব্দুল মান্নান বলেছেন, তাকে ৪২ হাজার টাকা দিয়েছেন ইউএনও অফিসের সুজন। সেটা দিয়ে কিছু আসবাবপত্র কিনেছেন। প্রকল্পের সভাপতি রাধানগর ইউনিয়নের ইউপি সদস্য হাফিজা বেগম বলেন, প্রকল্প সম্পর্কে জানি না, তবে ইউএনও অফিসের সুজন ও এলজিইডি অফিসের বেলাল ডেকে স্বাক্ষর নিয়েছিল। তোড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য দেলোয়ার হোসেন মুক্তার নামে ২ লাখ টাকা ব্যয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরীব অসহায় পরিবারের মাঝে নলকূপ সরবরাহ ও গোড়া পাকাকরণ এবং দের লাখ টাকা ব্যয়ে রাস্তার পানিবদ্ধতা দূরীকরণের জন্য এক ফুট ডায়া বিশিষ্ট রিংপাইপ সরবরাহকরণ। কিন্তু ইউপি সদস্য জানেন না তার নামে প্রকল্প নেয়া হয়েছে। পরে তিনি তার বাবা এনামুল হককে ফোন দিয়ে জানেন তার নামে দুইটা প্রকল্প নেয়া হয়েছে।
উপজেলার একাত্তর আশ্রায়ন প্রকল্পের পুকুরপাড়ে মাটি ভরাট ও প্যালাসাইডিং করার জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। প্রকল্পের সভাপতি ইউপি সদস্য পশিরুল ইসলাম। প্যালাসাইডিং করা না হলেও পুকুরে কিছু মাটি ভরাট করা হয়েছে কিন্তু সভাপতি পশিরুল ইসলাম বলতে পারেননা সেটা কোন প্রকল্পের মাটি কারন, তার নামে আরো ২০২২-২৩ অর্থ বছরের জেলা প্রশাসকের টিআর বরাদ্দ আছে ১ লাখ ৬০ হাজার টাকা ঐ পুকুরটি খনন, সৌন্দর্য বর্ধন করার জন্য। ইউপি সদস্য পশিরুল ইসলাম বলেন, কি প্রকল্প, কি কাজ জানি না। উপজেলা নির্বাহী স্যারের সাথে ঘুরেন অফিসের সুজন, সে স্বাক্ষর চেয়েছেন, চেয়ারম্যানকে অবহিত করে স্বাক্ষর দিয়েছি। উপজেলা প্রকৌশলী মো. ফয়সাল জানান, কাজ চলমান রয়েছে, টাকা উত্তোলন করে বিডি করে রাখা হয়েছে। কাজ শেষ হওয়ার পর টাকা তুলতে পারবেন। প্রকল্প সভাপতি না জানার বিষয়টি চেয়ারম্যানরা বলতে পারবেন বলে জানান তিনি।
উপজেলা চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম জানান, প্রকৌশলীর সাথে যোগাযোগ করেন, তারাই কাজ বাস্তবায়ন করেন।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
আরেকটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া
রাজনীতি ও রাষ্ট্রাচার ব্যবসায়িক পণ্যে পরিণত হয়েছে : সেলিম উদ্দিন
ভারতে ঢুকে পড়েছে এইচএমপিভি
আন্তর্জাতিক আইকিউ টেস্টে দ্বিতীয় ইরান
গণঅধিকার পরিষদের ফারুকের ওপর হামলা : দুই আসামির জামিন
লেনদেন ও সূচকের উত্থান পুঁজিবাজারে চাঙাভাব
খালেদা জিয়ার নাইকো মামলায় ৩২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ
পাবনায় শীর্ষ সন্ত্রাসী কাঙ্গাল বাবু গ্রেপ্তার
১৫ হাজার পিচ ইয়াবার মামলায় প্রবাসীর যাবজ্জীবন কারাদণ্ড
হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে : মাহমুদুর রহমান
বৃদ্ধাশ্রমের বাবা মায়ের পাশে জেলা প্রশাসন সব সময় আছে এবং থাকবে
তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ের দিন প্রশ্নবিদ্ধ এনামুল
বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের সহযোগিতা চান পরিবেশ উপদেষ্টা
গাজীপুরে বিএনপির বিক্ষোভ
সোনারগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ
র্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি শেকৃবি ভিসির
অংশীজনদের সঙ্গে আজ বসছেন অর্থ উপদেষ্টা
কোম্পানীগঞ্জের ইউএনওর নাম্বার ক্লোন করে শিক্ষকের কাছে টাকা দাবি
সমস্যাগ্রস্ত ৬ ব্যাংকের নিরীক্ষায় ২ বিদেশি প্রতিষ্ঠানকে নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক
অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত