রেল টিকিট কালোবাজারীরা বেপরোয়া : সান্তাহারে আটক ২
২৬ আগস্ট ২০২৩, ০৮:৩৪ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
উত্তরাঞ্চলের বৃহত্তম সান্তাহার রেল জংশন স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি বন্ধ হচ্ছে না কোনক্রমে। স্থানীয় ট্রেনের টিকিট কালোবাজারী চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে সান্তাহার জংশন স্টেশনে বিভিন্ন ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি করে আসছে। ফলে টিকিট নিয়ে যাত্রী সাধারণ চরম দুর্ভোগে পরছে। বিশেষ করে ইন্টোরনেটের মাধ্যমে ট্রেনের টিকিট অল্পসময়ের শেষ হয়ে যায়। টিকিট কারোবাজারীরা ইন্টারনেট ব্যবসায়াদের নিকট থেকে এবং বিবিন্ন মাধমে টিকিট সংগ্রহ করে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। সর্বসাধারণ ট্রেনের টিকিট না পেয়ে চরম দুর্ভোগে পরছে বলে ভুক্তভোগী অনেকে জানিয়েছেন। যাত্রীরা টিকিট কাউন্টোরে শতভাগ টিকিট রেলের নিজস্ব কাউন্টারে বিক্রির জন্য রেলওয়ের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।
জানা যায়, ট্রেনযাত্রীদের সুবিধা এবং সেবার মান বাড়াতে সহজেই টিকিট প্রাপ্তির লক্ষ্যে রেল কর্তৃপক্ষ রেলের নিজস্ব কাউন্টারের পাশাপাশি ইন্টারনেটের মধ্যমে টিকিট বিক্রির ঘোষণা দেয়। ফলে শুরু হয় ইন্টারনেটের মাধ্যমে টিকিট বিক্রি। এতে সাধারণ যাত্রীরা ইন্টারনেটের দোকানে টিকিট নিতে গিয়ে নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। নেট ব্যবসায়ীরা প্রতিটি টিকিট নির্ধরিত মূল্যের চেয়ে অতিরিক্ত হারে টিকিটের মূল্য নিচ্ছেন। এছাড়াও কালোবাজারীরা স্টেশন এলাকায় দ্বিগুন দামে টিকিট বিক্রি করছে। ভুক্তভোগীরা জানান, সান্তাহার জংশন স্টেশন থেকে ঢাকার টিকিটের মূল্য মাত্র ৩৬০ টাকা, সেই টিকিট ৬/৭শ’ টাকা নিচ্ছেন। এসব দেখা বা তদারকি করার কেউ না থাকায় বেপরোয়া হয়ে ইচ্ছে মতো দাম নিচ্ছেন ট্রেনের টিকিটের। ট্রেনের ভ্রমণ টিকিেিট যাত্রীদের ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে টিকিট নিতে হবে এ সিদ্ধান্ত বাধ্যতামূলক করা হলে ও একজনের ভোটার আইডি কার্ডের নম্বর দিয়ে টিকিট বের করে চড়া দামে বিক্রি করছে বলে ভুক্তভুগি যাত্রীসাধারনরা জানান। সান্তাহার জংশন শহরের কতিপয় নেট ব্যবসায়ীরা সান্তাহার থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের ৩৬০ টাকার একটি টিকিটে ৬/৭শ’ টাকা নিচ্ছেন। নাম না জাননোর শর্তে সান্তাহার জংশন স্টেশনে ট্রেনর জন্য অপেক্ষামান নওগাঁর এক ট্রেনযাত্রী জানান, ট্রেনের টিকিটের নির্ধরিত মূল্যের ২শ’ টাকা বেশি দিয়ে নিতে হয়।
এছাড়াও রানীনগরের এক ট্রেনযাত্রী জানান, যশোহরের দু’টি টিকিট নিধার্রিত মূল্যের চেয়ে ৪শ’ টাকা বেশি দিয়ে নিতে হয়েছে। এসব দেখা বা তদারকি করার কেহ না থাকায় বেপরোয়া হয়ে ওঠেছে কালোবাজারীরা। সান্তাহার রেল থানা পুলিশ ও নিরাপত্তা বাহিনী মাঝে মধ্যে স্থানীয় টিকিট কালোবাজারী চক্রের চুনুপুটি সদস্যদের গ্রেফতার করা হলেও রহস্যজনক কারণে মুলহোতারা ধরাছোয়ার বাইরে রয়েছে। এদিকে ২০ আগস্ট স্থানীয় নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার সদস্যরা সুমন নামে একজনকে এবং ২১ আগস্ট রেলওয়ে থানা পুলিশ সালম নামে এক টিকিট কালোবাজারীকে গ্রেফতার করেছে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধীদলীয় নেতার
দাবানল থেকে পালিয়ে আসার ‘নারকীয় অভিজ্ঞতা’ লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের
হামাসের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে গাজায় চার ইসরাইলি সেনা নিহত
শতাধিক পণ্য ও সেবায় সরকার ভ্যাট বাড়ানোর পথ বেছে নিলো কেন
আজ বায়ুদূষণের শীর্ষে ঘানার আক্রা, ঢাকার অবস্থান তৃতীয়
ডাকসু নির্বাচন : ছাত্রদলের সঙ্গে শিবির-বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি অবস্থান
লন্ডনে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার দ্রুতই উন্নতি
এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’
এবার মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার
ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা বাড়ছে
আজ গরম চা দিবস
এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল
গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা
জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন
তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে
লস অ্যাঞ্জেলেসে দাবানল, আগুনের বিরুদ্ধে দমকল বাহিনীর মরিয়া লড়াই
হাসিনাকে যে কারণে বাংলাদেশের কাছে হস্তান্তর করতেই হবে ভারতকে: তুর্কি গণমাধ্যমের বিশ্লেষণ
সিরিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনায় সউদী আরবে বৈঠক
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২, মানবিক সংকট চরমে
চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত