পদ্মার ভাঙন রোধে দুই বছরেও নির্মাণ হয়নি বাঁধ
২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১২ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬ এএম
জেলার টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড়-মূলচর অংশে পদ্মা নদীর ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণ না করায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। কয়েক দফা জিওব্যাগ ফেলেও ভাঙন রোধ করা যাচ্ছে না। প্রমত্তা পদ্মার অব্যাহত ভাঙনে প্রতি বছর বাড়ি-ঘর দোকানপাট ও ফসলি জমি, নদীগর্ভে বিলীন হচ্ছে। চলতি বর্ষা মৌসুমে আবার ভাঙন দেখা দিয়েছে দিঘীরপাড় বাজার এবং মূলচর এলাকায়। আতংকগ্রস্ত হয়ে পরেছে বাজারের দোকানদার এবং মূলচর গ্রামের নদী তীরবর্তী বাসীন্দারা। দিঘীরপাড় বাজার এলাকায় ২ কিলোমিটার বাঁধ নির্মাণ করার জন্য ২টি প্রকল্পে ৩১ কোটি টাকার বরাদ্দ হয়ছে। আগামী শুস্ক মৌসুমে এর মূল কাজ শুরু হবে। বিভিন্ন কারণে ঠিকাদার কাজ বন্ধ রাখায় সময়মতো কাজ শেষ না হওয়ায় প্রকল্পের সুবিধা পাওয়া যায় না। গত দুই বছরেও নির্মাণ হয়নি স্থায়ী বাঁধ।
চলতি বর্ষা মৌসুমে পদ্মা নদীর স্রোত তীব্র হওয়ায় এবং গত কয়েকদিনে ভারী বৃষ্টি হওয়ায় দিঘীরপাড়-মূলচর এলাকায় আবারো ভাঙন দেখা দিয়েছে। গত এক মাসে বাজারের খেয়াঘাট এলাকা এবং মূলচর ভাঙতে শুরু করেছে। নদী ভাঙন অব্যাহত থাকলে মূলচর গ্রামের ব্যাপক অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাবার শঙ্কা রয়েছে। মূলচর গ্রামের মো. ইকবাল খাঁন ভারাক্রান্ত মনে জানান, পদ্মার তিন দফা ভাঙনের মুখে পরে বাপ-দাদার ভিটে মাটি ছেড়ে অন্যের দয়ায় এখন থাকছি। গত ২৫ বছরে পদ্মার ভাঙনে কয়েক কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রথম বার ভাঙনে রাজাবাজার দিঘীরপাড়ে বাড়ি নির্মাণ করি। পরে আরো দুই বারের ভাঙনে সব হারিয়ে মূলচরে অন্যের দয়ায় ঘর তুলে থাকছি। সব সময় আতংকে থাকি কখন এ বাড়িটিও ভেঙে যায়। ভেষনালের ইউনুছ হাওলাদার বলেন, নদী ছিল দুই কিলোমিটার দূরে রাক্ষুশি পদ্মা কেড়ে নিল বাপ দাদার ভিটি। সব হারিয়ে ভেষনালে বাড়ি করি।
সরেজমিনে পদ্মার তীরে দেখা যায়, সমিল মালিক মোস্তফা খাঁ নিজ উদ্যেগে নদীতে বালুর বস্তা ফেলে স মিল রক্ষার চেষ্টা করছে। ভাঙন রোধে নদীতে ফেলা জিওব্যাগ পানির ঘূর্ণিতে সরে গিয়ে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নদীপাড়ে পানির গভীরতা প্রায় ৬০ ফুট। পদ্মার ভাঙন ব্যতিক্রমি ৩০/৪০ ফুট নিচ থেকে মাটি সরে গিয়ে নদী ভাঙছে। শুস্ক মৌসুমে স্থায়ী বাঁধ নির্মাণ কাজ না করলে তা কোন কাজে আসে না।
দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান মো. আরিফ উল ইসলাম বলেন, দিঘীরপাড় বাজার ও মূলচর এলাকা নদী ভাঙন রোধে কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ডের টংগিবাড়ি উপজেলার সহকারি প্রকৌশলী সুব্রত দাস জানান, ৫টি প্যাকেজে গত দুই অর্থ বছরে দেড় কোটি টাকা ব্যয়ে অস্থায়ী প্রতিরক্ষা প্রকল্পে জিওব্যাগ ফেলা হয়েছে। দিঘীরপাড় বাজার ও মূলচর এলাকা নদী ভাঙন রোধে দুই কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ৩১ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
উপ-বিভাগীয় প্রকৌশলী রাকিবউদিদ্দন ইসলাম জানান, পানি উন্নয়ন বোর্ড প্রায় ৪শ’ ৭৮ কোটি টাকা ব্যয়ে গাওদিয়া থেকে শুরু করে হাসাইল বানরী হয়ে দিঘীরপার বাজার পর্যন্ত ৯.৭২ কিলোমিটার এলাকায় ভাঙন রোধে বিভিন্ন স্থানে বাধ নির্মাণ করা হচ্ছে। দিঘীরপাড় বাজার ভাঙরোধে জিও ব্যাগ ফেলানো হচ্ছে। ইতোপূর্বে বিভিন্নস্থানে স্থানে জিওব্যাগ ফেলে ভাঙনরোধের চেষ্টা সফল হয়নি। নদী ভাঙনে ভূক্তভোগীদের অভিমত স্থানে স্থানে বাঁধ দিলে তা কোন কাজে আসে না। পদ্মার ভাঙন চরিত্রে দেখা যায় নদীর স্রোত বাধা পেয়ে দিক পরিবর্তন করে ভেতরে ঢুকে পরায় ভাঙন রোধ করা যায়নি।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
সদর থানার ওসিকে ২৪ ঘন্টার মধ্যে অপসারণ না করলে কেএমপি সদর দপ্তর ঘেরাও
অগ্রাধিকার ভিত্তিতে হাসিনার গণহত্যা মামলার দ্রুত তদন্ত চলছে
ফুলেল শুভেচ্ছায় সিক্ত পূর্বদিকের সহকারি সম্পাদক রেদোয়ান
বেক্সিমকোর শ্রমিকদের নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ
শীতের চাদরে ঢাকা সুন্দরগঞ্জের জনজীবন বিপর্যস্ত
কুয়েট পরিদর্শন করলেন বিআইটি, খুলনার প্রথম ডাইরেক্টর প্রফেসর এম এ হান্নান
তানজিদ ঝড়ে উড়ে গেল চট্টগ্রাম
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশের দাবি সাংবাদিকদের
বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
ফ্যাসিবাদ আর যেন না আসে সে শপথ ও অঙ্গিকার নিয়ে মাঠে নেমেছি : এ্যানি
শ্যামনগরে পাইপগান,ককটেল ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক দুই
নির্বাচন নিয়ে খেলাফত মজলিসের সঙ্গে বিএনপির বৈঠক
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব
তারুণ্যের উৎসব উপলক্ষে পিরোজপুরে সাইকেল র্যালি
আসিফ নজরুলের আশ্বাসে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুকদের আন্দোলন স্থগিত
চাঁদপুর মেঘনায় অবৈধ বালুবহনকারী দুটি বাল্কডেসহ আটক ৮
ভিক্ষা না করার শপথ দিলেন ১৫ জন ভিক্ষুক
কুলাউড়ায় মাটি পাচারকালে ৩ ট্রাক আটক মুলহোতা ধরাছোঁয়ার বাইরে
কুমিল্লায় নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি
আটঘরিয়ায় স্কাউট ৯ম ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত