শেরপুরের বিনোদন কেন্দ্রগুলো থেকে সরকার রাজস্ববঞ্চিত

গারো পাহাড়ের বিভিন্ন পর্যটন কেন্দ্রে নেই আবাসিক সুবিধা

Daily Inqilab এস. কে. সাত্তার, ঝিনাইগাতী (শেরপুর) থেকে

২৯ জানুয়ারি ২০২৪, ১১:৩৭ এএম | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪, ১১:৩৭ এএম

আবাসিক সুবিধা না থাকায় সরকার শেরপুর গারো পাহাড়ের বিভিন্ন পর্যটন কেন্দ্র থেকে বছরে কোটি কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। ভারত সীমান্তে শেরপুর জেলার গারো পাহাড়ে অত্যন্ত লাভজনক পর্যটনখাত আবাসিক সুবিধার অভাবে অলাভজনক খাতে পরিণত হচ্ছে। এখানে রয়েছে আকর্ষণীয় ও দর্শনীয় ‘অবকাশ পর্যটন কেন্দ্র’, ‘মধূটিলা ইকোপার্ক’, ’তাড়ানি’, ‘রাজার পাহাড়’, ‘অর্কিড’ ও ‘জিএস রাবার বাগান’সহ বেশ কয়েকটি পর্যটনকেন্দ্র এবং ‘নাকুগাঁও স্থল বন্দর’। অথচ নেই কোন আবাসিক সুবিধা। ফলে মাত্র ১ দিনের জন্য আসতে হয় পর্যটকদের। অথচ হোটেল, মোটেল ও রিসোর্ট থাকলে বেশি সময়ের জন্য আসতে পারতেন পর্যটকরা। লাভজনক হতো এখানকার পর্যটনখাত। খাবার, যোগাযোগ ও পরিবহন সুবিধাসহ সকল ব্যবস্থা থাকলেও জেলা শহর ব্যতিত রাতযাপনের সুব্যবস্থার অভাবে পর্যটকদের পড়তে হচ্ছে চরম বিপাকে। তাছাড়া নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারত যাতায়াত সুবিধা ও খুব একটা কাজে আসছে না।
এ বিষয়ে শতবর্ষী ডা. আব্দুল বারী, আলহাজ গোলম মোস্তফা, আলহাজ শরীফ উদ্দিন সরকার, আলহাজ সরোয়ার্দী দুদু মন্ডলসহ প্রবীণ ব্যক্তিগণ বলেন, রিসোর্ট ও আবাসিক হোটেল মোটেল থাকলে পাল্টে যেতো পর্যটন কেন্দ্রগুলোর দৃশ্যপট। অত্যন্ত লাভজনক হতো এখানকার পর্যটনখাত। শুধু দেশেই নয়। দেশের বাইরের পর্যটকদের পদচারণায়ও মুখর থাকতো পর্যটন কেন্দ্রগুলো। এখানকার মনমুগ্ধকর শাল গজারির বন, উঁচু-নিচু পাহাড়ি টিলা. বৃক্ষরাজি ও জীববৈচিত্র্য দেখতে মানুষ হুমরি খেয়ে পড়তো। বসবাসরত ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের নিজস্ব ভাষা-সংস্কৃতি, কৃষ্টিকালচার, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি দেখতে কার না মণ চায়?
প্রসঙ্গত, এই নয়নাভিরাম সৌন্দর্য উপভোগে তিন দশক আগে গড়ে তোলা হয় ‘গজনী অবকাশ পর্যটনকেন্দ্র’। তৎকালীন জেলা প্রশাসক ও সংসদ সদস্য মরহুম ডা. সেরজুল হক ১৯৯৩ সালে মেঘালয় সীমান্তঘেঁষা গজনীতে ৯০ একরজুড়ে ‘গজনী অবকাশ কেন্দ্র’ গড়ে তুলেন। এই পর্যটন কেন্দ্রই দেশজুড়ে শেরপুর জেলা তথা গারো পাহাড়ের পরিচিতি পেয়েছে। ‘অবকাশ পর্যটন কেন্দ্র’ গড়ে ওঠায় দেশ-বিদেশের পর্যটকদের শীত মৌসুমে অপরুপ সৌন্দর্যের লীলাভূমি দেখতে অগন্তুকদের ঢল নামে গজনী অবকাশ পর্যটনসহ অপরাপর বিনোদন কেন্দ্রগুলোতে। বন বিভাগও গড়ে তোলেছে ‘মধুটিলা ইকোপার্ক’। চমৎকার পিচঢালা সীমান্ত সড়ক পর্যটনে বিরাট ভূমিকা রাখলেও শুধু আবাসন সংকটের কারণে কোন কাজেই আসছে না। পর্যটন কেন্দ্রকে আরো আকর্ষনীয় করতে ‘গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে’ ঝুলন্ত ব্রিজ, ক্যাবলকার ও জিপলাইনিংসহ বেশ ক’টি নতুন রাইড স্থাপনে পর্যটকদের মন কাড়ছে বেশি। মাত্র ১ দিনের পদচারণায়ই মুখর হয়ে উঠছে গজনী অবকাশ পর্যটন কেন্দ্রসহ অপরাপর দর্শনীয় স্থানগুলো। ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের কৃষ্টি কালচার সংস্কৃতি পাহাড়ি জীবন প্রণালি ও জীববৈচিত্র উপভোগে অগন্তুকরা মাতোয়ারা হয়ে পড়ছে। কিন্তুু ২/৪ দিন ভ্রমণের সুযোগ নেই দর্শনার্থীদের অবাসিক সমস্যার কারণে। ফলে ১দিনেই ফিরতে হয় অগন্তুকদের। পর্যটক নিরাপত্তায় রয়েছে অতিরিক্ত দায়িত্বে থানা পুলিশ ও বিজিবি। কিন্তু টুরিস্ট পুলিশের দাবি এলাকারবাসীর।
পর্যটকরা জানান, আবাসিক ব্যবস্থা না থাকায় সন্ধ্যার আগেই আমাদের চলে যেতে হয়। ফলে পাহাড়িদের জীবন-মান, সংস্কৃতি, কৃষ্টি কালচার ও সৌন্দর্য উপভোগ, সাংস্কৃতিক বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। অবকাশ পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, অবাসিক ব্যবস্থা থাকলে ৫/৭ দিনের জন্যও পর্যটক এসে এসব পর্যটন কেন্দ্রের সৌন্দর্য উপভোগ করতে পারতেন।

দেওয়ানগঞ্জ থেকে স্বস্ত্রীক আসা পর্যটক মাসুদসহ বেশ ক’জন দর্শনার্থী বলেন, এখানে এতোগুলো মনমুগ্ধকর দর্শণীয় স্থান। অথচ আবাসন ব্যবস্থা নেই। সল্প সময়ে সব স্পটতো দেখা অসম্ভব। তাই ফিরে যেতে হয় সন্ধ্যার আগেই। রাতে বন্ধুরা মিলে ফুর্তি করার মজাইতো আলাদা। আবাসিক সমস্যায় আনন্দ থেকে বঞ্চিত হচ্ছি আমরা। প্রসঙ্গত, সাবেক জেলা প্রশাসকের অন্তরিকতায় ভ্রমণপিপাসু টানতে অনেক উন্নয়নও হয়েছে। আবাসনের জন্য রাংটিয়াতে মোটেল স্থাপন ও টুরিস্ট পুলিশের ব্যবস্থায় জেলা প্রশাসক মন্ত্রণালয়ে যোগাযোগও রেখেছেন। এখানকার পর্যটনকে এগিয়ে নিতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও ট্যুরিজম বোর্ডও উদ্যোগ নিচ্ছিল। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ও কমিউনিটি ট্যুরিজমে গুরুত্বে স্থানীয়দের প্রশিক্ষণ কর্মশালাও হয়েছিল। বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেনের নেতৃত্বে পর্যটন কর্পোরেশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পর্যটন কেন্দ্রগুলো পরিদর্শনও করেছেন। সচিব মোকাম্মেল হোসেন পর্যটন কেন্দ্রগুলোর আধুনিকায়ন ও উন্নয়নে সরকারি পদক্ষেপের কথাও বলেছেন। দ্রুত সময়ে আধুনিকমানের পর্যটন মোটেল নির্মাণ করতে পর্যটন বিকাশে জেলা প্রশাসন ৫ একর জমির সম্ভাব্যতা যাচাই ও পরিদর্শনও করেছেন। বরাদ্দ পেলেই হয়তোবা কাজ হবে। নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের ও ব্যবস্থা করা হবে।

এ প্রসঙ্গে ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া দৈনিক ইনকিলাবকে বলেন, ‘সরকারের উচ্চ পর্যায়ের সবাই এ ব্যাপারে আন্তরিক। শেরপুর জেলা প্রশাসক মহোদয়ের অন্তরিকতায় ভ্রমণপিপাসু টানতে ইতোমধ্যেই অনেক উন্নয়নও হয়েছে। আবাসনের জন্য রাংটিয়াতে মোটেল স্থাপন ও টুরিস্ট পুলিশের ব্যবস্থায় জেলা প্রশাসক মহোদয় মন্ত্রণালয়ে যোগাযোগ করে চলেছেন। আশা করছি উচ্চ পর্যায় থেকেই এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত দেবেন।’


বিভাগ : অভ্যন্তরীণ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইউনাইটেডের আরও এক লজ্জার রাত

ইউনাইটেডের আরও এক লজ্জার রাত

গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিরিজ নিশ্চিতের অভিযানে শান্ত-হৃদয়রা

সিরিজ নিশ্চিতের অভিযানে শান্ত-হৃদয়রা

খুলনায় কাটলো তাপদাহ, নামলো বৃষ্টি

খুলনায় কাটলো তাপদাহ, নামলো বৃষ্টি

কুষ্টিয়ায় বিয়ের গাড়ি আটকে ভাঙচুর , আটক ৪

কুষ্টিয়ায় বিয়ের গাড়ি আটকে ভাঙচুর , আটক ৪

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড মীরসরাই

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড মীরসরাই

শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

নিজ কক্ষে মিললো আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ

নিজ কক্ষে মিললো আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ

বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু

বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু

মধুখালি ডুমাইনের পঞ্চপল্লীতে দুই সহোদর হাফেজ খুন,স্বজনরা উল্টো আতঙ্কে কেটে গেল ১৮ প্রহর

মধুখালি ডুমাইনের পঞ্চপল্লীতে দুই সহোদর হাফেজ খুন,স্বজনরা উল্টো আতঙ্কে কেটে গেল ১৮ প্রহর

প্রশ্ন : প্রভিডেন্ট ফান্ডের টাকা ঋণ নিয়ে হজ্জ করা প্রসঙ্গে।

প্রশ্ন : প্রভিডেন্ট ফান্ডের টাকা ঋণ নিয়ে হজ্জ করা প্রসঙ্গে।

আমেরিকা ও ইউরোপের বহিষ্কৃত ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ইরান

আমেরিকা ও ইউরোপের বহিষ্কৃত ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ইরান

একটানা ৩৭ দিন তাপপ্রবাহে অতিষ্ট চুয়াডাঙ্গাবাসীর ভাগ্যে অবশেষে মিললো স্বস্তির শিলা বৃষ্টি

একটানা ৩৭ দিন তাপপ্রবাহে অতিষ্ট চুয়াডাঙ্গাবাসীর ভাগ্যে অবশেষে মিললো স্বস্তির শিলা বৃষ্টি

বজ্রপাতে মাদারীপুরে পৃথক স্থানে দুই জন নিহত

বজ্রপাতে মাদারীপুরে পৃথক স্থানে দুই জন নিহত

শম্ভুগঞ্জ ইউসি উচ বিদ্যালয়র সভাপতি মোক্তার হোসেনর বিরুদ্ধ দূর্নীতির অভিযাগ: ছয় সদস্যের পদত্যাগ

শম্ভুগঞ্জ ইউসি উচ বিদ্যালয়র সভাপতি মোক্তার হোসেনর বিরুদ্ধ দূর্নীতির অভিযাগ: ছয় সদস্যের পদত্যাগ

সিলেটে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি : বাড়ছে বজ্রসহ বৃষ্টিপাতের পরিমান

সিলেটে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি : বাড়ছে বজ্রসহ বৃষ্টিপাতের পরিমান

অপহরণের ১৩ ঘণ্টা পর চুয়েট স্কুলছাত্র উদ্ধার

অপহরণের ১৩ ঘণ্টা পর চুয়েট স্কুলছাত্র উদ্ধার

বরগুনায় গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধে কর্মশালা

বরগুনায় গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধে কর্মশালা

গৌরনদীতে লোডশেডিং ও তীব্র গরমে কদর বেড়েছে হাতপাখার

গৌরনদীতে লোডশেডিং ও তীব্র গরমে কদর বেড়েছে হাতপাখার

নির্বাচনে প্রার্থীর পক্ষে টাকা বিতরণ করায় ৫০ হাজার টাকা জরিমানা

নির্বাচনে প্রার্থীর পক্ষে টাকা বিতরণ করায় ৫০ হাজার টাকা জরিমানা