রাস্তা বন্ধ করে দেয়ায় অবরুদ্ধ শেরপুরের চার শতাধিক মানুষ
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম

চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেয়ায় শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়ার বন্ধের বাড়ি এলাকার চার শতাধিক মানুষরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। এতে তারা চরম দুর্ভোগ পোহাচ্ছে। স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহজাহান আলী গংরা এ রাস্তা বন্ধ করে দিয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, প্রায় সাত বছর আগে এলাকার লোকজনের দেয়া জমিতে রাস্তা নির্মাণ করা হয়। এ রাস্তা দিয়ে চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া বন্ধেরবাড়ি এলাকার চার শতাধিক মানুষ চলাচল করে আসছে। মাঠের উৎপাদিত ফসল এ রাস্তা দিয়েই আনা নেয়া করে আসছিলো। বিভিন্ন বিদ্যায়ে ও মাদরাসার শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে আসছিলো। কিন্তু হঠাৎ করে গত ১৬ ডিসেম্বর ওই রাস্তার শুরুতেই দিকপাড়ার বাসিন্দা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহজাহান আলী গংরা রাস্তা বন্ধ করে দেয়। এতে বাধা দিলে এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের ভাড়া করে ওই রাস্তার ওপর ইটের দেয়াল নির্মান করে শাহজাহান আলী। এরপর থেকেই ওই এলাকার মানুষ বন্দিজীবন যাপন করে আসছে। প্রায় ৭ বছর আগে স্থানীয়দের দানকৃত জমি দিয়ে এলাকার সকলের সহযোগিতায় তৈরি করা প্রায় ৩ কিলোমিটার রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় এলাকার অন্তত একশ’ অবরুদ্ধ পরিবার অসহায় অবস্থায় দিনাতিপাত করছে।
সরেজমিনে দেখা যায়, গত বৃহস্পতিবার বিকেলে তাদের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন অবরুদ্ধ এলাকার লোকজন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের দিকপাড়ায় শেরপুর-জামালপুর মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় এলাকার লোকজন তাদের দুর্ভোগের বর্ণনা দেন।
ইউপি সদস্য হালিমা বেগম বলেন, আমরা এলাকার মানুষের দানের জমিতে এলাকার জনগন প্রায় তিন কিলোমিটার রাস্তা নির্মাণ করেছি। বিএস শাহজাহান গংরা মাস্তান ভাড়া করে এনে রাস্তাটি বন্ধ করায় দীর্ঘ ২ মাস ধরে আমরা গৃহবন্দি, বাড়ি থেকে কোথাও বের হতে পারছি না।
কৃষক কাশেম আলী বলেন, মাঠের ফসল আনতে পারছিনা। আমাদের ফসলগুলো নষ্ট হচ্ছে। থানা থেকে পুলিশ আইসা সরেজমিনে তদন্ত করলেও এখন পর্যন্ত তারা কোনো পদক্ষেপ নেননি। তাই নিরুপায় হয়ে মানববন্ধনে দাঁড়াতে বাধ্য হয়েছি।
মিজানুর রহমান বলেন, আমরাও চলাচল করবার পারতাছিনা। আমাগো শিশুরা স্কুলে যাবার পাইতাছেনা। আমরা রাস্তাডা খুইলা দেয়া হোক। হারুন অর রশীদ বলেন, আমরা অবিলম্বে চলাচলের রাস্তাটি খুলে দেওয়ার জন্য ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। শাহজাহান মাস্তান ভাড়া কইরা আমাগো হুমকি দিতাছে।
আমরা এসবের বিচার চাই।
এদিকে শাহজাহান আলী ও তার লোকজন পূর্বে রাস্তা দেয়ার কথা স্বীকার করে এখন আর দেয়া হবেনা বলে সাংবাদিকদের জানান। এ সময় সাংবাদিকদের কর্তব্য কাজে বাধা দেয়ারও চেষ্টা করেন তারা। শাহজাহান আলী বলেন, এটা আমার ক্রয়কৃত জমি আমি এখানে রাস্তা দিবো না।
এ প্রসঙ্গে শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক জানান, আমরা এ বিষয়ে অভিযোগে পেয়েছি। আমরা উভয় পক্ষকেই ডেকেছিলাম। আমরা চেষ্টা করছি বিষয়টি মিমাংশা করার জন্য। তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন

আমিরাতের উন্নয়নে বাংলাদেশিদের অবদানের প্রশংসা এবং সহযোগিতার আগ্রহ প্রকাশ

কৃষিপণ্য রপ্তানিতে ভাটা, উৎপাদন ব্যাহত হওয়ায় আরও কমে যাওয়ার আশঙ্কা

ব্রিফিংয়ে জয়সোয়াল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারতের উদ্বেগ!

আমদানি বৃদ্ধি ও শুল্ক কমানোর পণ্য তালিকা চূড়ান্ত হচ্ছে

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না: প্রেস উইং

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না: প্রেস উইং

চট্টগ্রাম বন্দর নিয়ে পতিত সরকারের করা চুক্তি স্থগিত করুন

কমলো উড়োজাহাজের তেলের দাম

লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষ, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ

আমরা কি নতুন কোনও যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? প্রশ্ন মেজর হাফিজের

মঙ্গলের মাটির তলায় তরল পানির সন্ধান

পুঁজিবাজারে আবারো বড় দরপতন

পুঁজিবাজারে দ্রুত কার্যকর পদক্ষেপ চান বিএমবিএ

ক্রিলিক একটি পরিপূর্ণ জ্ঞান ভান্ডারে পরিণত হবে -এলজিইডি’র প্রধান প্রকৌশলী

হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত নগদে প্রশাসক নিয়োগ অবৈধ

পুলিশ কোনো কিলার ফোর্স হতে পারে না : আইজিপি

হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়ে ছিল তারা এখন সংস্কারের তালিম দিচ্ছে : আমীর খসরু

সিএজি কার্যালয়ে বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন

পদ্মা সেতু দিয়ে কি নদীর ক্ষতি করছেন না, প্রশ্ন মৎস্য উপদেষ্টার

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের সাঁড়াশি অভিযান