নোয়াখালীতে ১২ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

Daily Inqilab এহসানুল আলম খসরু, নোয়াখালী থেকে

০৬ এপ্রিল ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ০৬ এপ্রিল ২০২৪, ১২:০৯ এএম

নোয়াখালীর সুবর্ণচর, চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতায় কয়েকটি নতুন রাস্তা পাকাকরণ কাজে ও পুরোনো সড়ক সংস্কার কাজে সিডিউল বহির্ভূতভাবে কাজ করাসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

এর মধ্যে রয়েছে, চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের এম হোসেন পাটেয়ারী মার্কেট থেকে ধর্মপুর প্রাথমিক বিদ্যালয় সড়ক। ধর্মপুর প্রাথমিক বিদ্যালয় থেকে চিল্লার দীঘির পাড় সড়ক। এখানে একটি প্যাকেজে পাঁচটি সড়কের ১ হাজার ৯৫৪ মিটার নতুন সড়ক পাকাকরণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, ১৯৫৪ মিটার নতুন সড়ক পাকাকরণের কাজের কার্যাদেশ পায়, মেসার্স রিয়া এন্ড স্বাদ ব্রাদার্স। এটি ঠিকাদার বাহার কোম্পানির মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ অনুযায়ী জিএনপি-৩ প্রকল্পের কাজটির প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৮৪ লাখ টাকা। কিন্ত রাস্তা নির্মাণে একেবারে নিম্নমানের ইট, ইটের খোয়া ও বালু ব্যবহার করা হয়েছে। এছাড়া সড়কে চারটি কালভার্ট নির্মাণেও একেবারে নিম্নমানের ইট ও অন্যান্য সামগ্রী দিয়ে ব্যবহার করা হয়। তবে ঠিকাদার বাহার কোম্পানি এ অভিযোগ নাকচ করেন।

অপর দিকে, সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমকি থেকে থানারহাট পর্যন্ত ২৯৭০ মিটার সড়ক সংস্কার কাজে একেবারে নিম্নমানের এজিন, ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। গ্রেটার নোয়াখালী প্রজেক্ট প্রকল্পের এ কাজটি করছে মেসার্স এমএন ট্রেডার্স। এর প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা। কাজটি বাস্তবায়ন করছে স্থানীয় ঠিকাদার মাহমুদুল হক রনি। ঠিকাদার রনি বলেন, দুটি গাড়ির ইটের খোয়া খারাপ ছিল। এরপর তারা ভালো সামগ্রী দিয়ে কাজ সম্পন্ন করেছে।

জেলার সুবর্ণচর উপজেলায় ৪টি নতুন সড়ক পাকাকরণে ও দুটি সড়ক সংস্কারে সিডিউল বহির্ভূতভাবে কাজ করার এবং ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

সংস্কার কাজ করা সড়কগুলো হচ্ছে, সুবর্ণচর উপজেলার থানার হাটের স্টিল ব্রিজ থেকে হাজীপুর সড়ক। এ সড়কটির ২ হাজার ৫০০ মিটার সড়ক সংস্কারে একেবারে নিম্নমানের এজিন, ইটের খোয়া ও বালু ব্যবহার করা হয়েছে। জিওবি ম্যানটেনেজ প্রকল্পের এ কাজটি করছে জেলার কোম্পানিগঞ্জে উপজেলার ঠিকাদার মো. মাওলা। তার ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম মেসার্স জননী এন্টারপ্রাইজ। এ প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা। ঠিকাদার মাওলা বলেন, একটি গাড়ির খোয়া ভুলে ইট ভাটা থেকে দেয়া হয়। এ ছাড়া পুরো সড়কে ভালো ইটের খোয়া ব্যবহার করা হয়।
সুবর্ণচর বর্ডার থেকে থানাহাট স্টিল ব্রিজ পর্যন্ত ৩ হাজার ৪৫৬ মিটার সড়ক সংস্কারে একেবারে নিম্নমানের এজিন, ইটের খোয়া ও বালু ব্যবহার করা হয়েছে। পাশাপাশি পিচ ঢালাইয়ে নিম্নমানের পাথর ব্যবহার করা হয়েছে। নিয়ম অনুসারে সড়ক পরিষ্কার করে প্রাইম কোট দিয়ে পিচ ঢালাইয়ের কাজ হওয়ার কথা। তা না করে শেষ করা হয়েছে কার্পেটিংয়ের কাজ। জিওবি ম্যানটেনেজ প্রকল্পের কাজটি করছে ঠিকাদারী প্রতিষ্ঠান শাহীন ট্রেডার্স। সড়কে কাজের তদারকিতে থাকা সুবর্ণচর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের ল্যাব টেকনিশিয়ান সাইফুল ইসলাম দুলাল জানান, কাজটি করছে ঠিকাদার শিহাব উদ্দিন শাহীন। তবে এ বিষয়ে মুঠোফোনে কাজেরমান সম্পর্কে জানতে চাইলে ঠিকাদার শিহাব উদ্দিন শাহীন কাজটি তিনি করছেন না বলে জানান। তবে উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্র নিশ্চিত করেন কাজটি করছেন ঠিকাদার শিহাব উদ্দিন শাহীন।

সুবর্ণচর উপজেলায় নিম্নমানের কাজ হওয়া নতুন সড়কগুলো হলো, উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজী আনিছুল হক সড়ক। এ সড়কে ১ হাজার মিটার নতুন রাস্তা নির্মাণে একেবারে নিম্নমানের এজিন, ইটের খোয়া, ও বালু ব্যবহার করা হয়েছে। জিএনপি-৩ প্রকল্পের কাজটি ১ কোটি ২ লাখ টাকা ব্যয়ে মাঠ পর্যায়ে কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মনির আহমদ ট্রেডার্স। ঠিকাদার মনির চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করে বলেন, সব ভুয়া এবং ধোক্কা অভিযোগ।

কর ক্লার্ক ইউনিয়নের নোমানিয়া ইসলামিয়া মাদরাসার সামনে জাপানী সেন্টার থেকে এমপি প্রজেক্ট পর্যন্ত ১ হাজার মিটার সড়ক নির্মাণ কাজে নিম্নমানের এজিন, ইটের খোয়া, ও বালু ব্যবহার করা হয়েছে। জিএনপি-৩ প্রকল্পের কাজটি প্রায় ৭৫-৮০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন করছে ফিরোজ আহমদের মালিকানাধীন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রোকেয়া কনস্ট্রাকশন। এ বিষয়ে জানতে একাধিকবার ঠিকাদার ফিরোজের মুঠোফোনে কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলার ১নং চর জব্বর ইউনিয়নের ফিরিঙ্গি চৌরাস্তা থেকে নুরু পাটোয়ারী হাটের পূর্ব পর্যন্ত ১ হাজার মিটার সড়ক নির্মাণে একেবারে নিম্নমানের এজিন, ইটের খোয়া, ও বালু ব্যবহার করা হয়েছে। জিএনপি-৩ প্রকল্পের কাজটি বাস্তবায়ন করছেন, ঠিকাদার হুমায়ুন। এ বিষয়ে ঠিকাদারের প্রতিনিধি কিরণ দাবি করেন, উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কর্মকর্তারা দেখেছেন আমরা মানসম্পন্ন সামগ্রী দিয়েই কাজ করছি। অফিসের কোনো অভিযোগ নেই।

সুবর্ণচরের চর আমান উল্যাহ ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের কাটাবুনিয়া গ্রামের আনছার আলীর বাড়ির দরজা থেকে ছিদ্দিক মেম্বারের বাড়ির দরজা পর্যন্ত ৪২৫ নতুন সড়ক পাকাকরণে নিম্নমানের এজিন, ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদার মো.মঞ্জুর রহমান। ঠিকাদার মো.মঞ্জুর বলেন, উপজেলা প্রকৌশলী কার্যালয় থেকে কোনো অভিযোগ নেই। আমি ভালো কাজ করছি।

এ বিষয়ে জানতে চাইলে চাটখিল উপজেলা প্রকৌশলী মো.রাহাত আমিন পাটোয়ারী বলেন, নিন্মমানের কাজ করার কোনো সুযোগ নেই। সোনাইমুড়ী উপজেলা প্রকৌশলী মো.এমদাদুল হক অভিযোগ পাওয়ার পর নিন্মমানের ইটের খোয়া অপসারণ করে নেয়া হয়েছে বলে দাবী করেছেন। সুবর্ণচর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহজালাল বলেন, নিন্মমানের কাজ করে থাকলে বিষয়টি সরে জমিনে খতিয়ে দেখা হবে।


বিভাগ : অভ্যন্তরীণ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বৃষ্টিবিঘ্নিত ম্যাচ মুম্বাইকে হারিয়ে সবার আগে প্লে-অফে কলকাতা

বৃষ্টিবিঘ্নিত ম্যাচ মুম্বাইকে হারিয়ে সবার আগে প্লে-অফে কলকাতা

দ্বিতীয় সারির দল নামিয়েও রিয়ালের অনায়াস জয়

দ্বিতীয় সারির দল নামিয়েও রিয়ালের অনায়াস জয়

পাঞ্জাবে ২৭টি সংরক্ষিত আসন হারিয়েছে ক্ষমতাসীন জোট

পাঞ্জাবে ২৭টি সংরক্ষিত আসন হারিয়েছে ক্ষমতাসীন জোট

আকর্ষণীয় সুবিধা সহ লয়্যালটি কার্ড নিয়ে এলো ইউসিবি’র তিন অঙ্গপ্রতিষ্ঠান

আকর্ষণীয় সুবিধা সহ লয়্যালটি কার্ড নিয়ে এলো ইউসিবি’র তিন অঙ্গপ্রতিষ্ঠান

অনন্য মাইলফলকের সামনে সাকিব

অনন্য মাইলফলকের সামনে সাকিব

৬৭ দেশে ইরানের মৎস্য পণ্য রপ্তানি

৬৭ দেশে ইরানের মৎস্য পণ্য রপ্তানি

কাসাব্লাঙ্কা ফিল্ম ফেস্টিভ্যালে "বিজয়ী" গ্র্যান্ড প্রিক্স জিতেছে

কাসাব্লাঙ্কা ফিল্ম ফেস্টিভ্যালে "বিজয়ী" গ্র্যান্ড প্রিক্স জিতেছে

সোনার দাম আরও বাড়লো, ভরি ১১৭২৮২ টাকা

সোনার দাম আরও বাড়লো, ভরি ১১৭২৮২ টাকা

হোয়াইটওয়াশে নজর টাইগারদের

হোয়াইটওয়াশে নজর টাইগারদের

কোরবানির মাধ্যমেই যুগে যুগে ইসলামের বিজয় অর্জিত হয়েছে

কোরবানির মাধ্যমেই যুগে যুগে ইসলামের বিজয় অর্জিত হয়েছে

ফুলহ্যামকে উড়িয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি

ফুলহ্যামকে উড়িয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি

সংবাদ সম্মেলনে ফোবানা সম্মেলনের ঘোষণা দিল অন্তর শোবিজ

সংবাদ সম্মেলনে ফোবানা সম্মেলনের ঘোষণা দিল অন্তর শোবিজ

হাওর এলাকায় আর কোনো মাটি ভরাট করে রাস্তা হবে না : প্রধানমন্ত্রী

হাওর এলাকায় আর কোনো মাটি ভরাট করে রাস্তা হবে না : প্রধানমন্ত্রী

অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে: মির্জা ফখরুল

অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে: মির্জা ফখরুল

জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর চিত্র প্রদর্শনী ‘ব্লসমস অব এক্সিসটেন্স’ শুরু

জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর চিত্র প্রদর্শনী ‘ব্লসমস অব এক্সিসটেন্স’ শুরু

ডলারের দাম বাড়িয়ে অর্থনীতিকে নৈরাজ্যের দিকে ঠেলে দেয়া হচ্ছে

ডলারের দাম বাড়িয়ে অর্থনীতিকে নৈরাজ্যের দিকে ঠেলে দেয়া হচ্ছে

রূপালী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

রূপালী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

ডিবিএইচের ময়মনসিংহ শাখার উদ্বোধন

ডিবিএইচের ময়মনসিংহ শাখার উদ্বোধন

সিআইপি সম্মাননা পেলেন ‘স্নোটেক্স’ গ্রুপের প্রতিষ্ঠাতা খালেদ

সিআইপি সম্মাননা পেলেন ‘স্নোটেক্স’ গ্রুপের প্রতিষ্ঠাতা খালেদ

এশার নামাজ পড়া আর হলো না

এশার নামাজ পড়া আর হলো না