বেকার শত শত শ্রমিক পরিবারের মানবেতর জীবন

পাঁচ বছরেও চালু হয়নি সুন্দরবন টেক্সটাইল মিলস

Daily Inqilab আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা থেকে

২০ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২০ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম

সাতক্ষীরার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সুন্দরবন টেক্সটাইল মিলস। বন্ধ হয়ে যাওয়া মিলটি গত পাঁচ বছরেও চালু হয়নি। ফলে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। এছাড়া হতাশায় ভুগছেন চাকরি হারানো বিপুল সংখ্যক শ্রমিক। মানবেতর জীবন কাটাচ্ছেন তারা ও তাদের পরিবারের সদস্যরা। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে মিলটি আবারো চালুর দাবি জানিয়েছেন, মিল বাস্তবায়ন কমিটিসহ শ্রমিকরা। কর্তৃপক্ষ বলছেন, পিপিটি’র মাধ্যমে মিলটি চালু করার চেষ্টা করা হচ্ছে।

জানা যায়, সাতক্ষীরার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিলস নামের এই মিলটি। ১৯৮৩ সালে সাতক্ষীরা শহর উপকণ্ঠের মাগুরা এলাকায় ৩০ একর জায়গায় স্থাপন করা হয় এই বস্ত্র মিল। মিলটিতে একসময় দেড় হাজারের অধিক শ্রমিক কাজ করতেন। মুল ইউনিট ও নীল কমল ইউনিটের আওতায় ৩৯ হাজারেরও বেশি টাকু ঘুরতো প্রতিনিয়ত। মিলের দু’টি ইউনিটের সুতা উৎপাদন ক্ষমতা দৈনিক ১০ হাজার কেজি। তবে, এর জৌলুস বেশিদিন থাকেনি। ক্রমাগত লোকসানের ফলে ২০০৭ সালে শ্রমিক-কর্মচারীদের বিদায় জানানো হয় গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে। পরে সার্ভিস চার্জ পদ্ধতিতে মিলটি আবার চালু হয়। কিন্তু বেশিদিন চলেনি। ২০১৭ সালের শেষের দিকে মিলটি ভাড়ায় নেয় নারায়নগঞ্জের ট্রেড লিংক লি.। লোকসান হতে থাকায় ২০১৯ সালে আবারো বন্ধ ঘোষণা করা হয় মিলটি। দীর্ঘদিন বন্ধ থাকায় মরিচা পড়ে নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার যন্ত্রপাতি। প্রতিষ্ঠানটি দেখভালের জন্য বর্তমানে আটজন কর্মকর্তা-কর্মচারি নিয়োজিত আছেন।

এদিকে, বছরের পর বছর মিলটি বন্ধ থাকায় বেকার জীবন-যাপন করছেন এলাকার শত শত শ্রমিক। মানবেতর জীবন যাপন করছেন তাদের পরিবারের সদস্যরা।

এ বিষয়ে শ্রমিক রেজাউল হক রেজা জানান, আমি এখানে চাকরি করতাম। রুটি-রুজি আমার সেভাবেই। এখন সেটা বন্ধ হয়ে গেছে। কর্মসংস্থানই হলো আমাদের দাবি। মিলটা চালু হলে আমাদের কর্মসংস্থানের সুযোগ হবে। মিলটি চালুর দাবিতে কমিটি গঠন হয়েছে সম্প্রতি। পরিকল্পিতভাবে চালু করতে পারলে লাভবান হতে পারবেন কর্তৃপক্ষ, অভিমত শ্রমিক নেতৃবৃন্দের।

এ বিষয়ে সুন্দরবন টেক্সটাইল মিলস চালু বাস্তবায়ন কমিটির দপ্তর সমন্বয়কারী শেখ শওকত আলী জানান, এই মিলের লাভ দিয়ে আমিন টেক্সটাইল মিলস ও মাগুরা টেক্সটাইল মিলস গঠিত হয়েছে। কিন্তু সঠিক সিদ্ধান্তহীনতার কারণে আজ মিলটি দেউলিয়া হয়ে গেছে। একসময়ে পাকিস্থানী তুলা আমদানি করে ক্ষতিগ্রস্থ হয়েছে মিলটি। আমরা দাবি করি, সরকার যেকোনভাবে মিলটি চালু করুক। সুন্দরবন টেক্সটাইল মিলস চালু বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাগফুর রহমান জানান, সরকার লস দিয়ে চালাবে না। পিপিপির মাধ্যমে বিটিএমসি ইতোমধ্যে তিনটি মিল চালু করেছে। ত্রিশ বছরের লিজে সেগুলো তারা চালাচ্ছে। তারা লাভবান হতে পারলে এই মিল চালু হতে পারবে না কেন।

কমিটির আহবায়ক শেখ হারুন-উর-রশিদ বলেন, ‘সম্প্রতি মিলটি চালুর বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু সংসদে জোরালো বক্তব্য রেখেছেন। মিলটি চালু না হলে একদিকে যেমন কয়েক কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হবে, তেমনি মিলে কর্মরত শ্রমিকরা আরো অসহায় হয়ে পড়বে। তাদের পরিবার পরিজনের কষ্ট আরো বাড়বে।’

মিলটি চালুর বিষয়ে বর্তমান ইনচার্জ শফিউল বাশার জানান, ‘এখানে দেড় হাজারেরও বেশি শ্রমিক এক সময় কর্মরত ছিল। ১৯৯২ সালে মুল ইউনিটের বাইরে ‘নীলকমল’ নামে আরো একটি ইউনিট প্রস্তুত হয়। সুতা উৎপাদন থেকে থেকে থানকাপড় পর্যন্ত তৈরি হতো এখানে। তবে, ক্রমাগত লোকসানের কারণে ২০০৭ সালে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে শ্রমিক ও কর্মচারীদের বিদায় করা হয়। কিছু কর্মকর্তা-কর্মচারী রয়ে যায় মিলটি দেখাশুনার জন্য। পরে সার্ভিস চার্জ পদ্ধতিতে মিলটি পরিচালিত হতো। কিন্তু সেটাও বন্ধ হয়ে যায়। পরে ভাড়া পদ্ধতিতে চালানোর চেষ্টা করা হলেও বিদ্যুৎ সংকট ও মেশিনারীজ পুরনো হওয়ায় ২০১৯ সাল থেকে আবারো বন্ধ হয়ে যায় মিলটি। আর চালানো সম্ভব হয়নি। আমি যতটুকু জানি, দূর অথবা অদূর ভবিষ্যতে পিপিপি’র (সরকারি-বেসরকারি অংশীদারিত্ব) মাধ্যমে মিলটি চালানোর চিন্তা বিটিএমসি’র আছে।

এ প্রসঙ্গে সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির জানান, বাস্তবতার নিরিখে মিলটিকে চালানো সম্ভব নয় বিধায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করার চিন্তাও সরকারের মাথায় রয়েছে।

তিনি বলেন, ‘মিলটি বেশ আগে থেকে বন্ধ রয়েছে। বাস্তবতার নিরীখে ক্রমাগত লোকসান দিয়ে টেক্সটাইল মিলকে হয়ত আর চালু করা সম্ভব হবে না। আমরা চিন্তা করছি একটা ভোকেশনাল ইনস্টিটিউট করা যায় কি না। যাতে শিক্ষার্থীরা এটা নিয়ে পড়ালেখা করতে পারে। আমি ডিসি সম্মেলনে এই প্রস্তাব দিয়েছি। বস্ত্র মন্ত্রণালয়ে এই প্রস্তাব দেয়ার পরে তা তারা গ্রহণ করেছেন। তিন একর জায়গা লাগবে ইনস্টিটিউট করতে। বাকি জায়গা অন্যভাবে ব্যবহারের কথা ভাবছে মন্ত্রণালয়, যাতে ভিন্নধরণের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়।


বিভাগ : অভ্যন্তরীণ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কুড়িগ্রামে মোবাইল কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কুড়িগ্রামে মোবাইল কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

জেলা প্রশাসক ও পুলিশ কর্তৃক অগ্রিম নির্বাচন কেন্দ্র পরিদর্শন

জেলা প্রশাসক ও পুলিশ কর্তৃক অগ্রিম নির্বাচন কেন্দ্র পরিদর্শন

নোবিপ্রবিতে অ্যাকাডেমিক মানোন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোবিপ্রবিতে অ্যাকাডেমিক মানোন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুমিল্লা শিক্ষাবোর্ডে পৌনে এক লক্ষাধিক উত্তরপত্র পুনর্নিরীক্ষনের আবেদন

কুমিল্লা শিক্ষাবোর্ডে পৌনে এক লক্ষাধিক উত্তরপত্র পুনর্নিরীক্ষনের আবেদন

মোটরসাইকেলের কাগজ দেখতে চাওয়ায় দুই পুলিশকে পেটালেন যুবক

মোটরসাইকেলের কাগজ দেখতে চাওয়ায় দুই পুলিশকে পেটালেন যুবক

সখিপুরে উপজেলা নির্বাচনী কর্মী সভায় দলীয় এমপির ছবি, কারণ দর্শানোর নোটিশ পেলেন শওকত শিকদার

সখিপুরে উপজেলা নির্বাচনী কর্মী সভায় দলীয় এমপির ছবি, কারণ দর্শানোর নোটিশ পেলেন শওকত শিকদার

বিশ্বকাপে আমাদের শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকাকে হারানো উচিত: মাশরাফি

বিশ্বকাপে আমাদের শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকাকে হারানো উচিত: মাশরাফি

যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

নতুন নতুন শ্রমবাজার সবার জন্য উন্মোচন করতে হবে

নতুন নতুন শ্রমবাজার সবার জন্য উন্মোচন করতে হবে

কাজী আজিজুর রহমান সিটি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক

কাজী আজিজুর রহমান সিটি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে জাইকা ও বিদ্যুৎ বিভাগের কর্মশালা

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে জাইকা ও বিদ্যুৎ বিভাগের কর্মশালা

কুষ্টিয়ায় গোরস্থান-মাদরাসার দান বাক্স ভেঙে টাকা ও সাইকেল চুরি

কুষ্টিয়ায় গোরস্থান-মাদরাসার দান বাক্স ভেঙে টাকা ও সাইকেল চুরি

প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা পাকিস্তানের

প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা পাকিস্তানের

কুষ্টিয়ায় জাহাবুল হত্যা মামলায় সামসুলের যাবজ্জীবন

কুষ্টিয়ায় জাহাবুল হত্যা মামলায় সামসুলের যাবজ্জীবন

ব্র্যাক ব্যাংকের লক্ষ্যণীয় সাফল্য

ব্র্যাক ব্যাংকের লক্ষ্যণীয় সাফল্য

প্রান্তিক পর্যায়ে দক্ষ এসএমই উদ্যোক্তা তৈরি করতে হবে

প্রান্তিক পর্যায়ে দক্ষ এসএমই উদ্যোক্তা তৈরি করতে হবে

হেলিকপ্টার দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা খতিয়ে দেখা প্রয়োজন

হেলিকপ্টার দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা খতিয়ে দেখা প্রয়োজন

আবার বাড়তে শুরু করেছে ডেঙ্গু জ্বরের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৭ জন

আবার বাড়তে শুরু করেছে ডেঙ্গু জ্বরের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৭ জন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের শ্রদ্ধা

একাকী নামাজ পড়ার সময় ইকামত দেওয়া প্রসঙ্গে।

একাকী নামাজ পড়ার সময় ইকামত দেওয়া প্রসঙ্গে।