টর্চার সেলে বন্দি করে শিবচরে মাদরাসাশিক্ষককে নির্যাতন
৩১ অক্টোবর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ১২:০১ এএম
টর্চার সেলে বন্দী করে এক মাদরাসা শিক্ষককে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। হাজিরা খাতায় মাদরাসা প্রধান মুহতামিম মাওলানা হাবিবুর রহমানের স্বাক্ষরের স্থানে অনুপস্থিত দেয়া নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছে বলে জানা যায়।
ভুক্তভোগী মো. মোস্তাফিজুর রহমান (২৫) মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারীকান্দি হাজেরিয়া মাদরাসা ও এতিমখানার সদ্য নিয়োগপ্রাপ্ত একজন জেনারেল শিক্ষক।
সরেজমিনে জানা যায়, গত মঙ্গলবার সকালে মাদরাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমানের নির্দেশে মাওলানা বাকি বিল্লাহ, মাওলানা আব্দুল করিম, মুফতি মো. জামাল হোসেন মিলে শিক্ষক মোস্তাফিজকে মাদরাসার এক কক্ষে বন্দী করে বৈদ্যুতিক তারে তৈরি চাবুক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। নির্যাতন করেই তাদের কাজ সমাপ্ত না করে তাকে এক ঘণ্টার মধ্যে ওই এলাকা থেকে বাসাবাড়ি নিয়ে চলে যাওয়ার জন্য হুলিয়া জারি করা হয়। উপায়ান্তর না দেখে ভুক্তভোগী ৯৯৯-এ ফোন দিলে শিবচরের ভদ্রাসন পুলিশ ফাঁড়ি থেকে এএসআই জিয়াউল হক-এর নেতৃত্বে একটি দল পুলিশ এসে তাকে বন্দী দশা থেকে মুক্ত করেন। পরে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়া হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী মোস্তাফিজ বলেন, মুহতামিমের পক্ষ থেকে তার ওপর আনিত সন্দেহমূলক অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। মাদরাসায় নিয়োগপ্রাপ্তির পর থেকেই মুহতামিম তাকে বিতাড়িত করার চেষ্টা করে আসছে। ওই ঘটনার জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়ার জন্য তাঁকে একটা রুমের মধ্যে বন্দী করে নির্যাতন করা হয়েছে বলে শিক্ষক মোস্তাফিজ জানান। তিনি তার ওপর নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
স্থানীয় বাসিন্দারা মাওলানা হাবিবুর রহমানের পদত্যাগ চেয়ে আমাদের উপস্থিতিতেই বিক্ষোভ প্রদর্শন করেন।
টর্চার সেলে উপস্থিত ওই মাদরাসার শিক্ষক মাওলানা নাজমুল হোসেন ইনকিলাবকে বলেন, মুহতামিম সাহেবের নির্দেশে নির্দিষ্ট ওই কক্ষে বন্দী করে প্রথমে মাওলানা বাকি বিল্লাহ আঘাত শুরু করার পরে বাকি সবাই তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। অনেক চেষ্টা করেও তাকে রক্ষা করতে পারেনি বলে জানান। পুলিশ এসে মুক্ত করার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি চিকিৎসাধীন।
অভিযুক্ত মাওলানা বাকি বিল্লাহর নিকট ঘটনার বর্ণনা জানতে চাইলে, তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করে সম্পূর্ণ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয়ে মুহতামিম মাওলানা হাবিবুর রহমান বলেন, মোস্তাফিজ এর কাছ থেকে হাজিরা খাতায় স্বাক্ষরের স্থানে অনুপস্থিত দেয়া বিষয়ে নিশ্চিত হতে জিজ্ঞসাবাদের জন্য কয়েকজন শিক্ষককে দায়িত্ব দেয়া হয়। তখন তারা তাঁকে বেত দিয়ে কয়েকটি আঘাত করেছে বলে জানান।
মাদরাসার ভারপ্রাপ্ত সভাপতি দাদন গৌড়ার নিকট জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে গেছে। তদন্ত করে জানা গেছে, ১৪ দিন বিনা নোটিশে মুহতামিম মাদরাসায় অনুপস্থিত ছিলেন। ওই ঘটনায় কোনো এক শিক্ষক তার হাজিরা খাতায় সাক্ষরের স্থানে অনুপস্থিত দেওয়াকে কেন্দ্র করে অনাকাঙ্খিত ঘটনাটি সংঘটিত হয়েছে। সংবাদ পেয়ে মাদরাসায় উপস্থিত হয়ে সবাইকে শান্ত করে সালিশ সংস্থার মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শিবচর থানার ওসি মোক্তর হোসেন বলেন, ৯৯৯ এ ফোন কল পেয়ে ভদ্রাসন ফাঁড়ি থেকে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। তারা ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন। থানায় অভিযোগ দাখিল করা হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান