গোদাগাড়ীর মহিশালবাড়ী হাটে ময়লার স্তূপ
০২ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহানগরী সড়কের পাশে প্রথম শ্রেণীর গোদাগাড়ী পৌরসভায় ২ নম্বর ওয়ার্ডে ঐতিহ্যবাহী একমাত্র সীমান্তবর্তী মহিশালবাড়ী গবাদিপশুর হাট। এ হাটে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লার স্তুূপ।
ফলে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। ক্রেতা বিক্রেতা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, এলাকার সাধারণ মানুষ নাকে রুমাল দিয়ে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চলাচল করছেন। ওই ময়লার স্তুূপে খাবারের খোঁজে কাক, বিড়াল, কুকুরের পাশাপাশি জড়ো হয় গরু, ছাগল ফলে পুরো হাট জুড়েই থাকে তাদের রাজত্ব।
স্থানীয়রা বলছে, হাটের এমন পরিবেশ দেখেও যেন না দেখার ভান করেন এড়িয়ে যান পৌর কর্তৃপক্ষ। ঐতিহ্যবাহী মহিশালবাড়ী হাট থেকে আগে প্রতিবছর প্রায় দেড় কোটি থেকে ২ কোটি রাজস্ব আদায় হতো, জমজমাটভাবে চলতো, ঢাকা, চিটাগাং, বগুড়া, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, সিলেটসহ বিভিন্ন জেলা থেকে গরুর পাইকারগণ এহাটে এসে গরু মহিষ কিনে শ শ ট্রাকে বোঝাই করে নিয়ে যেত। সপ্তাহের দুদিন রোববার ও বুধবার হাটটি বসে, হাটের দিন মানুষের কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য হয়। রাজশাহী শহরের সিটি হাট চালু হওয়ার পর এলাকার প্রভাবশালী মহল হাট নষ্ট করেছেন। প্রথমে হাটে করিডোরের জাল কাগজ বিক্রি শুরু করায় পুলিশ, বিজিবি, প্রশাসন বেশ কিছু গরুর ট্রাক করিডোরের জাল কাগজের মাধ্যমে পাচার করার সময় আটক করে কাস্টমে জমাদেন এতে গরু ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়। ওই সময় হাট ইজারদারগণ তাদের কোনো ধরণের সহযোগিতা না করার ব্যাপক অভিযোগ রয়েছে। তাছাড়া কূটকৌশলে বড় বড় গরু মহিষগুলো এহাটে বেচাকেনা বন্ধ করে দেয়া হয়। কয়েক বছর শুধু ছোট সাইজের গরু বেচাকেনা হতো সেটাও বন্ধ হয়ে যায়, এখন হাটটি মৃত্যু প্রায়। এখানে কোনো গরু মহিষ আর উঠে না। শুধুমাত্র ছাগল, ভেড়া বেচাকেনা হয়। গোদাগাড়ী উপজেলা এবং পৌরসভা, চরআলাতুলি, চরআষাড়িয়াদহ, কাঁকনহাট, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন এলাকার মানুষ ছাগল ভেড়া নিয়ে এ হাটে আসেন, বেচাকেনা করেন। জমজমাটভাবে ছাগল ভেড়া ক্রয়বিক্রয় হয়। ঢাকা, চিটাগাং, বগুড়া, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, সিলেটসহ বিভিন্ন জেলা থেকে গরুর পাইকাররা এহাটে এসে ছাগল ভেড়া ক্রয় করে ট্রাকে বোঝাই করে নিয়ে যায়।
সাবেক কাউন্সিলর মোফাজ্জুল হোসেন মোফা বলেন, বার বার পৌর কর্তৃপক্ষকে তাগাদা করে কোনো লাভ হয়নি। এলাকার বিভিন্ন ব্যবসায়ী, সাধারণ মানুষ মায়লা নিয়ে এসে এখানে জড়িয়ে ছিটিয়ে রাখে নিষেধ করেও কাজ হয়। সরকার পরিবর্তন হয়েছে অনেক স্তরে সংস্কার হচ্ছে, এ জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। এ হাটের হারানো গৌরব ফিরে আনার জন্য স্থানীয় প্রশাসন, এলাকার ব্যবসায়ী, সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে।
নাম প্রকাশ না করা শর্তে একজন এমবিবিএস ডাক্তার বলেন, গরুর হাটের মধ্যে ওপেন ময়লার স্তূপ থাকায় মারাত্মকভাবে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে সাধারণ মানুষ। বিভিন্ন ধরণের অসুখ আক্রান্ত হবে পারে মানুষ। গোদাগাড়ী পৌরসভার সহকারী প্রকৌশলী ও সচিবের দায়িত্বে থাকা সারোয়ার জাহান মুকুলের সাথে মোবাইলে যোগাযোগ করে রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’ চলাচল শুরু
ইসরায়েল নিশ্চিত করেছে, হামাস নেতা হানিয়া তেহরানে নিহত
হাওয়াইয়ের কিলাওয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, লাভার প্রবাহ শুরু
ম্যাট গেটসের বিরুদ্ধে যৌন ও মাদক কেলেঙ্কারির তথ্য প্রকাশ
লক্ষ্মীপুরে চুরির অপবাদে যুবককে বেঁধে নির্যাতন-নাকে খত দেওয়ার ভিডিও ভাইরাল
গাজার হাসপাতাল ও ত্রাণ বহরে ইসরায়েলি হামলা, নিহত আরও ৫৮ ফিলিস্তিনি
অত্যাধুনিক যুদ্ধবিমানের বিশাল বহর কিনছে পাকিস্তান, ছাড়িয়ে যাবে ভারতকেও
১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
সাতক্ষীরা কালিগঞ্জে পটল চাষে বাম্পার ফলন
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রের মর্মান্তিক মৃত্যু
শাহরাস্তিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
পাকিস্তানে অবশেষে সরকার ও বিরোধী দলের আলোচনা শুরু
ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন