সেতুর পনেরো শতাংশ কাজ করতেই প্রকল্পের মেয়াদ শেষ
০২ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম
কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া টু রাজাখালী ইউনিয়নের সংযোগ সেতুর নির্মাণ কাজ বন্ধ থাকায় দুর্ভোগে দুই ইউনিয়নের আনুমানিক ৩৮ হাজার মানুষ। ইতোমধ্যে প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হলেও সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে মাত্র দশ শতাংশ। দায়িত্ব প্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান গত সাত মাস ধরে সেতুর নির্মাণকাজ ফেলে চলে গেছেন। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচলে ব্যাপক ভোগান্তি হতে হচ্ছে। এনিয়ে এলাকায় ক্ষোভে বিরাজ করছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, রাজাখালী (মগনামা) ভোলা খালের ওপর ১৩১ মিটার দৈর্ঘ্য ও ২৪ ফিট প্রস্থ সেতু নির্মাণে ৭ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিলো। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিশ্বব্যাংকের অর্থায়নে কাজটি মেসার্স আবুল কালাম আজাদ কনস্ট্রাকশন নামে দিনাজপুরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছিলো।
স্থানীয়রা জানায়, গত দুই বছর ধরে নাপিতখালী ভোলাখালের ওপর নির্মিত পুরাতন সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের কার্যক্রম করার নামে স্থানীয় সরকার ও ঠিকাদারি প্রতিষ্ঠান একধরনের পায়তারা করেছে। জোয়ার বাটার একটা খালে গত দুই বছর ধরে বাঁধ দিয়ে পানি নিষ্কাশন বন্ধ করে রাখে। এতে নৌকা চলাচলে ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। জোয়ার বাটার খালের ওপর (সেতু নির্মাণে) বিকল্প সড়ক হওয়ায় দীর্ঘ পথ ঘুরে সাগরে ট্রলার বের করছে মাঝিরা।
নির্মাণস্থলে ৪৪ টি পাইলিংয়ের স্থানে ১৬ টির কাজ আংশিক শেষ হয়েছে। পাশে খালের মাঝখানে বিকল্প সংযোগ সড়কটি প্রায়ই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বড় কোন গাড়ি পারাপার হলেই সড়ক দেবে যাচ্ছে।
এই বিষয়ে জানতে বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফাশিয়াখালী কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা বদিউল আলম জিহাদি জানান, বারবাকিয়া রাজাখালী সংযোগ সেতুর নির্মাণ কাজ বন্ধ থাকায়, তাদের সাথে যোগাযোগ করলে তাঁরা জানায় তাঁদের টেন্ডার বাতিল হয়েছে এবং তাদের জরিমানা করা হয়েছে।
এবিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস আবুল কালাম আজাদ কনস্ট্রাকশনের (প্রতিনিধি) চঞ্চল সাহার কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, প্রকল্পের নির্ধারিত মেয়াদে নির্মাণাধীন সেতুর দৃশ্যমান কোন কাজ করতে না পারায় আমাদের টেন্ডার বাতিল হয়েছে।
এ প্রসঙ্গে পেকুয়া উপ সহকারি প্রকৌশলী শাহজালাল দৈনিক ইনকিলাবকে জানান, সেতুর নির্মাণ কাজে গাফেলতির কারণে মের্সাস আবুল কালাম আজাদ কনস্ট্রাকশনের টেন্ডার বাতিল হয়েছে। এবং তাদেরকে জরিমানা করা হয়েছে। আমরা নতুন করে কার্যাদেশ পাটিয়েছি।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
কন্যার নাম প্রকাশ করলেন রণবীর-দীপিকা দম্পতি,দিয়েছেন মিষ্টি ছবি
তুরস্কে বিজয়ী বাংলাদেশের হাফেজ মুয়াজকে অভিনন্দন জানালেন পীর সাহেব চরমোনাই
সিলেট মহানগর ‘বৈষম্য বিরোধী হকার ঐক্য পরিষদ’র ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
শেরপুরে তারে জড়িয়ে বন্য হাতির মৃত্যু
কাঁচা সড়কে জনদুর্ভোগ
দেরি করে ভাত দেওয়ায় হত্যা
গ্রামে প্রবেশের সড়ক নেই
বন্য হাতি হামলা
পলো বাওয়া উৎসব
গোদাগাড়ীর মহিশালবাড়ী হাটে ময়লার স্তূপ
কুয়াকাটায় ব্যবসা বাণিজ্যে গতি ফিরছে
গারো পাহাড়ে কলার আবাদ
ডেঙ্গুতে ১০ মাসে মৃত্যু ৩০০
বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন এবং বাস্তবতা
স্বেচ্ছায় রক্ত ও চক্ষু দানকে উৎসাহিত করতে হবে
অনন্য চিন্তক-দার্শনিক দেওয়ান মোহাম্মদ আজরফ
বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে ভারতের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে
বিদ্যুৎ সংকট আর্থ-সামাজিক অস্থিরতার কারণ হতে পারে
শার্শায় আফিল জুট উইভিং ফ্যাক্টরি শ্রমিক নিহত
আফগান সিরিজের বাংলাদেশ দল ঘোষণা,আছে চমক