কলারোয়ায় সদ্যনির্মিত রাস্তা ভেঙে খানাখন্দকে পরিণত
০৩ নভেম্বর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৪, ১২:০৬ এএম
ইঞ্জিনিয়ারের চেয়ে ঠিকাদার প্রভাবশালী হওয়ায় কলারোয়ায় নির্মাণ কাজে সীমাহীন দুর্ণীতি ও ঘাপলাবাজি সংঘটিত হয়েছে। ফলে সদ্য নির্মিত রাস্তাঘার্ট ভেঙে খানাখন্দে পরিণত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত সরকারের শাসনামলে বেশীর ভাগ সরকারি নির্মাণ কাজ কৌশলে অপকৌশলে সরকার দলীয় প্রভাবশালী ঠিকাদররা হাতিয়ে নেয়। এসব ঠিকাদারের কেউ বা উপজেলা বা জেলা পরিষদের চেয়ারম্যান বা সদস্য বা তাদের পরিবারের ঘনিষ্টজন, কেউ বা রাজনৈতিক দলের সভাপতি বা সম্পাদক বা গুরুত্বপূর্ণ নেতৃত্ব, কেউবা এমপি বা মন্ত্রীর পরিবারের ঘনিষ্ট স্বজন। কাজ পাওয়ার পরে এসব প্রভাবশালী ঠিকাদাররা আর প্রকৌশলীদের তোয়াক্কা করেনি। আবারও ক্ষেত্র বিশেষে প্রভাবশীদের রোষানলে পড়ে ঝামেলায় জড়িয়ে বিপদগ্রস্থ হওয়ার ভয়ে অনেক প্রকৌশলী ভাগ নিয়ে নিরব থাকা শ্রেয় মনে করছে। এই সুযোগে ঘাপলা করে অপ্রতুল এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করে নির্মাণ কাজ সমাপ্ত করা হয়। আবার সিডিউল বর্হিভূতভাবে কাজ করে এবং পরিমিত রোলার না দেয়ায় রাস্তাঘাটের ভিত দুর্বল হয়ে পড়ে। ফলে নির্মাণ সমাপ্ত হওয়ার পরে সমান্য চাপ বা আঘাতে রাস্তা ভেঙে চুরে যেতে শুরু করেছে। এর মধ্যে সদ্যসমাপ্ত অর্থবছরে কলারোয়া পৌরসভা কর্তৃক বঙ্গবন্ধু মহিলা কলেজ গেট থেকে লোহকুড়া পর্যন্ত প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত রাস্তায় নিম্নমানের খোয়া, বালু ব্যবহার এবং প্রয়োজনীয় রোলার ও বিটুমিন দেয়া হয়নি।
ফলে নভেম্বর’২৩ নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার মাত্র ৩ মাস পরে রাস্তার কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে বলে তুলসিডাঙ্গার ইনছান জানায়। ৬৫ লাখ টাকা ব্যয়ে পৌরসভার ঝিকরা থেকে মুরারীকাটি হাইস্কুলগামী সড়ক নির্মাণের ৫ মাস পরে কার্পেটিং উঠে যেতে শুরু করেছে। প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে দমদম থেকে সোনাবাড়িয়া এবং সোনাবাড়িয়া থেকে গয়ড়া পর্যন্ত সড়ক নির্মাণের ৩ মাসের মধ্যে রাস্তার সম্প্রসারিত অংশ দেবে এবং রাস্তার পাড় ভেঙে যেতে শুরু করেছে। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে কলারোয়া বাজার সংলগ্ন কলাগাছি মোড় থেকে আলাইপুর পর্যন্ত সড়ক নির্মাণের ৪ মাসের মধ্যে কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হচ্ছে বলে জনৈক জাকিরসহ স্থানীয়রা জানায়।
প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে খোর্দ্দবাজার থেকে কাশিয়াডাঙ্গা সড়ক নির্মাণের কয়েক মাস পরে কার্পেটিং উঠে রাস্তায় ভাঙন ও গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া নির্মাণ কাজে ঘাপলার জন্য পৌর এলাকার থানা মোড় থেকে বঙ্গবন্ধু মহিলা কলেজ পর্যন্ত ২ বছর আগে ৬০ লাখ টাকা ব্যযে নির্মিত সড়ক শত শত খানাখন্দে ভরে গেছে। এছাড়া কাজে মারাত্মক ঘাপলা ও সীমাহীন দুর্ণীতির কারণে নির্মাণের ৪/৫ বছরের মধ্যে লোহাকুড়া থেকে দমদম সড়ক, সোনাবাড়িয়া টু বাগুড়ি বেলতলা সড়ক, সোনাবাড়িয়া থেকে মাদরা বিওপি হয়ে ভাদিয়ালী সড়ক, কাজিরহাট-সিংগা সড়ক, দক্ষিণ ভাদিয়ালী থেকে কেড়াগাছি সড়ক, কলারোয়া-সরসকাটি সড়ক ভেঙেচুরে হাজার হাজার খানাখন্দে ভরে গেছে। বাইসাইকেল, মোটরসাইকেল, ভ্যান, ইজিবাইক, থ্রি-হুইলার বা যে কোন যানবাহন এসব রাস্তায় চলার সময় লা ফায়ে এবং হেলেদুলে চলার সময় ধাক্কায় যাত্রীরা আঘাত প্রাপ্ত হয় এবং পেটে খিল ধরে যায়। শিশু ও রোগাক্রান্ত মানুষ এই রাস্তায় চলতে আঘাতে আঘাতে আরো অসুস্থ্য হয়ে পড়ে।
এ ব্যাপারে কলারোয়া পৌর প্রকৌশলী শহিদুল ইসলাম ঘটনা অস্বীকার না করে বলেন, যানবাহন চলাচলে রাস্তা তো ভেঙে যাবে। কলারোয়া উপজেলা প্রকৌশলীর বদলীর পরে নতুন কেউ যোগদান করেনি। ফলে উপজেলা প্রকৌশলীর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এলজিইডি সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী সড়কগুলো না দেখে কিছু বলতে পারবেন না বলে ইনকিলাবকে জানান।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
খুবিকে ইমপ্যাক্টফুল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা
লাল পাহাড়ের দেশকে বিদায় জানিয়ে না ফেরার দেশে চলে গেলেন অরুণ চক্রবর্তী
বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান
আগামী রোববার-সোমবারও বন্ধ থাকবে ঢাকা সিটি কলেজ
অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাব ইউক্রেনে: পুতিন
নির্বাচনে যত দেরি ষড়যন্ত্র তত বাড়বে: তারেক রহমান
‘ফিফা ছিল খুবই দুর্বল, আমিই একে বিশাল প্রতিষ্ঠানে রূপান্তর করেছি’
ফ্যাসিস্ট হাসিনা কাউকে রেহাই দেয়নি, জাতির ভবিষ্যৎ ধ্বংস করে পালিয়ে গেছেন: রিজভী
স্বৈরাচার সরকারের দোষররা এখনো মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: রফিকুল ইসলাম খান
জমিয়ত সভাপতি রায়পুরীর ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক
অনুপ্রবেশ তত্ত্বে কাজ হল না, ঝাড়খণ্ডে ক্ষমতায় ফিরছে ইন্ডিয়া
পতিত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে পালিয়ে গেছে; মাওলানা শাহজাহান আল মাদানী
পঞ্চম কিস্তি আসতে চলছে জনপ্রিয় সিরিজ 'আউটার ব্যাংকস' এর, কি আছে সিরিজটিতে?
জয়সোয়ালের রেকর্ডে পার্থে ভারতের দাপুটে দিন
ভোটবাক্স বোঝালো মমতাতেই ভরসা বাংলার
সংসদে আরও এক গান্ধী, অভিষেকেই বড় জয়ের পথে প্রিয়াঙ্কা
ছ’মাসেই পুরো বদল! মহারাষ্ট্রে ঝড় বিজেপির
আগে স্থানীয় নির্বাচন, পরে জাতীয় নির্বাচন আয়োজনের পরামর্শ
জুলাই বিপ্লবে ছাত্র আন্দোলনে গুলি করা সেই তৌহিদ গ্রেপ্তার
রমজানে বাজার সহনশীল রাখার চেষ্টা করা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা